নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
একটি মা। পিতা হারা সন্তান কে মানুষ করতে অনেক কষ্ট। কামলা খেটে, মাটি কেটে, বিল্ডিং তৈরির কাজ করে, মাইন্সের বাসায় কাজ করে দিনে দুই একশ টাকা কামায়। সেই টাকা দিয়ে সন্তান কে লেখা পড়া করায়। ছেলে টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মাষ্টার্স পাশ করে। বড় চাকরি করে। বড় লোক মেয়েকে বিয়ে করে।
বউ এসে তো এই ক্ষেত মার্কা শ্বাশুড়ি কে পছন্দ করে না। শ্বাশুড়ি এভাবে চলে কেন? এভাবে গ্রাম্য ভাষায় কথা বলে কেন, ইত্যাদি ইত্যাদি। বউ শ্বাশুড়ির সাথে বাজে ব্যাবহার করে। কোন খেয়াল রাখে না। ঠিক মত খেতে দেয়। ছেলেও এসবের কোন প্রতিবাদ করে না।
শেষ পর্যন্ত মা কে বৃদ্ধশ্রমে রেখে আসে। তাহলে এই বৃদ্ধ মহিলার এই ছেলেকে মাষ্টার্স পাশ করিয়ে কি লাভ হলো?
২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৩৯
নাহল তরকারি বলেছেন: জানি না।
২| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৫৮
সোনাগাজী বলেছেন:
ছেলে পড়ুক, চাকুরী করুক, বিয়ে না করুক; শুধু মাঝে মাঝে ভ্যালেন্টাইনডে পালন করুক।
২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০২
নাহল তরকারি বলেছেন: করুক।
৩| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১২
রাসেল বলেছেন: গাজী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এটা কি সমাজের প্রতি আপনার উপদেশ। এখন ভাবুন, আপনি কতটা দায়িত্বশীল মানুষ? আমাদের কি আপনাকে সম্মান করা উচিত? এটা আমার কাছে হাস্যকর যে, এখন আপনি আমার ব্লগ ইতিহাস অনুসন্ধান শুরু করবেন.
২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৩
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৪| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৫
বিটপি বলেছেন: বৃদ্ধাশ্রম রিলেটেড যত কাহিনী শুনি - সবই কমবেশি এরকমই।
মা যখন ছেলেকে মানুষ করেছে, কোন কিছু ভেবে করেনি। ছেলে আছে, তাই তার জন্য কষ্ট করতে হয়েছে। মা হিসেবে তার ব্যর্থতা হল ছেলেকে বড় মানুষ করেছে, কিন্তু ভালো মানুষ করতে পারেনি।
২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৩
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৫| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: বৃদ্ধশ্রম করাটা ঠিক হয়নি
তার চেয়ে ছেলে, ছেলের বউ কে বুঝানোর বিদ্যালয় করতো
কোন আইন তৈরি করতো
সেটাই ভাল হতো;
২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৬| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: আহারে।
২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০০
নাহল তরকারি বলেছেন: মাইন্সের অনেক কষ্ট, ভাই।
৭| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৭
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: নচিকেতার বৃদ্ধাশ্রম গানের কথা মনে পড়ে গেলো।
৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৬
নাহল তরকারি বলেছেন: জ্বি।
৮| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৮
কামাল১৮ বলেছেন: উন্নত দেশঃ শাশুড়ি;আমার বৌ কতো ভালো,আমার চুল কেটেদেয় ১০% ডিসকাউন্টে ।
ভারতিয় উপমাহাদেশঃশাশুড়ি; বৌ কতবড় দজ্জাল ,আগুনের মতো গরম পানি আনছে আমার পা ধোয়াতে।
৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৬
নাহল তরকারি বলেছেন: বিদেশ বলে কথা।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৩৭
কামাল১৮ বলেছেন: বৃদ্ধাশ্রমের খরচ কে দেয়।