নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বি, এল সরকারী উচ্চ বিদ্যালয়

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩


বি, এল সরকারী উচ্চ বিদ্যালয়। স্থাপিত: ১৮৬৯। ঠিকানা: জেলখানা ঘাট সংলগ্ন, সদর, সিরাজগঞ্জ। ধানবান্ধির সাথে।

এটা খুবই প্রাচীণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। বয়স প্রায় ১৫৪ বছর। ১৫৪ টি এসএসসি বেইচ এখান থেকে বাহির হয়েছে। সিপাহি বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ ১৮৫৭ সালের ১০ মে। সিপাহী বিদ্রোহ এর প্রায় ১২ বছর পরে এই বিদ্যালয়টি স্থাপিত হয়।

বরীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ৭ মে ১৮৬১। আর বি, এল সরকারী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৮৬৯ সালে। প্রায় ৮ বছরে এর ব্যাপার সেপার।

সুভাস চন্দ্র এর জন্ম ২৩ জানুয়ারি ১৮৯৭; মহাত্মা গান্ধী ২রা অক্টোবর ১৮৬৯।

মনে করেন। ১৯০১ সাল। রবীন্দ্রনাথ এর বয়স প্রায় ৪০। সে সময় দাড়োগা শ্রি রতন সরকার এই এলাকায় পোস্টিং হয়। তার ছেলেকে এই বিদ্যালয় এ ভর্তি করানো হয়। জুন মাসে দাড়োগা সাহেব বদলী হয়ে গেলো। তখন দাড়োগার ছেলে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদন লিখলো “হোস্টেলে একটি সিট এর জন্য আবেদন।” মূলত যাদের বাসা দূরে। প্রায় ৫ কি.লো থেকে বেশী। ও এদের মত বছরের মাঝখানে যাদের বদলী তাদের জন্য এই হোস্টেল এর ব্যাবস্থা থাকতো।

তারপর মনে করেন বিনা বেতনের অধ্যয়ণ এর জন্য আবেদন। ছুটির জন্য আবেদন। অনুস্পতিত এর কারণ জানিয়ে আবেদন। ইত্যাদি ইত্যাদি কত আবেদন আমারা মুখস্ত করেছি।

কতই না ইতিহাসের সাক্ষী এই বিদ্যালয়। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ দেখে। ১৯৪৭ সালের দেশ ভাগ দেখে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখে। ১৯৫৪ সালের পাকিস্তানের সাধারন নির্বাচন দেখে। ১৯৬৬ সালের ছয় দফা দেখে। ১৯৭০ সালের নির্বাচন দেখে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখে।

অনেক ডাক্তার, অনেক ইজ্ঞিনিয়ার, অনেক বিসিএস ক্যাডার এই স্কুল থেকে বাহির হয়েছে। আজ আমি তাদের স্মরণ করি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি এই স্কুলের ছাত্র?

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮

নাহল তরকারি বলেছেন: না ভাই।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



স্কুলের প্রতষ্ঠাতা কে ছিলেন?

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯

নাহল তরকারি বলেছেন: উনার প্রতিষ্ঠাতা সম্পর্কে তেমন কোন তথ্য পাই নাই। পেলে জানাতাম।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: এররকম স্কুল পুরো বাংলাদেশ জুড়ে অনেক আছে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০০

নাহল তরকারি বলেছেন: এমন স্কুল গুলো খুজে বাহির করিবো।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১০

কালো যাদুকর বলেছেন: বেশ পুরোনো স্কুল ৷ বানানগুলো একটু শুধরে দিলে ভাল হত। আমাদের স্কুল এর থেকেও পুরোনো | বাংলাদেশে এরকম অনেক স্কুল আছে ৷ এই বিষয় নিয়ে একটি সিরিজ লেখা যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.