নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
২০১৯ সাল। চান্দ রাত্রি। আমি নানী বাড়িতে একা। নানী গেছে খালার বাসায়। ঐ খানেই থাকে। মামা, আব্বু আর আম্মু আসে নাই। ১০ টা বাজে; জানার কাছে বসে আছি। জানালা দিয়ে ঢাকা চট্টগ্রাম সড়ক দেখা যায়। বৃষ্টি পড়ছে। রাত ১০। এবং ঈদের আগের দিন। ঢাকা চট্টগ্রাম রাস্তাটি ফাকা। দেখলাম একটি এম্বল্যান্স ঢাকা দিকে যাচ্ছে।
আমার মাথায় তখন অনেক কিছু আসলো। কেউ মনে হয় গুরুতর অসুস্থ হয়ে ঢাকার দিকে যাচ্ছে। বা কোন রোগী কে তার বাড়িতে রেখে এসে ঢাকার দিকে যাচ্ছে।
এই এম্বুল্যান্স ড্রাইবার টি পরিবার পরিজন রেখে রাতে ডিউটি করেছে। শুধু মাত্র জীবিকার তাগিদে। জীবনটা কত অদ্ভত।
২| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১১:০৬
শেরজা তপন বলেছেন: অনেকদিন পরে আপনাকে দেখলাম।
মাথায় এতকিছু আসার পরে এতটুকুন পোস্ট। বাদ বাকি বিষয় নিয়ে ব্লগিং-এ ইতিহাস গড়বেন
৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: অতি সংক্ষিপ্ত!
৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যত বড় নাথা
তত বেশী ভাবনা!
ভাবতে থাকুন আর
কি কি হতে পারে তবে
বানানের দিকে একটু
খেয়াকল রাখবেন!
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
এম্বল্যান্স এর জানার কাছে বসিয়ে আপনাকে ঢাকা দিকে না পাঠিয়ে অন্যদিকে পাঠালে কেমন হয়?