নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

কাগজের দাম

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪



কাগজের দাম।
একসময় ছিলো যখন মানুষের মুখের কথায় দাম ছিলো। আমাদের দাদা দাদী বা নানা নানীর বিয়ে হয়েছিলো কালেমা পড়ে। কোন কাবিন বা রেজষ্ট্রি এর মত ডকুমেন্ট করা হয় নি। এখানে শুধু মাত্র দাদা বা দাদীর মুখ থেকে বাহির হওয়া “কবুল” শব্দ বাহির হবার কারনে তাদের বিয়ে হয়েছিলো।
দাদায় ও দাদীকে বিশ্বাস করতো আর দাদীও দাদা কে বিশ্বাস করতো। তাদের মধ্যে বোঝাপড়া ছিলো। তাদের মধ্যে ভালোবাসা ছিলো।
শুধু তাই না কেউ যদি বলতো “সমস্যা নাই আমি আপনাকে ওমুক সময়ের মধ্যে টাকা ফেরত দিবো” ঠিকই ঋণগ্রহীতা টাকা ফেরত দিতো।
আর এখন “কাবিন” করেও সংসার টিকানো যাচ্ছে না। আবার স্ট্যাম্প করে টাকা ধার দিয়েও টাকা ফেরত নেয়া যায় না। তাহলে এখন মানুষের মুখের কথার দাম রইলো কই। এখন মানুষের মুখের থেকে কাগজ বা ডকুমেন্ট এর দাম খুব বেশী।
দেখা যাবে টাকার মত কাগজের দাম খুব। এক একটি নোটের দাম ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ১০০০।
আবারে দেখা যাবে এসব কাগজ থেকে ১০,০০০ টাকার চেকের দাম খুব বেশী।
এদের থেকে আবার সম্পত্তির দলিলের দাম খুব বেশী।
এ তো গেলো সম্পত্তি এবং টাকার হিসবা নিকাশ।
মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে কাগজের দাম পরিবর্তন হয়।
যেমন পরীক্ষার হলে আপনার উত্তর পত্রের দাম বেশী। সেটা প্রশ্ন উল্লেখিত সময় পযর্ন্ত। তখন আপনার বন্ধু যদি বলে “বন্ধু। তুমাকে ১০,০০০ টাকা দিবো। তুমি লেখা থামাও।” আপনি কি লেখা থামাবেন?
আপনি সরকারি অফিসে নিয়োগ পেয়েছেন। সেক্ষেত্রে আপনার তখন সকল টাকার চেয়ে “নিয়োগ পত্রের দাম বেশী হবে।”
আপনার জাতীয় পরিচয় পত্র, ড্রাইবিং লাইসেন্স, পাসপোর্ট , এসএসসি- এইচএসসি সার্টিফিকেট সহ সকল শিক্ষগত যোগ্যতার সনদের দাম বেশী।
বর্তমানে রোহিঙ্গা শরনার্থীদের মত “নাগরিকত্ব” সনদের মূল্য খুব বেশী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.