নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বিড়াম্বণা

২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫১

গতকাল আমি আর আমার স্ত্রি কে নিয়ে ছবি ফেসবুকে পোস্ট করি। কোন এক ভদ্রলোক সেটা দেখে। লাইক কমেন্ট করেছে। তারপর তিনি আমার খালুর দোকানে গিয়ে বলে “আপনার ভাগিনা তো তার বউ এর সাথে ছবি তুলেছে।” আমার খালু আবার এটা আমার খালা কে বলেছে। আমার খালা আবা আমার মা কে ফোন করে বলে “***** কে ফেসবুকে বউ সহ ছবি পোস্ট করেছে।” এটা আবার আমার আম্মু ভালো ভাবে নেয় নি।

এখন এসব লোকদের জন্য ফেসবুক চালানো দায়। এরা আবার ভালো জিনিস কে খারাপ ভাবে উপস্থাপন করে।

আজ যদি কাউকে খাওয়ানোর ছবি ফেসবুকে পোস্ট করি সেটা আবার আমার বাপ মা কে নেগেটিভ ভাবে উপস্থান করবে। এখন এই ধরনের লোকদের থেকে আমাদের নিরাপদ দূরত্বে থাকা ভালো। আর আত্নীয় স্বজন ফেসবুকে রাখবো না। সব গুলারে আনফ্রেন্ড করে দিবো।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:০২

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:১২

শায়মা বলেছেন: আত্মীয় স্বজন যেমন ফেসবুকে বিপদজনক একইভাবে অনাত্মীয়রাও বিপদজনক।

তাই ফেসবুক হবে দুইটা - অফিস এবং আত্মীয়দের জন্য একটা, বন্ধুবান্ধবদের জন্য আরেকটা। দরকার পড়লে তিন নাম্বারটা হবে ভারচুয়াল বন্ধুদের জন্য।

অবস্থা বুঝে ব্যবস্থার মত মানুষ বুঝে পোস্ট ছবি দিতে হবে।

৩| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:২০

সোনাগাজী বলেছেন:



আপনার স্ত্রী আপনার ব্লগিং নিয়ে আপনার শ্বশুর বাড়ীতে নালিশ করবে, স্ত্রীকে আন-গ্রেন্ড করে দেন।

৪| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওই কোনো এক হারামজাদাকে বকা দেন নি? বলেন নি তোর বাপের টাকায় ফেসবুক চালাই?

৫| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: লোকটা একদম ভালো কাজ করে নি। এখন আপনার মা ভাববে ছেলেটা বউপাগল!

৬| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৮

রানার ব্লগ বলেছেন: ফেইসবুকে কখনই আত্মীয় স্বজন চেনা পরিচিত যারা আত্মিয় রিলেটেড তাদের এ্যাড করবেন না । এরা শুধু বিপদ জনক নয় এরা স্বাদ করে আপনার জীবনকে তিক্তময় করে দেবে ।

৭| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যকথা বলেছেন

৮| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৭

কলাবাগান১ বলেছেন: ফেসবুক ইউজ না করলে কি জীবন চলে না। আমি ফেসবুক কি ভাবে ইউজ করতে হয়, তাহাই ভালভাবে বুঝিই না, চালানো তো দুরের কথা। একাউন্টই নাই

জীবন অনেক শান্ত

৯| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বউয়ের ছবি ফেস বুকে না রেখে
নিজের বুকে রাখলেইতো ল্যাটা
চুকে যায়।

১০| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৯

ইসিয়াক বলেছেন: ফেসবুকে ব্যক্তিগত ছবি না দেওয়াই ভালো।
আমি আপনাদের ছবিটা দেখেছি। আপনি ভাবির অংশ টুকু ব্লার করে দিয়েছেন তবুও আপনার কাছের মানুষদের সমস্যা। কি আর বলবো। নানা কারণে আমার ফেসবুকে বন্ধু, আত্নীয় এমনকি সামনাসামনি যার সাথে দেখা হতে পারে তার সাথে কোন রকম লিঙ্ক নেই। রিকোয়েস্ট পাঠালেও একসেপ্ট করি না।

১১| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আজিব কাজকারবার। ফেসবুকে ছবি পোস্ট করলে মাইন্ড করার কি আছে! যদি আপনি পাপমুক্ত থাকার জন্য বা ধর্মীয় কারণে ছবি পোস্ট না করেন তা আপনার ব্যাক্তিগত ব্যাপার। কিন্ত কে কি বলছে বা ভাবছে তাই বলে ছবি পোস্ট করবেন না তা রেডিকুলাস! মানুষকে এতো পাত্তা দেয়ার কি আছে?

১২| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:১৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনার সাথে ঘোরতর অন্যায় করা হয়েছে। গুজব ছড়ানোর অপরাধে আপনি ডিজিটাল আইনের আশ্রয় নিতে পারবেন।

১৩| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭

শায়মা বলেছেন: হা হা হা হা কেনো হাসছি বলা যাবে না ।

কিন্তু হাসতে হাসতে মরে গেছি। :P

১৪| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:৫০

ইসিয়াক বলেছেন: শায়মা আপু আমি জানি তুমি কি জন্য হাসছো। কিন্তু বলবো না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.