নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

এক কাপ চা।

১৪ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

চা। চা খাওয়া ভালো। আমি নিয়মিত চা খাই। তবে আমি চা তে লেবুর রস বেশী দিতে বলি। বলবে পারেন একটি লেবুর অর্ধেক টা দিতে বলি।

চা বিভিন্ন ধরণ আছে। যেমন দুধ চা, রং চা, লেবু ওয়ালা চা, সাত স্তরের চা ইত্যাদি। আমি সাত লেয়ারে চা খেয়েছিলাম ২০১১ সালে মৌলভীবাজারে। আমি সেই চা দেখে আমি অভিভূত হয়েছিলাম।

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। তখন আমার আব্বুর পোস্টিং ছিলো হবিগজ্ঞ জেলা তে। এসএসসি পরীক্ষার পর
তিন মাস বন্ধ। কত শান্তি। তর মধ্যে আমি ছিলাম হবিগজ্ঞে। মজাই আলাদা। মে মাসের শেষের দিকে মামায় আসে হবিগজ্ঞে। আমরা বেড়াতে যাই মৌলভীবাজারে। সিলেটের অধিকাংশ চা বাগান আছে হবিগজ্ঞে। আমি সেই প্রাকৃতিক পরিবেশ দেখে অভিভূত।

আরো অভিভূত হয়েছিলাম এই সাত লেয়ারের চা দেখে।

আমি চা এর বৈচিত্র দেখেছিলাম চুয়াডাঙ্গা তে। এলাকার নাম মনে নাই। তবে সেখানে চা এর দোকান ছিলো। সেখানে তিন/চার ধরনের চা খেয়েছি। এক একটার চা এর স্বাদ এক এক রকম।

যাই হউক। আপনারা লেবু চা টেস্ট করবেন। আমি অর্ধেক লেবু এর রস কাপে ভরি। চিনি দেই। আর চা দেই। রংটা হবে লাল কিন্তু লাইট। আর টেস্ট হবে অসাধারণ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৬

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ লেবু চা অনেক ফ্রেশ করে সবাই কে।
সাত লেয়ারের চা অবশ্য খাই নি, তবে শিলং থেকে শুরু করে দার্জিলিং , অথবা মাশালা টি টেস্ট করেছি।
চা আমি মুডের উপর খাই। আজকাল তো ১০/২০ কাঁচা মরিচ সব চা ই পাওয়া যায়।

২| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কোলকাতার সোদপুর রেলস্টেশন এর ঘটি চা ভালো লাগতো ।
খুলনার চায়ের দোকানে লাল চা বড় কাঁচের গ্লাসের হাফ গ্লাস দিতো , চিনি কম , অনেক পছন্দের ।
ঢাকার চা সবচে খারাপ চা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.