নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
অনেকে ধর্ম পছন্দ করে না।
ধর্মে বলা হয়েছে। সর্বদা সত্য কথা বলতে। তাই যারা ধর্ম পছন্দ করে না তারা সব সময় মিথ্যা কথা বলে।
ধর্মে বলা আছে গুন্ডাগিরি না করতে। তাই যারা ধর্ম পছন্দ করে না তারা গুন্ডাগিরি করে।
ধর্মে বলা আছে ধর্ষণ না করতে। তাই যারা ধর্ম অপছন্দ করে তারা নিয়মিত ধর্ষণ করে।
ধর্মে বলা আছে ঘুস না খেতে, তাই ধর্ম অপছন্দকারী সরকারি স্টাফরা ঘুস খায়।
ধর্ম তে বলা আছে নিজের বিবাহিত সঙ্গীর সাথে সুখী থাকতে। তাই যারা ধর্ম মানে না তারা পরকীয়া করে।
ধর্মে বলা আছে পিতা মাতা কে সম্মান করো। তাই ধর্ম অপছন্দকারীরা পিতা মাতকে পিটায়। তারা তাদের পিতা মাতা কে বৃদ্ধাশ্রমে রেখে আসে।
ধর্ম বলে চরিত্র ঠিক করতে। ধর্ম বলে ইভটিজিং না করতে। ধর্ম বলে খাধ্যে ভেজাল না দিতে। ধর্ম বলে ধোকা না দিতে। তাই ধর্ম অপছন্দকারী লোকেরা ধর্মের বিপরীত কাজ করে।
২| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৪০
সোনাগাজী বলেছেন:
আপনার পড়ালেখা 'পলিটিক্যাল সায়েন্সে', আপনি 'ইউক্রেন-রাশিয়া ক্রাইসিস' নিয়ে ২/১টি পোষ্ট লেখেন।
০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৩৩
নাহল তরকারি বলেছেন: Click This Link লিখেছিলাম। অনেক আগে। কমেন্ট করবেন কিন্তু।
৩| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: ধর্ম ছাড়াও জীবন চলে। ধর্ম মানুষ কে সঠিক পথে আনতে পারছে না।
০২ রা মার্চ, ২০২২ রাত ৮:২৮
নাহল তরকারি বলেছেন: মনে করেন। আপনার স্ত্রী ধর্ম মানে না। বা আপনার মা ধর্ম মানে না। ধর্মে আছে পরকীয়া করা ভালো না। এখন যদি আপনার স্ত্রি আর আপনার মা যদি পরকীয়া করে সেটা কি আপনার ভালো লাগবে? কেউ যদি ধর্ম না মেনে আপনার টাকা ছিনতাই করে সেটা কি আপনার ভালো লাগবে? তাহলে বুঝেন ধর্ম ছাড়া পৃথিবী কিভাবে চলবে?
৪| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:১০
জুল ভার্ন বলেছেন: যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাদের মধ্যে ভালোত্বের পরিমাণ অনেক বেশী।
০২ রা মার্চ, ২০২২ রাত ৮:২৮
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৫| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৪৮
নতুন বলেছেন: বুঝতে পারলাম বাংলাদেশে এতো অপরাধ কেন।
কিন্তু মসজিদের শহর ঢাকা আর আদমশুমারীতে তো মুসলমাের সংখ্যা অনেক বেশী.... কেমনে কি?
