নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

Target Fixed

২০ শে মে, ২০২২ বিকাল ৪:০৫



তালাক তো হয়েই যাবে মনে হচ্ছে। বুক ভরা শূন্যতা। মনের মধে একটা জেদ ওঠলো। প্রন্তন বউ কে দেখিয়ে দিবো। আমি দেশের বিখ্যাত বড়লোক ব্যাবসায়ী হয়ে দেখাবো।

আমি সপ্নে দেখি আমার বউ এর ২য় স্বামী বা তার সন্তানেরা আমার কারখানা বা কম্পানিতে চাকরি করবে। আর আমি তাদের খাটাবো। আমার কথা মজার মনে হলেও আমি সিরিয়াস।

আগামীকাল পরীক্ষা। তাই বেশী কিছু বলতে পারলাম না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২২ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



মাষ্টার্স ফাইনাল তো গত ফেব্রুয়ারীতে শেষ হয়ে গেছে বলেছিলেন; এরমাঝে অন্য কোথায় পড়ালেখা শুরু করেছেন?

২০ শে মে, ২০২২ রাত ৯:০১

নাহল তরকারি বলেছেন: মাষ্টার্স পরীক্ষা তো মার্চের ১০ তারিখ থেকে শুরু হয়েছে। আপনি কোন মাষ্টার্সের কথা বলছেন আমি জানি না।

২| ২০ শে মে, ২০২২ বিকাল ৫:২১

নতুন বলেছেন: আমি সপ্নে দেখি আমার বউ এর ২য় স্বামী বা তার সন্তানেরা আমার কারখানা বা কম্পানিতে চাকরি করবে। আর আমি তাদের খাটাবো। আমার কথা মজার মনে হলেও আমি সিরিয়াস।

আপনি কাউকে কস্ট দেবার জন্য ধনী হবার চেস্টা করার দরকার নাই।

ঘৃনা এমন একটা জিনিস আপনি মনে বইয়ে বেড়েলে আপনারই কস্ট বাড়বে, আপনার প্রান্তনের কিছুই হবে না।

আপনি সব ভুলে নিজে সুখী হবার চেস্টা করুন। জীবন খুবই ছোট তাই কাউকে ঘৃনা করে নিজের সময় নস্ট করার মানে হয় না।

২০ শে মে, ২০২২ রাত ৯:০২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৩| ২০ শে মে, ২০২২ রাত ৮:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনারা দুজনে মুখোমুখি বসে ডিসিশন নেন তাহলেই সুন্দর সমাধান হবে।

৪| ২০ শে মে, ২০২২ রাত ৯:৩৮

গরল বলেছেন: আপনার ধারণা সে আপনাকে টাকার জন্য ছেড়ে গেছে নাকি আপনি আসলে জানেন না কি কারণে ছেড়ে গেছে? সঠিক কারণটা বুঝতে পারাটা জরুরী ভবিষ্যতের জন্য। দরকার হলে সাইকোলজিস্ট দেখিয়ে দু-একটা কাউন্সিল নিন, তাতে মানসিক ধাক্কাটা কাটিয়ে উঠা সহজ হবে। মানসিক যন্ত্রণার বা আবেগের বশবর্তি হয়ে কোন সিদ্ধান্ত নিয়ে সেটা ভুল হবার সম্ভবনা থাকে।

৫| ২০ শে মে, ২০২২ রাত ১০:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: আলাদা হবার বিষয়টা সত্যি !
যদি হয় তবে
প্রথম কাজ হলো আপাতত পৃষ্ঠা উল্টিয়ে পরবর্তী পৃষ্ঠায় যাওয়া
পরবর্তী পৃষ্ঠা ২ টি (আমাদের সবার )
১টি খাতা র অপরটি বইয়ের
অতঃপর .....

আল্লাহ সহায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.