নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

কেন বিয়ে ভেঙ্গে গেলো।

১৫ ই মে, ২০২২ দুপুর ১:৪০

প্রতিদিনের মত আজকেও আমি ফেসবুক চালাচ্ছিলাম। ফেসবুক চালাতে চালাতে এই খবরটি আমার চোখে পড়লো। যাই হউক। ওদের সংসার যে টিকবে না সেটা আমি আগেই অনুমান করেছিলাম।

“ সংসার টিকবে না” কেন বলেছিলাম জানেন?

০১। প্রথমত প্রেমিক প্রেমিকার যে আবেগ সেটা ক্ষনস্থায়ী। যদি প্রেমিক প্রেমিকার আবেগের উপর ভিত্তি করে যদি দাম্পত্যের সম্পর্ক স্থাপন হয় সেটা বেশী দিন টিকবে না। কারন দাম্পত্য জীবন একটি দাযিত্বশীল সম্পর্ক। আর প্রেমিক প্রেমিকার সম্পর্কে কোন দায়িত্ব নাই। স্বামী বা স্ত্রি এর কেউ একজন যদি দায়িত্বে চরম মাত্রায় অবহেলা করে সে সংসার টিকবে না।

০২। বয়সের একটি ফ্যাক্ট আছে। এই বয়সে স্বামী বা স্ত্রি এর দায়িত্ব পালন করা কঠিন। একজন স্বামী বা স্ত্রি কে খুব দয়িত্ব নিয়ে সংসার সামলাতে হয়। স্বামী এবং স্ত্রি উভয়ই বুদ্ধি খাটিয়ে খুব ত্যাগ স্বীকার করে সংসার চালাতে হয়। সংসারে বিপদ আসবেই। এই বিপদে যদি সঙ্গী কাছে থাকে সেটাই হচ্ছে আসল ভালোবাসা। এখন তাদের মধ্যে হয়তো ভাল লাগা ছিলো। ভালোবাসা কাজ করে নাই।

০৩। আবার এই বেডার দুই বউ। দুই বউ ঘরে রাখা খুব কঠিন।

০৪। আবার এই ছেলে বেকার। ইনকাম নাই। ইনকাম বিহীন ছেলে আর আকর্ষন ছাড়া মেয়ে এই সমাজে তাদের দাম নাই।

যাই হউক। বড় কথা হচ্ছে ভালোবাসা। বিশ্বাস আর শ্রদ্ধাবোধ। যা ৯০% দাম্পত্যে নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ দুপুর ১:৫৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আবেগ দিয়ে জীবন চলেনা সামর্থ্য না থাকলে বিয়ে করবে কেন?

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:১৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ১৫ ই মে, ২০২২ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রেমিকা আর বৌয়ের পার্থক্য বোঝেনি। প্রেম আর বিয়ের পার্থক্য বোঝেনি। বিয়ে মানে দুইজন মিলে bournvita খাওয়া না।
ঐ দুই মেয়ে কেন বিয়ে করতে রাজী হলো বুঝলাম না।

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:১৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: বর্তমান যুগ ভাইরাল হবার যুগ। তারা সেই অর্থে স্বার্থক।

আর স্বার্থক মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদের ঘটনা অহরহ ঘটে! ;) অর্থাৎ তারা আসলেই স্বার্থক ;)

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:১৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না। এটা অবধারিত ছিল...

১৫ ই মে, ২০২২ রাত ৯:২১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন। তারা ব্যাতিক্রম কোন কিছু করে বিখ্যাত হতে চেয়েছিলো।

৫| ১৫ ই মে, ২০২২ রাত ৮:৩২

এম ডি মুসা বলেছেন: বর্তমান যুগ ভাইরাল হবার যুগ। তারা সেই অর্থে স্বার্থক। সহমত

১৫ ই মে, ২০২২ রাত ৯:২১

নাহল তরকারি বলেছেন: সবাই বিখ্যাত হতে চায়।

৬| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৪৮

ইমরোজ৭৫ বলেছেন: আমিও এটা আগে জানতাম।

৭| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৪৮

ইমরোজ৭৫ বলেছেন: বিয়ের নামে মেয়েরা সার্কাস করে।

৮| ১৫ ই মে, ২০২২ রাত ১০:০২

বিজন রয় বলেছেন: পাগল ছাগলে ভরে গেছে দেশ।

আজব ঘটনা তার সঠিক পারনতি।

১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৩৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.