নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

মরে গেলে ধন সম্পত্তি কাজে লাগে কি?

০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮



ছবির উৎস এটা।

পোস্টে যা লেখা আছে সেটা হুবাহু কপি মারো হলো।

এই ভদ্রমহিলা তার ভাইয়ের মৃত্যুর পর জানাযা শেষে কবরস্থানে যায়। সেখানে গিয়ে তার ভাইকে দাফন করানোর পর সে উপস্থিত সকলের সামনে উচুঁ আওয়াজে বলে:

"হে আল্লাহ! এখন সে আপনার উপর অর্পিত। আপনিই আদিল (ন্যায়পরায়ণ) এবং আহকামিল হাকিমিন (শাসকদের শাসক)।
তাই আমি আপনাকেই বলছি। সে যেভাবে আমাকে ৩০ বছর ধরে আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছিল, সেভাবে আপনিও তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করুন।"


আমি মনে করি, এই ঘটনাটি আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা। বান্দার হক অনেক কঠিন জিনিস। আপনার বোনদের সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে আল্লাহর প্রতি ভয় করুন।

কালেক্টেড

আমাদের উচিৎ যার যার সম্পত্তি সুন্দর মত ভাগ বুঝিয়ে দেয়া। কারন এটা তাহার হক। এটা তার পাওনা। এভাবে অন্যের সম্পত্তি এভাবে ভোগ দখল করে কি লাভ? একদিন তো মরতেই হবে। মরলে কি ধন সম্পত্তি, সার্টিফিকেট, ডিগ্রী কি কবরে/শ্মসানে যাবে?

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



আপনার বোন কয়জন?

০৭ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

নাহল তরকারি বলেছেন: আমার বোন নাই। আমরা দুই ভাই। বোন নাই।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর পোস্ট । এ ব্যাপারে বিশেষ ভাবে সর্তক করা হয়েছে । তবুও মানুষ বুঝে না

০৭ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

নাহল তরকারি বলেছেন: ঠিক।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬

রানার ব্লগ বলেছেন: লাগবে না কেনো লাগে । ধন সম্পত্তি না থাকলে কবরের জায়গা হবে না। তখন বেওায়ারিশ লাশ হিসাবে ফেলে দেবে ।

০৭ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

নাহল তরকারি বলেছেন: জ্বি

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

বিটপি বলেছেন: ্মরে গেলে কিছুই কাজে লাগেনা - ১০০% সঠিক। কিন্তু বেঁচে থাকলে তো কাজে লাগে! আর কোন কাজে না লাগুক, জমি বেঁচে তো ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারবেন! বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ সিকিউরড করতে পারবেন। সেটা করলে তো মরার পরেও কাজে লেগে যাবে।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



আপনার অপর ভাই ব্লগিং করেন?

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৪

নেওয়াজ আলি বলেছেন: কাজে লাগে না তবুও কেনো এত ধনসম্পদ করে লোকে। কেনো এত পাচার হলো

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৮

আল ইফরান বলেছেন: নাহল তরকারি ভাই, বেচে গিয়েছেন, বোন থাকলে দেখা যেত কে কি করে। আমি আমার বাবাকে ডিক্লারেশান দিয়ে রেখেছি বোনদের ভাগ আগে নিশ্চিত করতে, আমরা ভাইয়েরা কেহই যেহেতু মুন্সীগঞ্জে থাকি না।

০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

নাহল তরকারি বলেছেন: আমিও মুন্সীগঞ্জের লোক। আপনার বাসা কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.