নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

প্রাতিষ্ঠানিক ভাবে শেষ পরীক্ষা

১১ ই মে, ২০২২ দুপুর ২:০৮



গত ১১-০২-২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেলো মাষ্টার্স শেষ বর্ষের পরীক্ষা। পরীক্ষাটা ভালই হলো। কিন্তু পরীক্ষার আগের দিন বউ কে খুব মিস করছিলাম। বউ এর জন্য বুকটা খালি খালি লাগতেছিলো। বউর এর চিন্তায় ভিবোর ছিলাম। যার দরুন বই ধরি নাই।

আমি পরীক্ষা দিচ্ছি নারায়ণগজ্ঞ কলেজ এ। এর আশে পাশের এলাকাটা খুব নোংড়া। কেউ মনে হয় ঝাড়ু দেয় না। এলাকাটি সিটি কর্পোরেশনের মধ্যে হলেও ঐ এলাকাটি খুব নোংড়া দেখলাম। মনে হয় ঐ এলাকাতে সিটি কর্পোরেশন কোন ঝাড়ুদার নিয়োগ করে নাই।

পরীক্ষা শেষে চিটাগাং রোড হয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরাম সময় দেখি খুব বৃষ্টি।

জীবন টা খুব রোমাঞ্চপূর্ন।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: হা হা হা ... খুব ভাল লাগল আপনার বউ আর পরীক্ষণ কথা।

এবার তাহলে কি করবেন সামনের দিনগুলোতে?

১২ ই মে, ২০২২ সকাল ৭:৪৭

নাহল তরকারি বলেছেন: এখন পরিকল্পনা হচ্ছে "আগে আমি টাকা কামাবো।"

২| ১১ ই মে, ২০২২ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধুর মিয়া পরীক্ষার আগের রাতে বউরে মিস করলে হবে?

প্রতি্ষ্ঠিক মনে হয় ভুল লিখেছেন।

৩| ১১ ই মে, ২০২২ দুপুর ২:৪৪

সেজুতি_শিপু বলেছেন: সামনেও আছে কত পরীক্ষা! ফুরফুরে কাটুক পুরোটাই।

১২ ই মে, ২০২২ সকাল ৭:৪৭

নাহল তরকারি বলেছেন: আচ্ছা।

৪| ১১ ই মে, ২০২২ দুপুর ২:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিবিএর শেষ যেদিনের কথা মনে করিয়ে দিলেন! :(

১২ ই মে, ২০২২ সকাল ৭:৪৮

নাহল তরকারি বলেছেন: তাই?

৫| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পরীক্ষার সময় বউকে সংগে নিলেই পারতেন।

১২ ই মে, ২০২২ সকাল ৭:৪৮

নাহল তরকারি বলেছেন: বউ আমার বাড়িতে থাকলে তো।

৬| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এর পরের পরীক্ষায় রোমাঞ্চ আর থাকবেনা জুতোর তলা ক্ষয় হয়ে যাবে; যদিও সেটা কামনা করিনা আপনার ভালো ভবিষ্যতের প্রতাশায়।

১২ ই মে, ২০২২ সকাল ৭:৪৯

নাহল তরকারি বলেছেন: আমি ব্যাবসা করার কথা ভাবছি।

৭| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:


রেজাল্ট কখন? হয়ে গেছে, নাকি হবে?

১২ ই মে, ২০২২ সকাল ৭:৫০

নাহল তরকারি বলেছেন: রেজাল্ট পরীক্ষা শেষ হবার তিন মাস পর।

৮| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার বউ ব্লগে আপনার লেখা পড়ে?

১২ ই মে, ২০২২ সকাল ৭:৫১

নাহল তরকারি বলেছেন: আমার বউ আমার প্রতি ক্ষেপে আছে।

৯| ১১ ই মে, ২০২২ রাত ৯:১৫

শায়মা বলেছেন: আমি ভাবছি পরীক্ষার খাতা দেখা/পড়া টিচারেরা কতই না কষ্টে থাকে ভাইয়াটার খাতা দেখার সময়। :(

১০| ১২ ই মে, ২০২২ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: ঈদে ভাবিকে কি গিফট করলেন?
ঈদ কেমন কাটলো?

১২ ই মে, ২০২২ দুপুর ২:৪১

নাহল তরকারি বলেছেন: ভাই। এত ব্লগিং করলাম বউ নিয়ে, আপনারা কি কিছু বুঝেন নাই। আমাদের মধ্যে আর সম্পর্ক নাই। আপনার ভাবীর সাথে সম্পর্ক শেষ হয়েছে মার্চ থেকে। সে মার্চে রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। সে বলেছে তালাক দিতে। আর তাহার জ্বালায় আমার ব্যাক্তিগত ভাবে ঈদ লবন ছাড়া তরকারি এর মত লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.