নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

মানুষের কিছু স্বভাব।

২০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২২



০১। উপকার করলে স্বীকার করতে চায় না।
০২। অন্যেকে ছোট করার চেষ্টা করে।
০৩। ৯৯ টা উপকার করলে; ১ টা ভুল করলে, সেই ১ টা ভুলের শাস্তি দিবে।
০৪। সব সময় আপনার অক্ষমতা নিয়ে খোচা দিবে।
০৫। অন্যের সমালোচনা করতে ভালোবাসে।
০৬। সামর্থ্য থাকার পরেও উপকার করতে চায় না।
০৭। উপকার করলে, খোটা দিয়ে থাকে।

একটি কুকুর কে একটা বিস্কুট খাওয়ালে আজীবন মনে রাখে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: এসব পয়েন্ট গুলো সবার ক্ষেত্রে খাটে না।

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

নাহল তরকারি বলেছেন: কি আর বলবো দু:খের কথা।

২| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: নিজ নামে এসে লিখুন, আপনি ভাল ব্লগ লিখতে পারবেন।

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

নাহল তরকারি বলেছেন: না ভাই। প্রকাশ্যে আসতে ভয় লাগে।

৩| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনি স্কুলে ভর্তি হয়ে যান, কিংবা সরকারী চাকুরী খুঁজুন।

৪| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ১০:২৬

এম ডি মুসা বলেছেন: সঠিক কথা

৫| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৭

দারাশিকো বলেছেন: আর বইলেন না। একবার একটা কুত্তাকে বিস্কুট খাওয়াইছিলাম। এরপর এই কুত্তাকে এড়ানোর জন্য রাস্তা পাল্টাইতে বাধ্য হইছিলাম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.