নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ছবির সূত্র: hdwallpapers
বিড়াল ( ফেলিস ক্যাটাস ) ছোট মাংসাশী স্তন্যপায়ী প্রাণীর একটি গৃহপালিত প্রজাতি । এটি ফেলিডে পরিবারের একমাত্র গৃহপালিত প্রজাতি এবং প্রায়শই পরিবারের বন্য সদস্যদের থেকে আলাদা করার জন্য এটিকে গৃহপালিত বিড়াল হিসাবে উল্লেখ করা হয় । একটি বিড়াল হয় একটি ঘরের বিড়াল , একটি খামারের বিড়াল , অথবা একটি ফেরাল বিড়াল হতে পারে ; পরেরটি অবাধে পরিসর করে এবং মানুষের যোগাযোগ এড়িয়ে যায়। গৃহপালিত বিড়াল মানুষের কাছে সাহচর্য এবং ইঁদুর মারার ক্ষমতার জন্য মূল্যবান । প্রায় ৬০ বিড়ালের জাতগুলি বিভিন্ন বিড়াল রেজিস্ট্রি দ্বারা স্বীকৃত।
বিড়াল আমার প্রিয় প্রাণী। ২০১৪ সালে আমি ইন্টার পরীক্ষা দেই। ইন্টার পরীক্ষা দিয়ে আমি আব্বুর সরকারি কোয়ার্টারে চলে যাই। তখন আমার আব্বু নোয়াখালী পোস্টিং ছিলেন। আব্বুর সরকারি কোয়ার্টারের দেয়ালে একটি বিড়াল বসে থাকতো। আমি তাকে মাছের কাটা খেতে দিতাম। মাঝে মাঝে আমি আমার ভাগের অর্ধেক মাছ বিড়াল কে খেতে দিতাম। বিড়াল মাছ খেতো। সেটা দেখতে আমার ভালো লগতো।
বিড়ালটি সম্ভবত তার যৌবন শেষ করে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলো। আমার আব্বু নোয়াখালী থেকে অন্যত্র বদলী হয়ে যায়। আমি মিস করতে থাকি সেই বিড়াল কে।
২| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টের টাইটেলটা ভালো হয়েছে।
৩| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিড়াল মানে মেহুর!
তা মেহুর দিয়া কি করেন?
৪| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:১২
জ্যাকেল বলেছেন: মরুভুমির দস্যু ভাই এ কি খেলা দেখাইলেন!
৫| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্যাকেল বলেছেন: মরুভুমির দস্যু ভাই এ কি খেলা দেখাইলেন!
পোস্টে সামান্য নজর বুলাতেই সন্দেহ হয়েছে এই জিনিস তরকারি সাহেব প্রসব করতেই পারে না।
এটা যে উইকি আর গুগল মিলে প্রসব করেছে আমি মোটামুটি নিশ্চিত ছিলাম।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৫
অপু তানভীর বলেছেন: বেড়াল আমারও পছন্দের প্রাণী । ঢাকাতে একা থাকার কারণে পুষতে পারি না । গ্রামে গিয়ে পুষবো ঠিক করেছি ।
আপনার প্রথম প্যারা আর দ্বিতীয় প্যারা পড়লেই দুটোর পার্থক্য স্পষ্ট !
ছবি সুত্র দিতে পারলেন লেখা সুত্র কি দেওয়া যেত না ?? উইকি থেকে সরাসরি মেরে দেওয়া আসলেই কি দরকার ছিল খুব ?
সামান্য একটু লেখা পড়ে নিজের মত করে লেখা যেত ।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৮
আরইউ বলেছেন:
প্রানীদের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকা ভালো।
জলদস্যুর মন্তব্য দেখে আমি হাহাপগে হাহালুখুগে। তরকারী সাহেবের লেখার প্রথম কয়েক লাইন পড়েই বুঝেছিলাম মারিং-কাটিং হয়েছে। মন্তব্যের ঘরে এসে দেখি জলদস্যু বোমা ফাটিয়েছেন।
কাদের সাহেবের ভাষায় তরকারী সাহেবকে বলতে হচ্ছে “ভালো হয়ে যাও, মাসুদ।“
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিড়াল আমার পছন্দ না,বিরক্তিকর। খুবই অপছন্দের পশু। ধান্দাবাজ, স্বার্থপর টাইপের পশু বলে মনেকরি।
আগে পায়ের সামনে পড়লে লাথি দেয়ার চেষ্টা করতাম।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৩
পোড়া বেগুন বলেছেন:
বিড়াল আর বিড়াল যখন মাঝ রাতে ঝগড়া করে ঘুম হারাম করে
তখন ইচ্ছা করে ধরে আছাড় মারি!
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আপনাকে ইয়ে মানে বোকার প্রতিশব্দ _দাই ভাবছিলাম।
আপনি তা নন। আপনার বুদ্ধির সীমা নাই।