০২ রা মার্চ, ২০২২ রাত ৮:২৯
নাহল তরকারি বলেছেন: জানি না।
৬| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৪:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% সঠিক কথা
০২ রা মার্চ, ২০২২ রাত ৮:২৯
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৭| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:০৪
সোবুজ বলেছেন: প্রশ্ন হলো কোন ধর্ম পালন করবো।ধর্ম আছে চার হাজার দুইশত।প্রত্যেকেই বলে তার ধর্ম সত্য বাকি সব মিথ্যা।কোন কোন ধর্ম অন্য কে ঘৃনা করতে শিখায়।সেটাও কি একটা ধর্ম।
কিছু লোক তো অবশ্যই আছে যারা ধর্ম পালন করে না,তারা নেহায়েত সংখ্যায় কম না।তারা কি সারা দিন মিছা কথা ও ধর্ষণ করে বেড়ায়।ধর্ম শিখায় আনুগত্য আর কিছু না।মিছা কথা ও ধর্ষণ করে না সমাজ ও আইনের ভয়ে।
০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৩২
নাহল তরকারি বলেছেন: কোন ধর্ম মিথ্য কথা বলাকে পাপ বলে না? যে ধর্ম মিথ্যা কথা বলতে মানা করে সেটা আসল ধর্ম। বাকিগুলো মিথ্য ধর্ম। আর যে ধর্ম নিজের চরিত্র গঠনে দিক নির্দেশনা দেয় সেটা আসল ধর্ম। বাকি গুলা মিথ্যা ধর্ম। এভন আপনি হিসাব করেন।
৮| ০২ রা মার্চ, ২০২২ রাত ১১:৪০
পাঁচ-মিশালি বলেছেন: আযল কী – ইসলামে আযলের হুকুম কী?
আযল দ্বারা সহবাসের সময় স্ত্রী গর্ভাশয়ে বীর্য নির্গত করা থেকে বিরত থাকা বা বীর্য নির্গত হওয়ার পূর্ব মুহূর্তে যৌনি থেকে লিঙ্গ আলাদা করে নেওয়াকে বুঝানো হয়ে থাকে।
আযল সম্পর্কে হাদিস – জায়েয হওয়াল দালায়িল
জাবির – রাদিয়াল্লাহু আনহু – বর্ণনা করেন –
একজন ব্যক্তি রাসুলুল্লাহ – সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম – এর কাছে এসে বললো আমার একটি বাদী আছে। আমি তার সাথে সহবাস করি। কিন্তু সে গর্ভবতী হোক সেটা আমি পছন্দ করি না।
রাসুলুল্লাহ – সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম – বলেন তুমি চাইলে তার সাথে আযল করতে পারো। কেননা আযল করার পরও তার ভাগ্যে যা নির্ধারণ করে রাখা হয়েছে সেটা আসবেই। ( সহিহ মুসলিম ২৬০৬ )
আবু সাইদ খুদরি – রাদিয়াল্লাহু আনহু – বর্ণনা করেন
নবি মুস্তালিক যুদ্ধে আমরা রাসুলুল্লাহ – সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম – ‘র সাথে বের হলাম।
সেখানে আমরা আরবীয় দাসীদের মধ্যে থেকে অনেক দাসীকে বন্দী করলাম। আমরা নারী সংঙ্গ চাচ্ছিলাম।
কিন্তু আমাদের স্ত্রীদের থেকে দীর্ঘ দূরত্ব কঠিন সংকটে ফেলে দিয়েছিলো। তাই আমরা (দাসীদের সাথে) আযল করার প্রতি আগ্রহী হয়ে গেলাম।
আমরা বললাম রাসুলুল্লাহ – সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম – কে আমাদের মধ্যে উপস্থিত রেখে আমরা আযলে লিপ্ত হবো। অথচ তাকে জিজ্ঞেস করবো না, এটা হতে পারে না।
এরপর আমরা তাকে সে সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন তোমরা এটা করতে অসুবিধা নেই। কেননা আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত যতো মানুষ সৃষ্টি করার তা করবেনই। (সহিহ বুখারি – ৩৮২৩)
৯| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: নিজেকে উন্নত করুণ।
আপনার বুদ্ধির ঘাটতি আছে।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ৮:৪৩
নাহল তরকারি বলেছেন: বিস্তারিত বলুন। আমার কোন ত্রুটি থাকলে আমি সেটা সমাধান করার চেষ্টা করিবো।
১০| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:৪৪
বিটপি বলেছেন: মূর্খের সাথে তর্ক করোনা, তাহলে সে তোমাকে তার লেভেলে নামিয়ে দেবে - হযরত আলী (রা)
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২০
ইমরোজ৭৫ বলেছেন: বাংলাদেশের অধকাংশ মানুষ ধর্ম মানে না। কারন তারা নাস্তিক। তাই তো তারা পরকীয়া, ঘুস, খাদ্যে বেজার ইত্যাদি করে।