নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমাদের ইপিজেড।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০২



সময় টি ২০১১ সাল। কিছু জমি অধিগ্রহন করা হয়। উদেশ্য এখানে ইপিজেট বানানো হবে। আমরা মূলত একে বাউশিয়া ইপিজেড বলিয়া ডাকি। ঠিকানা: বাউশিয়া ইপিজেড, গজারিয়া, মুন্সিগজ্ঞ।

যেভাবে যাবেন: গুলিস্থান থেকে দাউদকান্দি বা গৌরিপুরের বাসে উঠবেন। বাস ওয়ালা কে বলবেন ইপিজেট নামিয়ে দিতে। ওরা নামিয়ে দিবে। আর যারা ঢাকা চট্টগ্রাম রোড ব্যাবহার করেন তাদের জন্য গুগল ম্যাপ লিংক এর QR Code দিচ্ছি। স্ক্যান করলেই লোকেশন পেয়ে যাবেন।



২০১৩ সালে যখন ইন্টারে ইংরেজি তে ফেল করলাম, তখন প্রািই মন খারাপ হলে এখানে হাটতে আসতাম। ২০১৪ সালের শেষের দিকে এখানে বালু সমান করা হয় ভেকু জাতীয় এক মেশিন দিয়ে।

একদিন জানুয়ারির সাকালে হাটতে হাটতে এখানে আসলাম। এবং একজন শ্রমিক এর সাথে আলাপ জমিয়ে দিলাম। তার ১৫ দিন পরে আসলাম। তারপর এই ইপিজেট এর ভেতরে ডুকে গেলাম। প্রায় তো এক কিলোমিটার ভিতরে হবে। পরে আমি খেয়াল করলাম এই এক কিলো: এর মধ্যে আমি ছাড়া আর কেউ নাই। আমার যদি হৃপপিন্ড বন্ধ হয়ে যায় বা আমাকে কেউ যদি খুন করে আমাকে কেউ খুজেই পাবে না। এতটাই নীরব ছিলো।

একবার তো এখানে নারী ঘটিত ক্যালেকারি হয়।

২০১৬ সালে এখানে পিচ ডালাই রাস্তা হয়। ২০১৭ সাল থেকে এখানে পার্ক এর মত লোক আসতে থাকে।

অনেকদিন হয় এই বিশাল কম্পাউন্ড এর ভিতরে ঢুকি না। মনে হয় কিছু প্লট ইজারা হয়েছে। একদিন দাউদকান্দি (কুমিল্লা) গেছিলাম। যাওয়ার সময় এটা চোখে পড়লো। কিছু বিল্ডং হচ্ছে।

যাই হউক। কিছু ছবি শেয়ার করলাম। সব ছবি ২০১৯ সালের আগে।



এটার দৈর্ঘ্য প্রায়: 1.39 km
প্রস্থ: 0.66 km

আর আমি এখানে রাউন্ড দিতাম: 2.32 km প্রায়

আমার বাসা থেকে এর দূরত্ব: প্রায় 1.46 km

তথ্য সূত্র: গুগল আর্থ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

সেডরিক বলেছেন: তরকারি সাহেব, ছবিগুলো সুন্দর, লেখা পড়ে ভালো লাগলো।
কিছু ভুল সংশোধন করে নিন। যেমন শব্দটা ইপিজেট নয়, ইপিজেড (EPZ = Export Processing Zone) হবে। আর লেখায় ২০১৬ এর জায়গায় ১০১৬ লিখে ফেলেছেন।
আশা করি আসলেই রপ্তানিমুখী শিল্পগুলো বরাদ্দ পাবে, দেশ এগিয়ে যাবে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাই। ব

২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩২

ইমরোজ৭৫ বলেছেন: এটা কি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে?

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১০

নাহল তরকারি বলেছেন: জ্বি। এটা ঢাকা-চট্টগ্রাম হাই ওয়ের পাশে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: চমতকার ছবি

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.