নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি অনার্স এ অধ্যয়নরত অবস্থাতে অনেক ভুল করেছি। যারা যারা অনার্স এ পড়েন সেগুলা ভুল আপনারা করবেন না।
০১। টাকা জমানো: আমি যদি অনার্স ১ম বর্ষ থেকে ৬ বছরের জন্য যদি ব্যাংকে ডিপিএস করতাম তাহলে আজ কিছু টাকা সঞ্চয় থাকতো। বা সেই টাকা দিয়ে ব্যাবসা শুরু করতে পারতাম। বা কোথাও ইনভেম্ট করতে পারতাম।
০২। চাকরির জন্য প্রস্তুতি: অনার্স প্রথম বর্ষ থেকেই আমি যদি বিসিএস এর প্রস্তুতি নিতে পারতাম তাহলে আজ আমি বিসিএস ক্যাডার না হলেও ছোট পদে হলেও সরকারি চাকরি পেতাম।
০৩। পার্ট টাইম চাকরি: পার্ট টাইম যদি কোথাও চাকরি করতাম তাহলে আমার অভিজ্ঞতা হতো। যা বেসরকারি চাকরিতে কাজে লাগতো।
০৪। পছন্দের মেয়ে কে মনের কথা না বলা: পছন্দের মেয়ে কে “I love you." বলা হয় নি। কারন আমি তখন বেকার ছিলাম। আজ আমি সত্যি বলছি। সে বিয়ে করেছে অনার্স রেজাল্ট দেবার ২ বছর পর। আমি যদি এই দুই বছরের মধ্যে একটি চাকরি জোগার করতে পারতাম তাহলে আমি তাকে বিয়ে করে হয়তো সুখের সংসার করতে পারতাম।
যাই হউক। যারা যারা আমার এই পোস্ট গড়ছেন তারা যদি অনার্স পাশ করে ফেলেন তাহলে আপনাদের ছোট ভাই যারা অনার্স বা ডিগ্রী তে লেখাপড়া করছে তাদের সাথে এটা শেয়ার করতে পারেন।
২| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৬
সাইফুল ইসলাম৭১ বলেছেন: আপনার মাথায় গোবরও নাই।
৩| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ভুল করেই মানুষ শিখে।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১
নতুন বলেছেন: ০১। টাকা জমানো: আমি যদি অনার্স ১ম বর্ষ থেকে ৬ বছরের জন্য যদি ব্যাংকে ডিপিএস করতাম তাহলে আজ কিছু টাকা সঞ্চয় থাকতো। বা সেই টাকা দিয়ে ব্যাবসা শুরু করতে পারতাম। বা কোথাও ইনভেম্ট করতে পারতাম।
আপনি যদি ১০ টাকা দিয়ে একটা যদিলাইগাযায় টিকিট কিনতেন তবে ৪০ লক্ষ টাকা পাইতেন, সেই টাকা বিনিওগ করে কোটি পতি হতে পারতেন।
এমন যদি অনেক কিছুই বলা যায়। কিন্তু এখন বলে লাভ নাই।
মানুষ তার সময়ের সেরা সিদ্ধান্তটাই নেয়। তখন সম্ভবত আপনার সেই অবস্থা ছিলো না। তাই এসব করেন নাই।
এখনও অনেক কিছু করার আছে, সেই সব শুরু করুন। জীবন আপনি যেমন লিখবেন আপনার জীবনের গল্প তেমনটাই হতে পারে। চেস্টা করুন।