নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দোকানের মামারা।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২০



ছবিটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এর সামনে থেকে, ধানবান্ধি, সদর, সিরাজগঞ্জ থেকে তোলা।

আসিফ। মেডিক্যাল কলেজের একজন ছাত্র। খুব মেধাবী এক ছাত্র। সে নিয়মিত এই দোকান থেকে জিনিসপত্র ক্রয় করে থাকে। মাসের শেষে একটু একটু বাকি করে খায়। মাসের শুরু তে আবার সব শোধ করে দেয়।

আজ আসিফের শেষ ক্লাস। দুই দিন পর আসিফের ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু। এই চার বছর দোকানের এই মামার সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। দিন যায়, আসিফের পরীক্ষা শেষ হয়ে যায়। যাবার আগে সকল বন্ধুরা পার্টি করে। ভূনা খিচুরীর পার্টি। সাথে ছিলো মামার দোকানের সেভেন আপ। আবার মামা সহ দুই জন ক্লাশ টিচার ও ছিলো।

পরীক্ষা শেষে আসিফ চলে যায়। কালক্রমে দোকানের মামাকে আর মনে থাকে না। সংসারের নানান ঝামেলায় দোকানদারের মামার ও আসিফের কথা মনে পড়ে না।

২০৫০ সাল। আজ আসিফের ব্যাচের পুর্ণ মিলনী। দোকানদ্বার কে দেখে আসিফের আবার পুরানো দিনের কথা মনে পড়ে গেলো।

এটা হয়তো একটি দোকানদার মামার গল্প। স্কুল কলেজ, পাবলিক বিশ্ব বিদ্যালয় এর সাথে কত মামা আমাদের আদর করে খাওয়াইছে। যদিও ফ্রি খাওয়ায় নাই। ফ্রি খাওয়ালে তাদের সংসার চলবে না। আমাদের উচিৎ এমন মামাদের স্মরণ রাখা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৫

হাসান জামাল গোলাপ বলেছেন: বেশ কয়েকমাস আগে খবরে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরকমই এক মামা দোকান চালাতে পারছেন না, ভাগ্নেরা টাকা শোধ না করে পালিয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: এই হলো অবস্থা!!!

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

নাহল তরকারি বলেছেন: অবস্থা চেইজ্ঞ করতে হবে।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



কপক্ষে মামাতো বোনকে বিয়ে হলেও করা দরকার।

২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭

নাহল তরকারি বলেছেন: বিয়ে করার যোগ্যতা কি বর্তমান প্রজন্মের আছে। ওরা বিয়ে কে বোঝা মনে করে।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩১

অধীতি বলেছেন: দিনশেষে টাকা,ব্যস্ততা এগুলো বাস্তব। নতুন ভাগ্নেরা আসে তারা চলে যায় আবার নবীনের দল হৈ-হুল্লোড় করে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮

নাহল তরকারি বলেছেন: এগুলোই তো বাস্তবতা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০৮

রানার ব্লগ বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানের সামনের দোকান গুলাই যতো নষ্টের গোড়া। কিশোর কিশোরীরা মাদকের সাথে পরিচিত হয় এই সব দোকান থেকে। প্রতিটি শিক্ষা কেন্দ্রে নিজেস্ব ক্যান্টিন থাকা বাধ্যতামূলক করা উচিৎ এবং সেই সকল ক্যান্টিন কে সি সি ক্যামেরার আওতায় আনাটাও জরুরী।

২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৯

সোনাগাজী বলেছেন:


ব্লগার "রানার ব্লগ" একটি সঠিক কথা বলেছেন।

২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৬

মোস্তফা সোহেল বলেছেন: এখনকার সময় কেইবা কার কথা মনে রাখে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.