নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ই- শয়তানি।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৮



আগে ব্যাংক ডাকাতি করতে বন্দুক ভাড়া করে ডাকাতরা অপারেশনে নামতো। ব্যাংক নিয়ন্ত্রন নিয়ে টাকা পয়সা নিয়ে পালাতো। আর এখন আপনি যে কোন স্থান থেকে ব্যাংক ডাকাতি করতে পারবেন। বন্দুকের পরিবর্তে স্মার্ট ডাকাতরা ব্যাবহার করে ল্যাপটপ আর ইন্টারনেট। ব্যাস। ব্যাংকিং সিস্টেমে ঢুকে ব্যাংক লুট করে।

আগে প্রেমিকগণ প্রেমিকার বাড়ির সামনে দাড়িয়ে থাকতো। আর এখন খাটে বসেই প্রেমিকার সাথে সংযোগ স্থাপ করা যায় মোবাইলের মাধ্যমে। আর এখন এই মোবাইলের মাধ্যমে পরকীয়াও সম্ভব। এখন প্রেমিক প্রেমিকারা বিবাহিত আর অবিবাহিত যাচাই করে না। পাইকারি রেটে প্রেম করে।

এখন কাউকে শায়েস্তা করা খুব মোজা। আইডি হ্যাক করো। ব্যাস। আবল তাবল লেখো।

যাই হউক। ইন্টারনেট পরিসেবা আজও নিরাপদ কি না জাতি জানতে চায়।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: প্রাচীনকালে ডাকাতি করত ডাকাতেরা ,আধুনিককালে করে ভদ্রলোকেরা। পরকীয়া যার কাছে মদের মতো লাগবে সে করবেই ।শয়তানের হাতে কোনো পরিসেবাই নিরাপদ নয় ।

আপনাকে কম কম দেখি ।
ভালো আছেন ?

১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৮

নাহল তরকারি বলেছেন: সংসারের চাপে লিখা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.