নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

গরিবদের যেভাবে বড়লোক বানাতে পারবে NGO?

০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:০৩



বিষয়ঃ অর্থনীতি, NGO, সমবায় সমিতি।

আমি “রাষ্ট্রবিজ্ঞান” এর ছাত্র। আমার থেকে অর্থনীতি তে অনার্স করা ব্যাক্তিই আমার থেকে ভালো অর্থনীতি জ্ঞান রাখে।

যা বলতে চাইঃ এক এলাকা তে এক মহিলা ছিলো। সে তার স্বামীর জন্য রিক্সা ক্রয় করার জন্য কিস্তিতে টাকা ঋন নেয়।

প্রত্যেক সাপ্তাহে তাকে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। কোন সপ্তাহে তাদের আয় ভালো হয় আবার কোন সপ্তাহে তাদের আয় ভালো হয় না। এর মধ্যে সংসারের খরচ তো আছেই। সেই জন্য কোন কোন সপ্তাহে কিস্তির টাকা ওঠে না। তাই কিস্তির টাকা পরিশোধ করার জন্য সেই মহিলা এক বড়লোক মহিলার কাছে টাকা ধার নেয়।

পরে সেই বড়লোকের টাকা পরিশোধ করতে না করতেই আবার কিস্তির টাকা পরিশোধের সময় এসে যায়। ফলে রিস্কা ওয়ালার বউ আরো ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে।

আমরাও আগে বই তে পড়েছি। কৃষকদের সহজ সর্তে ঋন দিতে হবে। উদ্যোক্তাদের সহজ সর্তে ঋন দিতে হবে। তাদের ঋন দিলে তারা সেই টাকা কোথাও ইনভেস্ট করবে। পরে তারা কোটি পতি হবে।

বাস্তবে তাহা উল্ট হচ্ছে। রিস্কা ওয়ালার বউদের মত যারা সহজ সর্তে ঋণ নিচ্ছে তারা আরো ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে।

আসলে তাদের ঋন না, তাদের কিছু টাকা দান করতে হবে। যাকাত দিতে হবে।

অথবা এমনও হতে পারতো। NGO বা কোন বড়লোক রিক্সা ওয়ালা কে রিক্সা দান করতে পারতো। বা NGO ওয়ালার বলতে পারতো এই রিক্সা তুমি চালাবা। বিনিময়ে তুমার যা আয় হয় তার ২০% দিবা।

আবার সেই NGO একটি Business ECO সিস্টেম চালু করতে পারে।

যেমন সেই রিক্সা ওয়ালা সহ ১০জন কে রিক্সা কিনে দিলো। তারপর তারা একজন রিক্সা মেকানিক কে টাকা দিয়ে বললো “এই নেও টাকা। রিক্সার ঠিক করার ব্যাবসা শুরু করো, বিনিময়ে আমাদের তুমার ইনকামের ১০% দিবা।“

তারপর রিক্সা ঠিক করার কাচামাল যেমন টায়ার, টিউব, হর্ন বা বেইল ইত্যাদি ছোট ছোট জিনিস ফ্যাক্টরি বানানোর জন্য একজন কে টাকা দিলো। বিনিময়ে এখানেও ইনকামের ২০% শেয়ার নিলো।

এতে করে গরিবদের উপর প্রেসার কম পড়বে। অর্থনীতি চাঙ্গা হবে।

এই জিনিস গুলা অর্থনীতি তে অনার্স করা লোকের চিন্তা করা উচিৎ ছিলো।


মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: গরিবদের যেভাবে বড়লোক বানাতে পারবে NGO?


NGO কি কখনো গরিবদের ধনী বানাতে চায়? সমাজে লোন নেওয়া বন্ধ হয়ে গেলে তাদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। :-B

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬

নাহল তরকারি বলেছেন: এখন আপনার সাজেশন কি?

