নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

অনেকে জাতীয় পরিচয় পত্র হারিয়ে ফেলে।

১৯ শে জুলাই, ২০২২ রাত ৮:২৯



আগে আমি প্রচুর সরকারি চাকরিতে এপ্লাই করতাম। কত টাকার কাগজ যে ফটোকপি করেছি তার কোন হিসাব নাই। সেই কারনে কিছু ফটোস্ট্যাড, প্রিন্ট এই জাতীয় দোকানের মানুষের সাথে ভালো পরিচয় হয়।

আমি দেখতাম অনেক মানুষ ভুল করে “জাতীয় পরিচয় পত্র” ভুলে রেখে যায়। আমি কি করি জানেন? সেই জাতীয় পরিচয় পত্র গুলো পোস্ট অফিসে জমা দিয়ে আসি। এই সার্ভিসটা ফ্রি।


একদিন আমি কোন কাজে তোলারাম কলেজ (নারায়ণগজ্ঞ) এ যাচ্ছিলাম। রেলগেট (চাষড়া) এর সামনে দেখলাম দুটি জাতীয় পরিচয় পত্র পড়ে আছে। আমি সেগুলো কুড়িয়ে নিলাম।

এবার এগুলো খামে ভরলা্ম। আর খামে আরেকটি কাগজ দিলাম। সেখানে লেখো ছিলে “পাইলে জানাবেন।” জাতীয় কিছু।

এই খামটি ১০ টাকা দিয়ে রেজষ্ট্রি করে পাঠাই। সাত কর্ম দিবসে তারা তাদের জাতীয় পরিচয় পত্র পেয়েছে। আমাকে তারা ফোন করে জানান।

তবে ১০ টাকার ডাক টিকিট না লাগাতে চান, সমস্যা নাই। মালিকের কাছে চলে যাবে। আপনারা যদি রাস্তায় এসব পরিচয় পত্র পেয়ে থাকেন তাহলে পোস্ট অফিসে জমা দিয়ে আসুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার সংসারের খবর কি?

১৯ শে জুলাই, ২০২২ রাত ৮:৫১

নাহল তরকারি বলেছেন: সংসারের খবর রেখে কি লাভ?

২| ১৯ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভালো কাজ করেন........ আমি সৌদীতে এমন প্রচুর লোকের পাসপোর্ট ও ইকামা পেয়েছি। এ পর্যন্ত সকলকেই তাদের হাতে দিয়ে দিতে পেরেছি।

বাংলাদেশীরা পাসপোর্টে যে যোগাযোগ নম্বর লিখে রাখেন, তার ৯৯%ই বন্ধ থাকে।

আমার পাসপোর্ট ও ইকামার পিছনে স্টিকার দিয়ে আমার মোবাইল নম্বর লিখে রেখেছি। হারিয়ে গেলে যাতে যে কেউ ফেরৎ দিতে পারে।

২০ শে জুলাই, ২০২২ সকাল ৭:২৮

নাহল তরকারি বলেছেন: আপনি কিছুটা আমার মত।

৩| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:০২

ইমরোজ৭৫ বলেছেন: আমিও ১০ থেকে ১২ জনের id card এভাবে পোস্ট অফিসে জমা দিয়ে আইছি।

৪| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা জাতীয় পরিচয় পত্র হারিয়ে ফেলে
তাগো নিজেদেরই হারিয়ে যাওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.