নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি আর আমার এক বন্ধু স্টান্ডে যাচ্ছিলাম। আমাদের সামনে এক মুরব্বি। মুরব্বির সামনে দিয়ে এক দম্পতি বা ভাই বোন যাচ্ছিলো। পথিমধ্যে এক লোক মত্যব করে ফেলেছে য “দেখ ভুড়া বেডার দৃষ্টি কত খারাপ। মাইয়্যার দিকে চাইয়্যা আছে।”
পরে আমি আর আমার বন্ধু এটা নিয়ে আলোচনা করলাম। বললাম বৃদ্ধলোক টি ঐ দম্পতির দিকে তাকিয়ে ছিলো। এখানে আমি কোন নেগেটিভ দেখলাম না। বৃদ্ধের হয়তো এই দম্পতিদের দেখে তার যৌবনের কথা মনে পড়ে গেলো। বা তার ছেলে মেয়ের কথাও মনে পড়তে পারে। বা ছোট বেলায় ভাই বোন এক সমাথে ঘুরে বেড়াতো। বৃদ্ধের কোন কুদৃষ্টি সেই দম্পত্তির দিকে ছিলো না।
পরে বন্ধু বললো “আরে ঠিকইতো। আমিও প্রথমে বৃদ্ধ কে নেগেটিভ চিন্তা করেছিলাম।”
বৃদ্ধলোকটি খুব ব্যাক্তিত্ব সম্পন্ন ছিলো।
২| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৫
বিটপি বলেছেন: যৌবনের কথা চিন্তা করে তাকানো আর মেয়ের পাহাড় পর্বতের মাপ নেয়ার জন্য তাকানোর মধ্যে পার্থক্য আছে। যে মন্তব্য করেছে, সে বুঝেই করেছে।
তবে রাস্তায় হেঁটে যাওয়া মেয়েদের দিকে তাকানো আজকাল আর খারাপ স্বভাবের মধ্যে গণ্য করা হয়না। যাদের ফেসবুক বা ইউটিউবে আসক্তি নেই, তাদের ভরসা ঐ রাস্তায় হেঁটে যাওয়া তরুনীরাই।
৩| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৬
মোগল বলেছেন: আপনার নানা বাড়ি কোথায়?
৪| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০২
ককচক বলেছেন: অনেকে অনেক কারণেই তাকাতে পারে। এই তাকানোটা কাউরে বিরক্ত না করে, ক্ষতির কারণ না হলে আপত্তি বা প্রতিক্রিয়া দেখানোর কিছু দেখছিনা।
ইতিবাচক চিন্তাভাবনা ভালো। এতে মন ভালো থাকে।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩১
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।