নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
গ্রাম বাংলায় জাতীয়তা/নাগরিকত্ব সনদ পত্র চেয়ারম্যান সাহেবে দেয়। সেখানে লেখা থাকে “এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম: উমুক, পিতা: তমুক, ঠিকানা: ককিক, পোস্ট অফিস: ককক, গজারিয়া, মুন্সিগঞ্জ। আমি তাকে ব্যাক্তিগত ভাবে চিনি। ইত্যাদি ইত্যাদি।
আমাদের ইউনিয়নে আনুমানিক ভোটার আছে ১ লাখ এর মত। একজন লোক বড়জোর ২০০০ জন কে সামাজিক ভাবে চিনবে। বড়জোর ৫০০ জনকে ব্যাক্তিগত ভাবে চিনবে। তাহলে এখন তিনি এক লাখ লোকদের তিনি কিভাবে বলেন তিনি তাকে ব্যাক্তিগত ভাবে চিনেন?
এখন সরকার একটি দারুন সিস্টেম করেছে। সেখানে এসকল সব সনদ অনলাইনে দিবে। এই ফরমেটে লেখে নাই যে “আমি তাকে ব্যাক্তিগত ভাবে চিনি।”
আমি সকল তরুন ও ইলেকট্রনিক্স জ্ঞান রাখে এমন ব্যাক্তিদের প্রত্যয়ন ওয়েব সাইড থেকে ডিজিটাল সনদ নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
২৪ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩
নাহল তরকারি বলেছেন: https://prottoyon.gov.bd/ থেকে আপনারা এখন ডিজিটাল চেয়ারম্যান সার্টিফিকেট আনতে পারবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনি যেই কয়জনকে চিনেন, তাদেরকে সনদ দিয়ে দেন।