নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
অনেকদিন আগে। বলা যায় মানব সভ্যতার প্রথম দিকে। সে সময় এক মহাপ্রাবন শুরু হয়। দিন রাত বৃষ্টির ফলে বন্য সৃষ্টি হয়। বন্যায় পহাড় পযর্ন্ত তলিয়ে যায়। নৌকায় আহরনকৃত মানুষ ও প্রানীগণ বেচে যায়। এমন একটি ঘটনার বিবরণ সব ধর্মে পাবেন।
মুসলিম ধর্মে নূহ (আঃ) এর এর মাধ্যমে মহাপ্লাবনের ঘটনা ব্যাখা করা হয়েছে। তিনি একটি বড় নৌকা তৈরি করেন। এবং সেই নৌকাতে মানুষ, অন্যান জীব, ও উদ্ভিদ এর বীজ সংরক্ষিত করে রাখেন। ইহুদী আর খ্রিষ্টান ধর্মে আপনি একই ঘটনার বিবরণ পাবেন।
হিন্দু ধর্মে এই মৎস অবতারের মাধমে বিবরণ করা হয়েছে। তা ছাড়া চীনের প্রাচীন উপকথা, মিশরের হাইলোগ্রাফি, গ্রীক রুপকথা, মায়ান সভ্যতা, আইরিশ কিংবদন্তী সব সভ্যতায় এই মহাপ্লাবনের কথা বলা হয়েছে।
আমার একটি ফিল্ম এর কথা মনে পড়ে গেলো। নাম ২০১২। সেখানে পৃথিবীর সব শেষ হয়ে যায়। শেষে কিছু মানুষ বেচে যায়। সেখান থেকে সতুন সভ্যতা শুরু হয়। আমি ২০১২ এই ফিল্মের সাথে নূহ (আঃ) এর মহাপ্লাবন এর ঘটনার লিংক পাচ্ছি। আমি সেই ঘটনায় যাবো না।
আমরা যেভাবে পরিবেশ দূষণ করছি তাতে আমাদের মাঝে যে কোন সময় প্রাকৃতিক দুযোর্গ নেমে আসতে পারে। কল কারথানায় কালো ধুয়ার জন্য বায়ু দূষণ, মেইল ফ্যাক্টরির বজ্য এর কারণে নদী দূষণ হচ্ছে। মেঘনা ব্রীজ হবার আগে ইয়া বড় বড় রূই, কাতলা, কৈ, মাছ পাওয়া যেতো। একদম দেশী মাছ। এখন বাজারে যা মাছ পাওয়া যায় সব চাষ করা।
শীতলক্ষ্যা আর বুড়িগঙ্গার পানি কি পরিমাণ দূষিত সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না।
আসল কথায় আসি। যে কোন সময় আবার মহামারি, মহাপ্লাবণ, বড় ধরণের দুর্যোগ আসতেই পারে। যে ভাবে কার্বণ নির্স্বরণ হচ্ছে এমন দুর্যোগ আসবেই। আমাদের উচিৎ সরকারি ভাবে বীজ, খাদ্য সংরক্ষণ করা।
কিছু দিন আগে তো করোনা ভাইরাস মহামারি আমাদের লন্ড ভন্ড করে দিয়ে গেছে। পরে কোন দুযোর্গ আমাদের ভোগাবে?
১৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪৭
নাহল তরকারি বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ২০১০ মুভিতে শেষে কি হয়েছিলো সেটা কমু না।
২| ১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনাকে আগেও বলেছি খালি পেটে ব্লগ লিখবেন না। কিছু খেয়েদেয়ে তারপরে ব্লগ লিখে পোস্ট করুন। পোস্ট করার আগে একবার বানান চেক করে দেখবেন। আর হে, কিছু খেতে বলেছি বলে হাবিজাবি কিছু খাবেন না, সেগুলি আপনার সহ্য হবে না। আপনি বরং এইট আপ ওয়ান ডাউন পান করে দেখতে পারেন। তাহলে হয়তো মহাপ্রাবণ এর হাত থেকে বেঁচে যেতেও পারেন।
১৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪৮
নাহল তরকারি বলেছেন: আমি মাঝে মাঝে আঞ্চলিক শব্দ দিয়ে বক্য তৈরি করার চেষ্টা করি। সাধু ভাষায় বাক্য রচনা করতে কেমন যেন আনইজি লাগে।
৩| ১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৫
চারাগাছ বলেছেন:
আমি ২০১২ এই ফিল্মের সাথে নূহ (আঃ) এর মহাপ্লাবন এর ঘটনার লিংক পাচ্ছি।
কি লিংক পেলেন জানতে ইচ্ছা হচ্ছে।
১৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪৯
নাহল তরকারি বলেছেন: মাহাপ্লাবন।
৪| ১৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
সোনাগাজী বলেছেন:
এই নিকটাকে কি সৃষ্টি করা হয়েছে এই ধরণের একটা চরিত্র সৃষ্টি করার জন্য?
১৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫০
নাহল তরকারি বলেছেন: আসন্ন দুর্যোগ এর জন্য প্রস্তুতি নেবার জন্য সবাই অনুরোধ করবো।
৫| ১৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপাতত ভূমিকম্প কেমনে ঠেকানো যায় তার উপায় বলুন।
১৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫১
নাহল তরকারি বলেছেন: লোভ কমাতে হবে।
৬| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৩
সোনাগাজী বলেছেন:
আপনি উইনিভার্সিটি শেষ করে হাইস্কুলে ভর্তি হওয়ার কথা ছিলো, উহার কি করলেন?
৭| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: নুহুর ঘটনা টা কাল্পনিক।
৮| ১৯ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৮
স্মৃতিভুক বলেছেন: @সোনাগাজী, "উইনিভার্সিটি " কোন বস্তু? লেখার মান কিংবা বানান ভুল যদি বিচার করি, আপনার আর নাহলের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই।
পার্থক্য শুধু এক জায়গায় - আপনি তৃতীয় শ্রেণীর অর্ধশিক্ষিত চাপাবাজ, আর নাহল অকপটে সবকিছু বলে ফেলে।
এক কাজ করেন, নাহলের সাথে আপনিও হাইস্কুলে ভর্তি হয়ে যান।
চাপাবাজি কইরা আর কতদিন!
৯| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৯
বিটপি বলেছেন: সারা পৃথিবীর মানুষ সারা জীবন চেষ্টা করলেও পৃথিবীর সামান্য ক্ষতিও করতে পারবেনা - অক্সিজেনের পরিমাণ বিন্দুমাত্র কমাতে পারবেনা। সারা পৃথিবীর গাছ যত পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, তার কয়েক গুন করে সামুদ্রিক শৈবালেরা। মানুষ কি পারবে কোনদিন সব সমুদ্রকে শ্যাওলামুক্ত করতে?
তবে হ্যাঁ, মানুষ পরিবেশ নোংরা করতে পারবে? কতটুকু? যতটুকুর মধ্যে তারা থাকে, ততটুকু। বর্তমান পৃথিবীর ভূ ভাগের অর্ধেকেরও কম জায়গায় মানুষ থাকে। এর পাশাপাশি প্লাস্টিক ও পেট্রোলিয়াম জাতীয় বস্তু দিয়ে সমুদ্রকে মাঝে মাঝে কিছুটা নোংরা করছে। কিন্তু তাতে পরিবেশের ক্ষতি সামান্যই হচ্ছে।
১০| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০০
জিকোব্লগ বলেছেন:
আপনিতো সোনাগাজীর চেয়ে ভালো লেখেন। আরো বড় কথা
সোনাগাজী একজন অসৎ লোক ও মিথ্যাবাজ। ২৪ ঘন্টায় উহার
পেশা ২৪ বার পরিবর্তন হয়। কাজেই ব্লগে সোনাগাজী ও উহার
সাগরেদদের কথায় আপনি বিচলিত হবেন না। আপনিই বরং
একটা হাইস্কুল দেন, সেই স্কুলে সোনাগাজী ও উহার সাগরেদের
ভর্তি হতে বলেন।
১১| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: কিছু মানুষ, জীবনে মানুষ হতে পারলো না।
১২| ১৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৩
শাওন আহমাদ বলেছেন: পৃথিবী এই দূষণের প্রতিশোধ অবশ্যই নেবে। হোক সেটা দুইদিন আগে কিংবা পরে।
১৩| ১৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৫
সোনালি কাবিন বলেছেন: উইনিভার্সিটি । যাইহোক , লেখক সাহেব প্লাবন করে নিয়েন।
১৪| ১৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৭
সোনালি কাবিন বলেছেন: আসলে বৃদ্ধ বয়সে অতি উত্তেজনা ক্ষতিকর।
১৫| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৬
চারাগাছ বলেছেন:
লেখক বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ২০১০ মুভিতে শেষে কি হয়েছিলো সেটা কমু না।
ভুল তো ঠিক করেননি। মহাপ্লাবন তো মহাপ্রাবণ হয়েই আছে।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২৫
চারাগাছ বলেছেন:
মহাপ্লাবন বানানটা ভুল আছে।
২০২০ মুভিতে শেষে কি হয়েছিল? প্রলয় থেমেছিল কিভাবে ?