২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এতে করে গরিবদের উপর প্রেসার কম পড়বে। অর্থনীতি চাঙ্গা হবে।

গরীবদের উপর প্রেসার কম-বেশির সাথে অর্থনীতি চাঙ্গা হবার সম্পর্ক খুব একটা নেই মনে হয়।

অ.ট. : আপনার পোস্টে আসা সকলের মন্তব্যের প্রতি উত্তর দেয়ার চেষ্টা করবেন।

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৭

নাহল তরকারি বলেছেন: আছে আছে।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৫

নূর আলম হিরণ বলেছেন: এসব পলিসি মেইক করার দায়িত্ব সরকারের। এনজিও এত ঝামেলা যাবে কেনো! এনজিওর এসব করবে, অর্থনীতির উপর অনার্স করা সে লোকের চিন্তা করা সঠিক নয়।

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৯

নাহল তরকারি বলেছেন: তাহলে বাংলাদেশ কে কিভাবে বড়লোক বানাবে? কোন পরামর্শ দেন।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ২:০৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: এখন আপনার সাজেশন কি?


সরকারের অনেক দায়ীত্ব।

সবার জন্য মিনিমাম মাসিক খরচ সরকার থেকে ব্যবস্থা করতে পারে।
শিক্ষা এবং চিকিতসা বিনামূল্যে করতে হবে।

স্কুল, কলেজের শিক্ষা ব্যবস্থা কেরানী তৌরির জন্য না করে ব্যবসায়ী তৌর মতন করে সাজাতে হবে।

১৭ কোটি মানুষের বাজারে যদি নিজেরাই ব্যবসা করি এবং বাইরের দেশে বাজার ধরতে চেস্টা করি তবে অনেকেরই কাজের ব্যবস্থা হবে এবং দারিদ্রতা কমে আসবে।

আর আমাদের সমাজ এবং অর্থনেতির ব্যবস্থাই হলো কিছু মানুষকে দরিদ্র রাখতে চায় নতুবা ঐ স্তরের কাজ গুলি কারা করবে? এই সমস্যারও সমাধান দরকার।

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ২:১৮

নাহল তরকারি বলেছেন: Very Good.

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৬

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশে কত কোটী গরীব পরিবার আছে, তাদেরকে "যাকাত" দেয়ার জন্য কত টাকার দরকার? কোন পরিবার কত পাবে?
আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন? উহাতে ফেইবুকও অন্তর্ভুক্ত করা হয়েছে সাবজেক্ট হিসেবে?

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫০

নাহল তরকারি বলেছেন: আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন? উহাতে ফেইবুকও অন্তর্ভুক্ত করা হয়েছে সাবজেক্ট হিসেবে? জ্বি আমি রাষ্ট্রবিজ্ঞান এর ছাত্র। আর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট এর সাখে ফেসবুক এর কোন সম্পর্ক নাই। এই প্রশ্নটি আপনি আমাকে অপমান করার জন্য করেছেন বলে আমি মনে করছি। আর কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে কত লোক হিনসিম খাচ্ছে সেটার খোজ খবর কি রাখেন? তা রাখবেন কেন? আপনার মত লোক দোষ খোজার জন্যই আছে।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে, ২০২১ সালে 'যাকাত' কথfা মুখে আনা মানে ওখানে রাষ্ট্র আছে, বিজ্ঞান নেই।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:০৭

নাহল তরকারি বলেছেন: যাকাত ধর্মের একটি জিনিস। প্রবিত্র একটি জিনিস। যাকাত ধর্মের বিষয়বস্তু আর রাষ্ট্রবিজ্ঞান আলাদা বিষয়বস্তু।
যাকাতের কাপড় বিলিয়ে কাউকে বড়লোক বানানো যাবে না।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



অনেক অনেকদিন আগে, এক দেশে এক মহিলা ছিলো, মহিলা স্বামীকে রিকসা কিনে দেয়ার জন্য ঋণ নিয়েছিলেন; কিন্তু ঋনের সাপ্তাহিক কিস্তি শোধ করতে পারছিলো না; ইহা যদি ষ্টেইটমেন্ট হয়ে থাকে, ইহার দরকারী ডা টা থাকার দরকার আছে: কত টাকার ঋণ, সুদের হার, সাপ্তাহিক কিস্তি কত, রিক্সায় দৈনিক গড় আয় কত, রিপেয়ার ও অন্যান্য খরচ কত সপ্তাহে বা মাসে, পরিবারের মিনিমাম খরচ কত?

