নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি গত ০৫-১০-২০২২ ইং তারিখে আমার বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জ এ যাই। বাড়িতে গিয়েছিলাম আমার চাচাত্বো বোন এর বিয়ে এর উপলক্ষে। তারপর ১০-১০-২০২২ ইং তারিখে আমি মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে যাই। আমি কারেন্ট বিলের কাগজ, আমাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, আব্বু আম্মু এর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জাতীয়তা সনদ (যাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি), টাকা জমা দেবার রশিদ আর ফরম পিন আপ করে লাইনে দাড়াই।
আমার সিরিয়াল আসলো। আমার ফরম দেখে বলবো এক কপি ছবি, আপনার জাতীয় পরিচয় পত্রের কালার ফটোকপি এবং আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি আনুন। আর আপনার পেশার সাপেক্ষে একটি প্রমাণ পত্র আনুন।
ছবি, আমার জাতীয় পরিচয় পত্রের কালার ফটোকপি এবং আমার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করলাম। আমি তো বেকার। এটার সাপেক্ষে কি প্রমাণ দিমু? অনেকে ট্রেড লাইসেন্স, NOC, GO, কপি এনেছে। আমি তো বেকার। আমি কি দিবো? এই কথাটি আনসার ভাইকে জ্ঞিগাসা করলাম। উনি বলতো তাহলে আপনি বেকার, এই মর্মে চেয়ারম্যান অফিস থেকে প্রত্যয়ন আনেন। আমি ফোন দিলাম আমার খালাত্বো ভাই কে। সে একটি প্রত্যয়ন পত্র সংগ্রহ করে মেইল করে। আমি সেটা প্রিন্ট করে পাসপোর্ট অফিসে জমা দেই।
পরে আবার লাইনে দাড়াই। একজন কর্মকর্তা কাগজপত্র চেক করে ছবি তুলার জন্য পারমিশন দেয়। এখন আমি পারমিশন পেলাম ছবি তুলা এবং প্রিংগার প্রিন্ট জমা দেবার জন্য। প্রথম বার ছবি তুলার অনুমতি পাই নাই। কারন আমার কিছু কাগজ পত্র কম ছিলো।
যথারীতি কাজ শেষ করে বাড়ি পৌছে গেলাম।
যাদের পিতা মাতার নাম ভুল আছে তাদের পাসপোর্ট রিজেক্ট হচ্ছে। যেমন আপনার পিতার নাম (জাতীয় পরিচয় পত্রে) মোঃ আলম চৌধুরী। আপনি লিখছেন হিরো আলম। বা আপনার আম্মু এর নাম রজিনা বেগম। আপনি লিখছেন রজিনা আক্তার। এমন ভুলের ক্ষেত্রে আবেদন রিজেক্ট হচ্ছে। আর যাদের কাগজ পত্র কম ছিলো তাদের কে ফিরিয়ে দেয়া হচ্ছিল যাতে তারা আবার কাগজ গুলা আনে।
সুতরাং আমি দেখলাম যে, পাসপোর্ট করতে আমার যা যা লাগছে।
০১। আবেদন ফরম।
০২। টাকা জমা দেবার রশিদ
০৩। কারেন্ট বিলের কাগজ
০৪। আমার জাতীয় পরিচয় পত্রের কালার ফটোকপি+ সার্ভার কপি।
০৫। আব্বু আম্মুর জাতীয় পরিচয় পত্র।
০৬। কি কাজ করি সেটার প্রমাণ পত্র।
০৭। যারা বিবাহিত দিবেন, তাদের জন্য কাবিনের কাগজ স্বামী বা স্ত্রী এর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৮। ছবি।
আর কি কি দিয়েছিলাম আমার মনে নাই। এখন আমার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। পাসপোর্ট আবেদন এর স্ট্যাটাস হচ্ছে Pending Final Approval. আল্লাহ মালিক।
২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩১
নাহল তরকারি বলেছেন: জ্বি।
২| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৫
সোনাগাজী বলেছেন:
আপনি কোথায় গেলেন? কেহ কি সকালবেলা রান্নাবান্না শুরু করেছে?
২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
নাহল তরকারি বলেছেন: এটা কি আমার ব্লগের সাথে প্রাসঙ্গিক?
৩| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: সব কিছু এখন ডিজিটাল। কাজ গুলি আরও সহজ হওয়া দরকার। ঘরে বসে এপ্লাই, অফিসে গিয়ে খালি ছবি তুলে আসা আর একদিন অফিসে গিয়ে নিয়ে আসা..... এর বাইরে কিছু থাকা উচিৎ না।
ইন শা আল্লাহ দ্রুতই এমন হবে।
২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৪| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০০
পদাতিক চৌধুরি বলেছেন: এপারের সঙ্গে ওপারের পাসপোর্টৈর নিয়ম কানুন প্রায়ই সব মিল আছে। আমার ক্ষেত্রে এপারে যেমন পুলিশ ভেরিফিকেশনের এক সপ্তার মধ্যে স্পিড পোস্টে পাসপোর্ট চলে এসেছিল। আমার মনে হয় কয়েকটা দিন অপেক্ষা করলে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন।
২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৫
নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৫| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: পাসপোর্ট করে কোথায় উড়াল দেবেন?
২২ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৭
নাহল তরকারি বলেছেন: একটা ডুয়েল কারেন্সি এটিম কার্ড নিবো। পরে নেটফ্লিক্স এর সাসক্রিপসন নিবো।
৬| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: আশাকরি, পোস্টে উল্লেখিত আপনার ৮টি পয়েন্ট নতুন আবেদনকারীদের কাজে লাগবে।
ঋণাত্মক শূণ্য এর মন্তব্যের সাথে পুরোপুরি একমত।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৫
সোনাগাজী বলেছেন:
আপনি কিভাবে বেকার? আপনি তো ব্লগার!
ওরা যখন দেখবে যে, আপনি "বেকার" দেখায়েছেন, কিন্তু আপনি ব্লগার, এতে সমস্যা হবে।