| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাহল তরকারি
	আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
 
সবচেয়ে দূষিত শহরের মধ্যে ঢাকা সবার আগে। ভারত, পাকিস্তান আর চীনও এই ঢাকার পাশাপাশি অবস্থানে আছে। 
আমি অক্টোবর ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ পযর্ন্ত গাইবান্ধা জেলায় ছিলাম। সেখানে খুব শীত। শীতের ঠেলায় টয়লেটে যেতেও খুব আলসেমী লাগতো। গড়ে ৯ বা ১০ ডিগ্রী সেলমিয়াস। এই শীতের মধ্যেও সকালে খালি গায়ে ছিলাম। ঠান্ডা পানিতে গোছল করেছি। সর্দি, কাশ জ্বর কিছুই আসে নাই। 
কিছু দিন  হয় আমি ঢাকাতে এসেছি। দুই দিন যেতে না যেতেই সর্দি আমাকে কাবু করে ফেলেছে। ঢাকাতে এত ধুলা বালি উড়ে যা বলার বাহিরে। শুধু ধুলা বালি নহে, মানুষ যেখানে সেখানে ময়লা ফালায়। ড্রেনেজ ব্যাবস্থা খুবই দুর্বল। আর ঢাকাতে তেমন খাল পাবেন না। যতটুকুই আছে সেখান থেকে ঘু এর গন্ধ আসে। এর চেয়ে নূরা পাগলার শরীলের দুগন্ধ সহ্য করা যায়। 
এখন ঢাকা শহরে কি পরিবেশ অধিদপ্তরের কোন কর্মচারী বা কর্মকর্তা কি নাই? আমার জনা মতে সবাই খালি ঢাকাতে বদলী হয়ে আসতে চায়। সেই হিসেবে ঢাকাতে পারিবেশ অধিদপ্তরের লোক জন থাকার কথা। উনারা কি দূষণ আটকাতে পারে না? নাকি ওদের পচা গন্ধে Use to হয়ে গেছে। স্ত্রী সন্তান নিয়ে পরিবেশ অধিদপ্তরের লোক এমন পচা শহরে থাকে কিভাবে? নিজের সন্তানের জন্যে হলেও তাদের উচিত ঢাকা শহরের পরিবেশ ঠিক রাখ। লাগলে সিটি কর্পোরেশন এর সাহায্য নিন। 
আর আমাদের গজারিয়াতে অনেক কল কারখানা আছে। কল কারখানার নির্গত কালো ধোয়া বাতাশ কে দূষিত করছে, বজ্য নদীকে দূষিত করছে। এসব দেখেও না দেখার ভান করছে আমাদের পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরা। 
এখন ঢাকাকে পরিস্কার করার জন্য সিটি কর্পোরেশন আর পরিবেশ অধিদপ্তর যা করতে পারে: 
০১। ধূলা বালু যাতে না উড়ে সেই ব্যাবস্থা করতে হবে। 
০২। খাল পরিস্কার রাখতে হবে। 
০৩। রাস্তা ঘাট সিটি কর্পোরেশন ঝাড়ু দেয়। তার জন্য সিটি কর্পোরেশন কে ধন্যবাদ জানাই। 
০৪। আমাদের বাসা বাড়ির ময়লা সিটি কর্পোরেশন নিয়ে যায়। সেটার জন্যেও তাদের ধন্যবাদ। 
০৫। আমরা সাধারন পাবলিক যেখানে সেখানে পালাস্টিক এর বোতল, চিপস এর প্যাকেট না ফেলি। 
০৬। পলিথিন ও প্লাস্টিক এর ব্যাবহার বন্ধ করে দেতে হবে। 
করোনার সময় কিন্তু ঢাকাতে তেমন ধূলা উড়তো না। করোনার সময় ঢাকাতে বায়ু দূষন,পরিবেশ দূষন, শব্দ দূষন তেমন ছিলো না। আর পরিরবেশ অধিদপ্তর কে কি দোষ দিমু? তারা বাংলাদেশের জনগন, আমরাও বাংলাদেশের জনগন। ওরা ইংরেজ বা পাকিস্তানের নিয়োগকৃত জনবল না। আমরা সকলেই সচেতন হলে পরিবেশ দূষণ কমাতে পারি।
 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৩২
