নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
এটা হচ্ছে আমাদের নানী বাড়ির নিকটস্থ গোরস্থান। এখানে অনেক মৃতব্যাক্তি কে দাফন করা হয়েছে।
ছবি তুলার স্থান: ভবেরচর কেন্দ্রীয় গোরস্থান, ইউনিয়ন: ভবেরচর, উপজেলা: গজারিয়া, মুন্সীগঞ্জ। ইহা ঢাকা চট্টগ্রাম রাস্তার পাশেই।
গুগল পজিশন: গোরস্থান
অনেকদিন পর আমি নানী বাড়িতে এসেছি। আবং আমি আমার মরহুম নানার জন্য দোয়া করেছি। আমার নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ঢালী। তিনি মারা গিয়াছেন ডিসেম্বর এর ১০ তারিখ ২০১০ ইং।
গোরস্থান এসে আমার কেমন যেন অদ্ভত অনুভূতি হয়েছি। কেমন যেন শান্তিদায়ক অনুভূতি। কোন চিন্তা নাই, কোন পিছু নাই নাই। কোন দুঃচিন্তা যন্ত্রণা দিচ্ছে না। এখানে এসে সব কিছু শেষ হয়ে যায়।
কত চেয়ারম্যান, কত মেম্বার, কত মোড়ল মারা যাবার পর এখানে দাফন করা হয়েছে। কত খারাপ লোক, কত সন্ত্রসী, কত মাস্তান মৃত্যুর কাছে হার মেনেছে।
অনেক ভালো মানুষও মারা গেছেন। তাদের কেও এখানে দাফন করা হয়েছে।
একটা জিনিস খেয়াল করুন। আমাদের ইদুর দৌড় প্রতিযোগিতা এখানে এসে শেষ হয়। কত না Race, এত শত টেনসান, মৃত্যুর পর সব মূল্যহীন।
মৃত্যু এমন একটি বাস্তব জিনিস, যাকে কেউ অবিশ্বাস করতে পারবে না। আপনি বিজ্ঞানী হন বা মূর্খ হন। মৃত্যু কে বিশ্বাস করিতে হবে। আপনি ভালো মানুষ হউ বা খারাপ মানুষ। আপনি মৃত্যুকে অবিশ্বাস করতে পারবেন না।
আপনি নিরীহ মানুষ হউন বা গুন্ডা মাস্তান হউন, মৃত্যুর কাছে আপনাকে হার মানতে হবে।
আপনি আস্তিক হন বা নাস্তিক হউন, মৃত্যুকে কি অস্বীকার করতে পারবনে?
আপনার বয়স যখন ৬০ বা ৭০ বছর হবে তখন এই দুনিয়া কে মূল্যহীন হয়ে যাবে। তখন আপনার এই হেডান, হুডাং গিরি কে সব মূল্য হীন হয়ে যাবে।
মৃত্যুর কাছে ধনী গরিব, ভালো মন্দ, বিসিএস ক্যাডার বা নরমাল কর্মচারী, আমেরিকান, রাশিয়ান, নিরীহ বা গুন্ডা, আস্তিক নাস্তিক কারো ধার ধারে না। মৃত্যু আর করব নিরোপেক্ষ বিষয়।
দুই দিনের এই দুনিয়া, আসুন আমরা সবাই মিলে মিশে থাকি।
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১
নাহল তরকারি বলেছেন: নাহ!
২| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: দুনিয়া দুই দিনের নয়।
ধরুন আপনার ৩০ বছর। তাহলে আপনি কত দিন পার করলেন?
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০২
নাহল তরকারি বলেছেন: আমার নানীর কাছে ৬০ বছর কে এমন মনে হচ্ছে যেন “সব কিছু এক মুহুত্ত ছিলো।”
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১
কামাল১৮ বলেছেন: একদিন যাবো ইঁদুরের দৌড় দেখতে।আমার বয়স প্রায় ৭৬। কোন কিচুই মূল্যহীন মনে হয় না।তাছাড়া সব জিনিসের দাম বেড়ে গেছে।মৃত্যুকে স্বীকার করে আমার লাভ কি। জিনিসের দাম কি কম নিবে।
আপনার বাড়ী গজারিয়া ভবেরচর বহুবার বলেছেন।পাত্রী চাই বিজ্ঞাপনের মতো হয়ে যাচ্ছে।
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৩
নাহল তরকারি বলেছেন: মরে যাবার পর আপনার একাউন্টে ৫০ হাজার টাকা আছে। এখন আপনার লাশ এই টাকা কিভাবে ভোগ করবে?
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৪
নাহল তরকারি বলেছেন: ভবেরচর, গজারিয়া এলাকার বলা লাগে। যাতে সবার সুবিধা হয়।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
আমি জানি না, আপনি কি এখনো বেকার? আপনি বেকার হলে, চাষবাস শুরু করেন।
২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
নাহল তরকারি বলেছেন: চাষাবাদ করবো। সাথে সাইবার ফার্ম দিবো। ইনশাল্লা।
৫| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি কি আপনার স্ত্রীকে কোনো চিঠি লিখেছিলেন কখনো?
২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
নাহল তরকারি বলেছেন: সাবেক স্ত্রী কে চিঠি পাঠাতে মনে চায়। কিন্তু শ্বশুড় শ্বাশুড়ি কি সেই চিঠি আমার বউ এর হাত পযর্ন্ত পৌছাতে দিবে কি? চিঠি পাবার পর সাবেক স্ত্রী যদি ইভটিজিং এর মামলা দিলে আমার কি হবে? সেই ভয়ে সাবেক স্ত্রী কে চিঠি দিই নাই। তবে তার সাথে বন্ধুক্ত পূর্ন সম্পর্ক শুরু করতে চাই। হাজার হউক সে আমার ভালোবাসার মানুষ ছিলো। যদিও সে আমাকে ভালোবাসতো না।
৬| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:২৫
হাসান জামাল গোলাপ বলেছেন: দুইদিনের দুনিয়ায় আমরা চোদ্দগুষ্টি নিয়ে তিনশ বছর বাঁচতে চাই!
২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯
নাহল তরকারি বলেছেন: আচ্ছা।
৭| ২৮ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:২২
মামুinসামু বলেছেন: দুই দিনের দুনিয়া, অতি সংক্ষিপ্ত। গাছের ছায়ায় পথিকের বিশ্রাম নেওয়ার মত।
২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৮| ২৮ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: কবরের কাছে দাড়ালে দুনিয়াকে সত্যি অতি তুচ্ছ মনে হয়।
২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮
কামাল১৮ বলেছেন: আপনার সাথে কেউ কি ঝগড়াঝাটি করছে।