নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

কি অদ্ভত সপ্ন দেখলাম আমি!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩



আমি আজ খুব অদ্ভদ সপ্ন দেখেছি। সপ্নটি এমন। আমি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন এক ছাত্রাবাসে। ব্যাগ ও মাল সামানা গুছাচ্ছি। কারন আমাদের আজ এই হোস্টেলের শেষ দিন। গতকাল মাষ্টার্স এর শেষ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে বাহির হচ্ছি। আর আমার এই প্রতিষ্ঠানের প্রতি খুব মায়া লাগছে। দেখতে দেথতে চার বছর কেটে গেলো। মনে হচ্ছিলো যেন এক পলকে ভার্সিটি এর জীবন চলে গেলো।

দেশের বাড়ি যাচ্ছি। নিদিষ্ট বাস স্ট্যান্ডে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেলো। এবং কাল বৈশাখী ঝড় এলো। যার কারনে বাড়িতে আম্মু চিন্তা করছে।


ঘুম ভাঙ্গা্র পর কেন যেন মন খারাপ হয়ে আছে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:



সকাল সকাল ঘুম থেকে উঠবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

নাহল তরকারি বলেছেন: আচ্ছা।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অদ্ভত সপ্ন দেখা স্বাস্থের জন্য ভালো। আর বেশী বেশী অদ্ভত সপ্ন স্বপ্ন দেখেন।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কি অদ্ভত সপ্ন দেখলাম আমি!!! < কি অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি!!!

শিরোনামে এমন ভুল করে বসে আছেন, এটা খেয়াল রাখতে হবে। পোস্টটা খুব ছোটো, এই ছোটো পোস্টে এত বানান ভুল গ্রহণযোগ্য না। একটা পোস্ট লেখার পর অন্তত একবার রিভিশন দিলেই এই সামান্য ভুলগুলো চোখে পড়ে ও শোধরানো যায়। পোস্টের ভেতরেও প্রচুর ভুল।

ব্লগে ৭ম শ্রেণির এক ছাত্র ছিল। ভালো লিখতো, গান গাইত। আপনাকে প্রথমে ব্লগে দেখে ভেবেছিলাম আপনি বোধ হয় আরো নীচের ক্লাসের ছাত্র - থ্রি/ফোর বা ফাইভের হবেন। আপনার কন্টেন্ট, পোস্ট দেখে তাই ভাবতাম। পরে দেখি আপনি অনার্স, মাস্টার্স পাশ। মাশা'ল্লাহ। আপনার পোস্টের গুণগত মান যেন ঐ লেভেলের হয়, এটা মনে রাখবেন।

আগে আপনার পোস্টে আসতাম। আপনার কোনো উন্নতি নাই, বরং কন্টেন্টে অনেক বিরক্তি উদ্রেককারী উপাদান থাকে, নিজেকে ইম্প্রুভ করার কোনো উদ্যোগও দেখা যায় না, এজন্য আসা বাদ দিয়েছিলাম। আজ আবার এলাম শেষ অনুরোধ করার জন্য - নিজেকে উন্নত করুন।

শুভ কামনা থাকলো।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৬

শেরজা তপন বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বিজ্ঞ গুরুজন মানুষ- আশা করি উঁনার কথা মনে রাখবেন।
আপনাকে জ্ঞান দিতে আর ভাল্লাগেনা। ভেবে নিচ্ছি এইটাই আপনার স্টাইল- 'ইয়ে বাবু রাও কা স্টাইল হ্যায়' এর মত।


* হিন্দী 'হেরা-ফেরি' ছবির ডায়লগ

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: ছোট একটা লেখা লিখেছেন। অথচ অনেক গুলো বানান ভুল।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

রেজাউল৮৮ বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.