নাহল তরকারি বলেছেন: এখন ইংরেজ সরকার থাকলে পিটিয়ে সব পরিস্কার করিতো।
২| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:০০
সোনাগাজী বলেছেন: 
ঢাকায় গন্ধ হওয়ার কারণ হচ্ছে, শীতে ঢাকার লোকজন গোসল করে না।
 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৩৩
নাহল তরকারি বলেছেন: ড্রেন থেকে বেশী গন্ধ আসে। বাংলার মানুষ তেমন পরিস্কার না।
৩| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১২:৩১
হাসান কালবৈশাখী বলেছেন: 
ঢাকার দুষন সাধারন ধুলোবালি। এতটা ক্ষতিকর কিছু না।
বাংলাদেশের বাতাস দুষিত হয়ে থাকলে এতদিনে সব মরে সাফ হয়ে যেত।
অন্যান্ন দেশের তুলনায় বাংলাদেশে কলকারাখানাও কম। বেশিরভাগই গার্মেন্টস। আর বেশীরভাগ গার্মেন্টস আন্তর্জাতিক ভাবে কম্পায়েন্স সার্টিফাইড। এবং গ্রিন সার্টিফাইড।
হয়তো অনেকের বিশ্বাস হবে না পৃথিবীর সবচে বেশি সংখক গ্রিন সার্টিফাইড কারখানা বাংলাদেশেই।
বাংলাদেশের দুষন সাধারন ধুলোবালি। কম ক্ষতিকর এর প্রমান বাংলাদেশীদের গড় আয়ু খুব দ্রুত বেড়েছে এবং বাড়ছে।
গড় আয়ু বেড়ে ৭৩ বছরের কাছাকাছি। যা গ্লোবাল গড় আয়ুর সমান থেকেও কিছুটা বেশী।
৪| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১২:৪৫
নতুন বলেছেন: @ হাসান ভাই:- ঠিক বলেছেন ঢাকার ধুলোবালি বিএনপির আর বিরোধী দলের মানুষের চলাচলের জন্য রাস্তায় সৃস্ট ধুলাবালী, আয়ামীলীগের ধুলাবালি না।
৫| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১২:৫৮
শিশির খান ১৪ বলেছেন: @ হাসান ভাই আসলেই তো কোথায় বায়ু দূষণ ?কি সুন্দর ফকফকা আকাশ দেখছেন মানুষ সব পাগলা পানি খাইছে মনে হয় ,আপনিই ঠিক কইছেন ভাই প্রার্থনা করি যেনো আপনার গড় আয়ু যাতে আরো বারে।
৬| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: আপনি ঢাকার দুই মেয়রের সাথে দেখা করুণ। সমস্যার কথা খুলে বলুন।
৭| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: থাকুন কিছুদিন ঢাকায়- জানজনট, শব্দ দূষণ, বায়ু দূষণ সবকিছুর সাথে মানিয়ে যাবেন কিছুদিনের মধ্যে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৯
জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: আপনি পারলে আন্দোলন করেন, প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান পল্টনে কিংবা সভা সমাবেশ করেন, কিংবা এগুলা বলতে বলতে মুখের ফেনা বের করে দেন, ঢাকা শহর যেমন আছে তেমনি থাকবে, কিছুই পাল্টাবে না। এদেশের মানুষ যেমন নোংরা, এই রাজধানী শহর টাও নোংরা, যারা রাজনীতি করেন, পার্লামেন্ট এ বসেন তারা খুবই নিচু মানসিকতার মানুষ তাদের রুচিবোধ কিছুই নেই, তারা বিলাস বহুল গাড়িতে আসা যাওয়া করে, তাদের কোনো কিছু আসবে যাবে না।