নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন পর পছন্দের রাস্তায় ঘুরাঘুরি।

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২



এটা আমার প্রিয় রাস্তা। এখানে আমার বেশ শান্তি লাগে। এই রাস্তাটি কলেজ রোড আর সাতকাহনিয়া (গজারিয়া, মুন্সিগজ্ঞ।) সংযোগ স্থাপন করেছে। এই রাস্তাটি থেকে ঢাকা চট্টগ্রাম বেশী দূর না।

এই রাস্তাটি তৈরি হয় ২০১৯ সালে। আমাদের ২০১৮ বর্ষের অনার্স পরীক্ষার পরে, আর রেজাল্ট এর আগে। তখন আমার বিয়ে হয় নি, চাকরির কোন প্যারা ছিলো না। এই নির্জন স্থানের বেশ মজা নিতাম।

রাতের বেলা চাদের আলোতে এই স্থানে নৈসর্গিক সৌন্দর্য ফুটে ওঠতো। আর রাতে এখানে প্রবাহিত হতো হিমেল হাওয়া। সব মিলিয়ে এখানে আমি সময়টা বেশ উপভোগ করেছিলাম।

আহ! করি যে ভাবনা, সেদিন আর পাবো না।

রাস্তায় বসে বসে এই দৃশ্যটি দেখতাম। কেশ সুন্দর লাগতো। বেশ ভালো লাগতো। খুব মজা পাইতাম। আমার নাতি নাতনী জন্ম গ্রহন করতে করতে হয়তো এই স্থানে দালান কোঠা ওঠে ভরে যাবে। তারা তো আর এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করিতে পারিবে না।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর স্মৃতিচারণ।

২| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ২:১৪

আহমেদ জী এস বলেছেন: নাহল তরকারী,




যে দিন যায়, সে দিন যায়! আর ফিরে আসেনা।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: ভালো।
আমার পছন্দের রাস্তা হলো যে কোনো নদীর পাড়।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৫

নাহল তরকারি বলেছেন: আমাদের বাসা থেকে মেঘনার পাড় বেশী ধূরে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.