নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
করোনা ভাইরাস এর মহামারি, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। সব মিলিয়ে আমাদের অর্থনীতিতে বেহাল দশা। আমাদের ডলালের রিজার্ব দিন দিন কমে যাচ্ছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে না। আমদানী আয় কম। রপ্তানী ব্যায় বেশী। যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ব কে নাজেহাল করে দিচ্ছে।
এখন আসি নোরা ফাতেহি এর দিকে। তাকে বাংলাদেশে ভাড়া করে আনা হচ্ছে। ভালো কথা। উনি বাংলাদেশে আসতেই পারে। তিনি ঘুরতে আসতে পারে। কিন্তু তাকে এই সংকটে আনা উচিৎ হবে কি? কারন আপনি তো তার মুজুরি ডলারে পরিশোধ করবেন। টাকায় তো পরিশোধ করবে না। যে মুর্হুত্তে ডলারের চরম সংকট সে সময়ে এই নৃত্যশিল্পী তে ভাড়া করে আনা বিলাশিতা ছাড়া আর কিছু না।
ইদানিং বিভিন্ন ব্যাংক ডলারের অভাবে LC বন্ধ করে দিচ্ছে। LC এর অভাবে ঔষুধ আনা যাচ্ছে না। ডলারের অভাবে বাংলাদেশ সরকার যেখানে জ্বালানী তেল সৌদি আরবের কাছ থেকে বাকিতে ক্রয় করছে; সে স্থানে ডলার দিয়ে ভাড়া করা নোরা ফাতেহি কে আনার কি দরকার ছিলো।
ব্যাবসা করতে চাইলে তেলের ব্যাবসা করুন। ফার্মাসিটিক্যাল ব্যাবসা করুন। আমি আপত্তি করবো না। নোহা ফতেহি কে আনলে আমি কোন আপত্তি করতাম না যদি না এখন দেশের সু সময় চলতো। অথবা তাকে দেখার জন্য লন্ডন আমেরিকা থেকে লোক আসছে। এবং তাকে দেখার জন্য ডলার দিয়ে টিকেট কাটছে।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
২| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে নতুন ভাই ঠিক বলেছে।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৩| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৪
রানার ব্লগ বলেছেন: না আসলে কি কি উন্নয়ন হবে বিস্তারিত বলেন।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৪
নাহল তরকারি বলেছেন: আমার থেকে প্রধানমন্ত্রী গুছিয়ে বলতে পারবে।
৪| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৫
রেজাউল৮৮ বলেছেন: নেটফ্লিক্সের সাপক।রিপশন কিনতে পারলেন?
সময় হৈলে েকটা হেলপ পোস্ট দিয়েন, যেন আম্রাও খুল্তে পাড়ি।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৫
নাহল তরকারি বলেছেন: কিভাবে নেটফ্লিক্স এর সাবক্রিপশন কিনবো? নো আইডিয়া।
৫| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ধরণের প্রশ্ন করা আসলে সব দেশেই অবান্তর! কিছু মানুষের যেমন প্রচুর টাকা থাকে খরচ করবার মত, আর কিছু মানুষ থাকে যাদের এমনি টাকা না থাকলেও বিনোদনের নামে টাকা অপচয় করার জন্য প্রচুর অর্থ থাকে। তাছাড়া মানুষজন এদেরকে পূজনীয় একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। জীবনে একটা বার চোখের সামনে দেখতে পারলে যেন জীবন ধন্য!
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৬
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৬| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৮
নিশাচর১/১০০ বলেছেন: এসব ইভেন্টগুলো টাকা পাচারের অন্যতম মাধ্যম।
এদিকে ডলারের অভাবে স্টুডেন্টদের একাউন্ট খোলা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো।
বিদেশে শিক্ষা - ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলা বন্ধ
১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪২
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন?
৭| ১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৪
রানার ব্লগ বলেছেন: প্রশ্ন যখন আপনি তুলেছেন উত্তর নিশ্চিত আপনি জানেন। সব বিষয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকলে হবে? নিজেদের হাত পা কিছু চালান। প্রধানমন্ত্রীর কাজ কেবল খাবার জোগান দেয়া উনি এসে আপনার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেবেন না।
১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
নাহল তরকারি বলেছেন: আমি কি করবো?
৮| ১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সরকার তো আনছে না। যার টাকা আছে সে দেখবে। আপনার পকেট সামলান।
১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
নাহল তরকারি বলেছেন: সরকার আনছে না। এটা ঠিক। যার টাকা সে কিভাবে আনছে? আমি তো সেখানে লিখে দিছি ডলার দিয়ে আনছে। টাকা দিয়ে ভাড়া করলে আমার কোন সমস্যা ছিলো না। কারন বাংলাদেশে প্রচুর টাকা। সংকট তো ডলারের। আর এই নৃত্যকার কে তো ডলার দিয়ে মুজুরি দিতে হবে। তাই নয় কি?
৯| ১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: নোরাকে দেখার কি আছে? তার কি তিনটা চোখ?
১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন। তাকে দেখার কি আছে। তাড়াছা তাকে তো আমরা ইউটুবে ফ্রি দেখি।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
নতুন বলেছেন: সমাজে একটা শ্রেনীর অনেক টাকা তারা টাকা খরচের জায়গা পায়না। তাদের জন্য কোন সংকট নাই।