নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
বেশ কিছু দিন আগে সাজনা গাছ এর ডাল গাইবান্ধা আব্বুর সরকারি কোয়াটারে রোপন করি। গতকাল লক্ষ করলাম এখানে কিছু নতুন কুড়ি জন্মাইছে।
সজনে (বৈজ্ঞানিক নাম: Moringa oleifera) হচ্ছে Moringaceae পরিবারের Moringa গণের একটি বৃক্ষ জাতীয় গাছ। সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয়, পাতা খাওয়া হয় শাক হিসেবে। খরা সহিষ্ণু ও গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ। ডাল ও বীজের মাধ্যমে বংশবিস্তার করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমে বা অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করানো হয়। গ্রীষ্মকাল বিশেষত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডাল রোপণের উপযুক্ত সময়।
সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিশন্স সুপার ফুড এবং সজিনা গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি।
এটি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মত কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিয়মিত দৈনিক সেবন শরীরের ডিফেন্স মেকানিজমকে আরো শক্তিশালী করে এবং ‘ইমিউনিটি স্টিমুল্যান্ট’ হওয়ার দরুন এটি ‘এইডস’ আক্রান্ত রোগীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে। শরীরের ওজন কমাতেও ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভুমিকা পালন করে থাকে। এটি মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। পাতা থেকে তৈরি এক টেবিল চামচ পাউডারে ১৪% প্রোটিন, ৪০% ক্যালসিয়াম, ২৩% আয়রণ বিদ্যমান, যা ১ থেকে তিন বছরের শিশুর সুষ্ঠু বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোকালীন সময়ে ৬ টেবিল চামচ পাউডার একজন মায়ের প্রতিদিনের আয়রণ এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। এটির এন্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি যকৃত ও কিডনী সুস্থ্য রাখতে এবং রূপের সৌন্দর্য বর্ধক হিসেবেও কাজ করে থাকে। সজনে-তে প্রায় ৯০টিরও বেশি এবং ৪৬ রকমের এন্টি-অক্সিডেন্ট বিদ্যমান। এতে ৩৬ টির মত এন্টি-ইনফ্ল্যামমেটরি বৈশিষ্ট্য আছে। এছাড়াও এটি অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে।
আমাদের ব্লগ লেখক জনাব কাজী হাসান আঙ্কেল কে
কে রিকুয়েস্ট করেছিলাম একটি সজনে গাছের ডাল দিতে। সময়ের অভাবে আর তার বাগানে যাওয়া হয় নি। আমাদের কাজী হাসান আঙ্কেল বৃক্ষরোপনে বিশেষ ভূমিকা পালন করেন। আমি কাজী হাসান আঙ্কেল এর মঙ্গল কামনা করি।
তথ্যসূত্র: ইউকিপিডিয়া।
গাছ লাগানোর অনুপ্রেরণা দিয়েছেন: আমাদের কাজী হাসান আঙ্কেল
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: লক ডাউনে ছাদে সজনের ডাল রোপণ করেছিলাম এর মাঝে দুইবার ফলন দিয়েছে। খুব দ্রুত বড় হয়।
তথ্যগুলো ভালো লেগেছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: ইউকিপিডিয়া টা কি আপনার নিজস্ব নতুন কোনো তথ্য ভান্ডার?
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮
নাহল তরকারি বলেছেন: ০১। আমার কোন নিজিস্ব তথ্য ভান্ডার নেই।
০২। কোন তথ্যের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করাটা কি অপরাধ?
০৩। আমি তো লিখেই দিয়েছি তথ্য সূত্র ইউকিপিডিয়া। তাতে তো কোন সমস্যা হবার কথা না।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই,
নাহল তরকারী আর ইমরোজ এদের লেখা শুধু পড়ে যাবেন;
তাতে সমান সমান মজা পাবেন। ভুল ধরতে গেলে মনে কষ্ট পবেন!
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯
নাহল তরকারি বলেছেন: তাও ভালো। কেউ আমার ব্লগ পড়েছেন।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ০১। আমার কোন নিজিস্ব তথ্য ভান্ডার নেই।
আমারও নাই।
০২। কোন তথ্যের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করাটা কি অপরাধ?
অবশ্যই অপরাধ না। আমি নিজেই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি লেখার জন্য। যেমন উইকিপিডিয়া।
০৩। আমি তো লিখেই দিয়েছি তথ্য সূত্র ইউকিপিডিয়া। তাতে তো কোন সমস্যা হবার কথা না।
তাতে কোনো সমস্যা হয়নাইতো! আমি শুধু জানতে চেয়ে ছিলাম ইউকিপিডিয়া আপনার নিজস্ব তথ্য ভান্টার কিনা। কারণ দুনিয়ার অনেকেই তথ্য নেয় উইকিপিডিয়া থেকে আর আপনি তথ্য নিয়েছেন ইউকিপিডিয়া থেকে। ইউকিপিডিয়া নাম আগে কখনো শুনি নাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
নাহল তরকারি বলেছেন: আমি শুধু ইউকিপিডিয়া থেকে না বিভিন্ন পত্র পত্রিকা বই থেকেও সংগ্রহ করার চেষ্টা করি।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২
অপ্সরা বলেছেন: যাই বলো তাই বলো তোমার ব্লগ সবাই পড়ে।
আমিও পড়ি প্রায়ই।
তবে আজকের লেখাটাতে মজা নেই।
যদিও সজিনা গাছ উপকারী আমরা সবাই জানি।
এইবার করোলা নিয়ে লেখো ভাইয়া।
আই লাইক করল্লা।
১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৪
নাহল তরকারি বলেছেন: আচ্ছা ঠিক আছে।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের দুনিয়াতে ইউকিপিডিয়া বলে কোনো কিছুর অস্তিত্ব নেই।
১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৪
নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই। আপনি জিতেছেন।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০১
শেরজা তপন বলেছেন: ভাইরে ওইটা একেলা তুমি বা আপনি(ইউ) না ব্লগের সবাই মিলে আমরা(উই) হবে। বানানটা খেয়াল করেন ঝামেলা শেষ!
১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৪
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা ভাই। আপনি জিতেছেন।
আমি সব সময়ই জিতি।
আপনি মাস্টার্স পাশ করা ছেলে- ইউকিপিডিয়া আর উইকিপিডিয়া কি সেইটা জানেন না কেন। বানানের ভুলটা বুঝার ক্ষমতা আপনার নাই কেন?
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৩
জুল ভার্ন বলেছেন: সজনা গাছ অমর বললেও ভুল বলা হবেনা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সজনের খুব ভালো ফলন হয়।