নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমাদের দৃষ্টি

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪


অনেক দিন আগের কথা। এক শিক্ষক তাদের ছাত্রদের চোখ বেধে দিলো। তারপর হাতির কাছে নিয়ে গেলো। তারপর ছাত্রদের শিক্ষক বললেন তুমরা এখন হাতির সামনে আছো। স্পর্শ করে অনুভব করো হাতি দেখতে কেমন।

কেউ হাতির পা ধরলো। কেউ বা কান ধরলো। কেউ না সুর ধরলো। কেউ বা দাত ধরলো।

তারপর ছাত্রদের শিক্ষক জিজ্ঞাসা করলো হাতি দেখতে কেমন?

যে হাতির পা ধরেছিলো সে বলেছে হাতি গাছের মত লম্বা।

যে কান ধরেছে সে বলেছিলো হাতি থালার মত। যে সুর ধরেছিলো সে বলেলে হাতি সাপের মত।

যখন ছাত্রদের চোখ খুলে দিলো তখন বুঝলো সব মিলিয়ে হাতি।

আমরা যখন কোন সমস্যা কে দেখি তখন সিঙ্গেল সমস্যা কে দেখি। অনেকগুলা বিশৃঙ্খল ঘটনা প্রবাহ থেকে যে সমস্যা সৃষ্টি সেটা আমরা বুঝি না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৮

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: বলেতো দিলেন -
আমরা যখন কোন সমস্যা কে দেখি তখন সিঙ্গেল সমস্যা কে দেখি। অনেকগুলা বিশৃঙ্খল ঘটনা প্রবাহ থেকে যে সমস্যা সৃষ্টি সেটা আমরা বুঝি না।
একটা উদাহরণ দিন

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৩

নাহল তরকারি বলেছেন: আমারা একদিন ব্লগ লেখেছিলাম। “আমার বন্ধু ই-মেইল করতে পারে না। সে কিভাবে বাজার পরিস্থিতি রির্পোট রেডি করে ই-মেইল করবে কিভাবে??” একজনে কমেন্ট করেছিলো “শুধু এটাই সমস্যা”

বাঙ্গালিরা কেন বড় কম্পানি তে বড় পোস্টে চাকরি পায় না। ই-মেইল করতে না পারাটা সকল সমস্যা একটা সমস্যা একটা।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: বাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.