নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ডিসক্লেইমারঃ এটা জাস্ট একটা গল্প। আপনাদের মজা দেবার জন্য। আপনারা এটা নিয়ে হাসি ঠাট্টা ও করতে পারেন। আর এই কাহিনির সাথে বাস্তবের মিল খুজে পাইলে আমার বা ব্লগের দোষ না। আর গল্পের সাথে বাস্তবের মিল খুজে পাইলে আমাকে জানাইয়েন।
গল্পঃ একদেশে ছিলো এক ছেলে (অবশ্যই আমাদের প্রাণের বাংলাদেশে)। ছেলেটির নাম লিংকন। আব্রাহাম লিংকন না কিন্তু। ছেলেটি যখন সপ্তম শ্রেণীতে পড়তো সে একটি মেয়েকে পছন্দ করে ফেলে। তাহার সহপাঠীরা যখন নিজ ক্লাসের মেয়েদের বা ছেলেদের পছন্দ করতে ব্যাস্ত তখন তখন লিংকন সে নবম শ্রেণীর একটি মেয়েকে পছন্দ করে। এটাকে পছন্দ করা বলে না। একটা আকর্ষণ অনুভব করতো।
ছেলেটি মেয়েটার দিকে ফেল ফেলায়া তাকিয়ে থাকে। ছেলেটির মনে চায় মেয়েটার সাথে কথা বলেতে। মেয়েটাও চাইতো ছেলেটা তাকে সঙ্গ দিক। এভাবে একদিন দুইদিন অনেকদিন কথা বলতে বলতে তারা অনুভব করলো তারা দুইজন দুইজন কে আরো কাছে পেতে চায়।
এভাবে অনেক দিন চলতে লাগলো। মেয়েটির SSC এর বিদায় অনুষ্ঠান এসে পড়েছে। তখন ছেলেটির হৃদয় টি ক্ষবত হয়ে গেলে। জ্বি আপনার ঠিক পড়েছেন। আমি ক্ষবত ই বলেছি।
তারপর অনেকদিন এভাবে বিরহের জ্বালায় ছেলেটি জ্বলতে থাকে। মেয়েটি পরীক্ষায় পাশ করেছে। এবং বিয়ে হয়ে গেছে।
তারপর ছেলেটির কি হলো না হলো? এটা না হয় আপনাদের মনোজগতে ঘুরতে থাকুক।
ছবিটা সংগ্রহীত।
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৫
নাহল তরকারি বলেছেন: সুন্দর
২| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৯
জুল ভার্ন বলেছেন: প্রচলিত গল্প।
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৫
নাহল তরকারি বলেছেন: সুন্দর
৩| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, মেট্রিক পাশকরতেই মেয়েটির বিয়ে হয়ে যায়, ছেলেটি ভাঙ্গা হৃদয় নিয়ে ব্লগে ঘুরে বেড়ায়।
-এর নাম গল্প, এর নাম ব্লগ!!
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৬
নাহল তরকারি বলেছেন: সুন্দর
৪| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৫
মিরোরডডল বলেছেন:
খুব কমন একটা স্টোরি হয়ে গেলো যে
চমক কোথায় !!!
০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৯
নাহল তরকারি বলেছেন: চমক না হয় আপনি নিজে কল্পনা করে নিন।
৫| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: এটা কিছু হলো ভাইজান।
পুরা তরকারী হয়ে গেল । বতর বতর তরকারী।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন গল্প অহরহ ঘটছে
ব্যাপার না