নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
চিত্র: ঢাক-চট্টগ্রাম মহাসড়ক।
স্থান: ভবেরচর বাস স্ট্যান্ড এর নিকটে। গজারিয়া, মুন্সিগজ্ঞ।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে আমার প্রিয় হাইওয়ে। কারণ আমার বাসা এই মহাসড়ক এর পাশে আমার বেড়ে ওঠা। এই মাহসড়কের পাশেই আমাদের বাসা। আমাদের গজারিয়া উপজেলার উপর দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আমাদের উপজেলা উত্তরে মেঘনা ব্রীজ এবং দক্ষিনে দাউদকান্দি ব্রীজ। এবং আমাদের উপজেলা মুন্সিগজ্ঞে জেলার অধীনে।
আমার নানীর বাসা এই ঢাকা চট্টগ্রম মহাসড়ক এর পাশেই। এতটাই কাছে যে জানালা খুললে বাস গণনা করা যায়। আমার এসএসসি, এইচ এস সি, অনার্স (২০০৯-২০১৯ ইং পযর্ন্ত) সব নানী বাড়ি থেকে পাশ করা। মানে এখানে অবস্থান করে পাশ করেছি।
আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর পাশেই বাসা হবার কারণে গাড়ির আওয়াজ না শুনলে আমার ঘুম আসতো না। আর ঘুম ভাংতো এই গাড়ির শব্দে।
আমি অনার্স পাশ করেছি সোনারগাঁ কলেজ থেকে। এই রাস্তা দিয়ে কত কলেজে গেছি,,,,। সেই মধুর সময় কি ভুলা যায়!
এই মহাসড়ক আমার প্রাণ প্রিয়।
২| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: পুরো বাংলাদেশটাই আমার প্রানের।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫২
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর দৃশ্য।