নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমাদের গজারিয়ার লঞ্চঘাট।

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩





এটা হচ্ছে আমাদের গজারিয়া লঞ্চঘাট। আমার প্রিয় একটি স্থান। এই লঞ্চঘাটটি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলাতে অবস্থিত। আমাদের গজারিয়া উপজেলা তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বয়ে গেছে। যার কারনে আমাদের ঢাকা যেতে খুব সুবিধা।

আমাদের গজারিয়ার উত্তরে নারায়ণগঞ্জ এর সোনারগাওঁ উপজেলা। দক্ষিণে কুমিল্লার দাউদকান্দি ও চাদঁপুরের মতলব। পূর্বে কুমিল্লার মেঘনা উপজেলা। পশ্চিমে মুন্সীগঞ্জ সদর।

এখানে একটি নদী থাকার কারণে মুন্সীগঞ্জ সদরে আমাদের যোগাযোগ খুব খারাপ। এই ঘাটে যদি একটি ব্রীজ থকাতো, তাহলে ঢাকা-মাওয়া মহাসড়ক এর সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি লিংক রোড হতে পারে। এই খারাপ যোগাযোগ ব্যাস্থার জন্য পাসপোর্ট, কোর্ট, জমি সংক্রান্ত কাজ ছাড়া কেউ মুন্সীগঞ্জ শহরে যায় না।

এই গজারিয়া লঞ্চঘাট আমার একটি প্রিয় জায়গা। মনোরম পরিবেশ, দৃষ্টি নন্দন, চোখ জুরানো একটি এলাকা। এখানে যদি আমার ২০ তালা বিল্ডিং থাকতো, তাহলে আমি নিজেকে ধন্য মনে করিতাম।

আমি বিশিষ্ট শিল্পপতি হলে এখানে একটি পার্ক বানাতাম। ২০০৮ সালে স্কুল থেকে দিনাজপুর এর সপ্নপুরী তে পিতনিকে গিয়েছিলাম। সেই আদলে একটি পিতনিক স্পর্ট বানাতাম। ডিজনি ল্যান্ড এর মত পার্ক বানাতাম। আর এই ঘাটে একটি ব্রীজ বানাতাম।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



ইহা কোন নদী?

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১১

নাহল তরকারি বলেছেন: মেঘনা নদী।

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিতে কাকে দেখা যাচ্ছে?

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১১

নাহল তরকারি বলেছেন: আমাকে।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৬

বিটপি বলেছেন: এখানে কি কোন লঞ্চ থামে? মানে ঢাকা বা নারয়ণগঞ্জ থেকে এখানে কেউ লঞ্চে আসে?

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

নাহল তরকারি বলেছেন: চাদপুর থেকে এখানে একটি লঞ্চ আসে, সেটা নারায়ণগঞ্জ গিয়ে থামে।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আপনাদের এলাকার মুক্তিযুদ্ধের ঘটনা গুলো লিখুন।

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

নাহল তরকারি বলেছেন: মার্চ মাসে লিখার চেষ্টা করিবো।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগছে ছবিটা দেখতে।

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.