নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিময় বৃষ্টি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬



বৃষ্টির দিন। মনকে পাগল করে দেয়। এই মেঘলা আকাশ নিয়ে আমার অনেক স্মৃতি আছে।

০১। আমার আব্বু তখন হবিগজ্ঞে পোস্টিং ছিলো। তখন ২০১১ সাল। মাত্র এসএসসি পাশ করেছি। ছুটি তিন মাস। তাই আব্বুর কোয়ার্টার হবিগজ্ঞে চলে যাই। সেই হবিগজ্ঞে একদিন আমার এক মামা আসে। নাম জুয়েল মামা। সাথে আন্টিও আসে। মামা আর আমি হবিগজ্ঞে পৌরসভা যাই। ঐ দিন দিন মেঘলা ছিলো। বৃষ্টিার আসার ভাব দেখে বাসায় জন্য রওনা দিলাম। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলো। তাও আবার বজ্রসহ। আমাদের চোখের সা্মনেই রাস্তার উপর বজ্র পড়েছিলো। আমরা তখন গাড়িতে। ভয়ে সবাই সৃষ্টিকর্তার নাম নিচ্ছিলাম।

০২। এর কিছুদিন পর আমাদের হবিগজ্ঞের কোর্য়াটারে আপন মামা আসে। মানে আম্মুর সহোদর। সাথে মামী ও মামাত্বো ভাই আসে। আমরা সেদিন মৌলভীবাজার যাই। শ্রীমঙ্গলের লাউএর ছড়া নামক একটি পার্ক আছে। সেখানে যাই। আর একটা দীঘি আছে সম্ভবত পরিবিবির দীঘি। সেখানে যাই। সেদিন ও আকাশ মেঘলা ছিলো।

০৩। ২০১১ সাল। এসএসসি পরীক্ষর পর ছুটি শেষ। প্রথম ইন্টার ক্লাশ। সকালে হাস্য উজ্জল রৌদ্র ছিলো। চুটির সময় হঠাৎ কাল বৈশাখীর মত মেঘ আসলো আর আমাদের বিজিয়ে দিলো। আমার সাথে আমার বন্ধু কাউসর ছিলো। কাউসার খুব হ্যানসাম একটা ছেলে।

০৪। আমি তখন অনার্স এ পড়ি। তখন অক্টোবর বা নভেম্বর। নিন্মচাপ ছিলো। সারাদিন মেঘলা আকাশ। হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়েছিলো। আমি কলেজে গিয়ে দেখি কলেজ প্রায় ফাকা। শিক্ষক, স্কাউট এর পোলাপান বাদে আর কেউ আসে নাই। আর যারা প্রাইভেট পড়তো তারা প্রাইভেপ পড়ে চলে গেছে। আমি সেদিন একা ক্লাস করেছি। আহ! সেদিনের কথা এখনো পড়ে পড়ে। আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধেয় সাদেক স্যার, সুলতান স্যার এবং গণি স্যার।

০৫। এই বৃষ্টির দিনে স্কুলে যাবার একটা সুবিধা ছিলো। ক্লাসরুম ফাকা থাকতো।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনি কোন কলেজে 'অনার্স' পড়েছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৫

নাহল তরকারি বলেছেন: তা বলবো না৷

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

জ্যাকেল বলেছেন: উনার ল্যাদানো তাহইলে বন্ধ হইল না। ব্লগ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, সোনাগাজী নিক নিয়ে যেন তদন্ত করা হয়। যতই ময়লা ধোয়া হোক না কেন, কয়লার ময়লা যায় নাহ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৬

নাহল তরকারি বলেছেন: হাই।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

জগতারন বলেছেন:

I don’t like your Nick Name!
That's why I don Enter your Blog.

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৮

নাহল তরকারি বলেছেন: আমার ব্লগ দেখা না দেখা আপনার ব্যাপার। আমার নিক নেইম পছন্দ করা না করা আপনার ব্যাক্তিগত ব্যাপার।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর স্মৃতিচারণ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: গুছিয়ে আরেকটু বড়ো করে লিখলে ভালো হতো। ছাড়া ছাড়া লাগছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০

নাহল তরকারি বলেছেন: বড় লেখা অনেকে পড়তে চায় না। তাই ছোট করে লেখার চেষ্টা।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: বৃষ্টি আসা মানে ঢাকা শহরে গজব অবস্থা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.