এগুলো কিছুই নেই, আপনি রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র, পোষ্ট দিয়ে বসে আছেন!

unction at() {
[native code]
}

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:০১

নাহল তরকারি বলেছেন: পোস্ট দিবো না তো কি করবো? আপনি কিছু করে শিখিয়ে দিন।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

বংগল কক বলেছেন: নাহল ভাত

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:০২

নাহল তরকারি বলেছেন: ভাত খাইবোন।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এনজিও কাউকে ধনী দূরে থাক, সচ্ছলও বানাতে চায় না। স্বচ্ছল বানালেও মানুষ আর এদের থেকে চড়া সূদে লোন নিবে না। বরং মানুষকে ঋণের মধ্যে রাখতে পারলেই এদের যত লাভ।

আপনার কি ধারণা নোবেল কমিটি না জেনে-বুঝে ইউনুস মিয়াকে মেডেল ধরায় দিছে? জেনে বুঝে দিলে হয়ত অর্থনীতিতেই দিতো।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:০৩

নাহল তরকারি বলেছেন: তাহলে NGO রেখে কি লাভ?

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:১৮

কামাল১৮ বলেছেন: পথ দেখিয়েছে ড,ইউনুস।কি করে গরিবদের শোষণ করে বড়লোক হওয়া যায়।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:০৮

নাহল তরকারি বলেছেন: ঠিক।

১২| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এনজিও হচ্ছে নেই মামার চেয়ে কানা মামা ভালোর মতো একটি প্রয়াস। যেহেতু রাষ্ট্র জনগণকে কারিগরি দক্ষতা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারছে না, তাই বেকার কিন্তু উদ্যোক্তার মনোভাবাপন্ন পরিশ্রমী লোকদেরকে এনজিওগুলো ঋণ প্রদান করছে এই শুন্যতা পূরণের জন্য। সমস্যা হচ্ছে এদের ঋণের সুদের পরিমান ভয়াবহ যার কারণে তাদের আসল উদ্দেশ্য কি তা নিয়ে জনগণের মনে অনেক প্রশ্নের উদ্রেক করছে।

রাষ্ট্র যতদিন গলাকাটা ক্যাপিটালিজম ও সামন্তবাদের মিশ্রনে পরিচালিত হবে ততদিন এই দুষ্টচক্র থেকে সহজে বেরিয়ে আসার কোনো উপায় নেই। একমাত্র সমাধান কল্যানমুলক রাষ্ট্রের কনসেপ্ট গ্রহণ করা যা বাংলাদেশে কোনোদিনই সম্ভব হবে না জনগণের মন মানসিকতার কারণে। জনগণ আর্থিক বিষয়ে এখনো নিজের স্বার্থের নূন্যতম স্যাক্রিফাইস করতেও প্রস্তুত নয়।

১৩| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১০

বিটপি বলেছেন: ১০% মুনাফা কি রিকশাওয়ালা করে? একজন রিকশাওয়ালার দৈনিক আয় কত? ঢাকায় ৫০০/৬০০ টাকা, গ্রামে আরো কম। তার থেকে এনজিওকে যদি দৈনিক ৫০ টাকা করেও দেয়, ৫০ হাজার টাকা দামের একটা রিকশা কেনার দেনা শোধ করতে ৪ বছর সময় লাগবে। তাছাড়া রিকশাওয়ালার দৈনিক আয়ে নজরদারি করতেও এনজিওর লোক রাখতে হবে।

ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় ১০০০ টাকা ধার দিয়ে পরের সপ্তাহ থেকেই ৭৫ টাকা করে ফেরত পাচ্ছে। ৫০,০০০ টাকায় ৩,৭৫০ টাকা - নগদ ইনকাম। এই সুদের উপর কোন ট্যাক্সও নেই। হালাল ব্যবসা করলে যেখানে ৩৫-৪৫% পর্যন্ত ট্যাক্স। এই ব্যবসা কি আপনার মনে হয় জনকল্যাণের উদ্দেশ্যে করা?

এনজিওর টাকা কর্মসংস্থানে কমই কাজে লাগে। বেশির ভাগ সময় এই টাকা নেয়া হয় বিয়ের আয়োজন বা যৌতুক দেবার জন্য। মাইক্রোক্রেডিটের ঋণ শুধতে গিয়ে স্বামী সন্তানের কামাইয়ের উপর প্রেশার পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.