নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
২০১৯ সালের শেষে, বা ২০২০ সালের শুরুর দিকে। আমি একজনের সাথে দেখা করিতে ঢাকা যাই। গুলিস্থান হয়ে উত্তরা গেলাম। উত্তরা থেকে গুলিস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম ১১ টা ৩০। বড়জোর ১২ টা। ১২ থেকে বাড্ডা আসতে ৫ টা বাজছে। আর গুলিস্থান পৌছাতে রাত ১২টা পাড় হয়ে গিয়েছিলো। আর ভবেরচর বাস স্ট্যান্ড, গজারিয়া, মুন্সীগঞ্জ আসতে রাত ২টা বেজেছিলো।
ঐ দিন খুব জ্যাম ছিলো। কিসের জন্য জ্যাম ছিলো, জানি না। ট্রাফিক পুলিশ জ্যাম নিরসনে হয়তো আপ্রাণ চেষ্টা করছিলো। কিন্তু সেদিন তাদের সকল প্রচেষ্টা বৃথা গিয়েছিলো। জ্যামে বসে বসে আমি জ্যামের কারন অনুসন্ধন করছিলাম। পাবলিক বাস থেকে প্রাইবেট কার বেশী ছিলো। ৪০ টা প্রাইবেট কার আর একটি বাস। এই অনুপাতে সেদিন বাস ছিলো।
প্রাইবেট কারের উপর আরো ট্যাক্স বসানো উচিত। শুধু মুরব্বি, গর্ববতী মহিলা, এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ছাড়া কেউ প্রাইবেট কার ব্যাবহার করতে পারবে না। রোগী হলে অন্য হিসাব। আর সব রুটে দোতালা বাস দেওয়া উচিত। রাস্তা চওড়া করা উচিত। মিনিমাম ৬ ল্যানের রাস্তা তো লাগবেই। কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর রেল স্টেশন পযর্ন্ত নিয়মিত লোকাল ট্রেন নামানো উচিত। এবং এই ট্রেন গুলো বিমানবন্ধর, সেনা নিবাস, তেজগাওঁ সহ আরো ঢাকার ভিতরে যেখানে যেখানে ট্রেন স্টেশন আছে সব স্থানে লোকাল ট্রেন থামানো উচিত। কিশোরগঞ্জ টু ঢাকা, টাঙ্গাইল টু ঢাকা. গাজীপুর টু ঢাকা, দাউদকান্দি ব্রীজ টু ঢাকা, মুন্সিগঞ্জ টু ঢাকা, পদ্মা ব্রীজ টু ঢাকা, নারায়ণগঞ্জ টু ঢাকা, মানিকগঞ্জ ঠু ঢাকা মেট্রোরেল ব্যাবস্থা করিতে হবে; যাতে ঢাকাতে চাপ কম পড়ে। ইত্যাদি হাবিজাবি চিন্তা আমার মাথায় আসছিলো।
যাই হউক। টাটা। পিছনের যানবাহনের যাত্রীরা জানতেই পারবে না, কেন জ্যাম লেগেছে।
৩১ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৩
নাহল তরকারি বলেছেন: হায় হায়। এসব কি বলছেন? আপনি কি প্যারালার ওয়ার্ল্ড এর লোক?
২| ৩১ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৭
সোনাগাজী বলেছেন:
আমি প্যারালার ওয়ার্ল্ড 'এর প্রেসিডেন্ট! আপনাকে গজারিয়ার প্রেসিডেন্ট বানায়ে দিলাম। নানী কেমন আছেন?
০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০২
নাহল তরকারি বলেছেন: আলহামদুলিল্লা। সবাই ভালো আছেন।
৩| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবা! এতো জ্যাম? আমি তো সামনের অক্টোবরে প্লান করেছি ঢাকা যাবো। আচ্ছা এমন জ্যাম কি কদাচিৎ ঘটে নাকি প্রায়ই হয়?
০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫
নাহল তরকারি বলেছেন: এটা সম্ভবত, ২০১৯ এর শেষের দিকে বা ২০২০ সালের জানুয়ারি মাসে হবে। এখন কি খবর জানি না।
৪| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: জ্যাম মানে উন্নয়ন।
০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫
নাহল তরকারি বলেছেন: হতে পারে। জানি না।
৫| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:০৫
জ্যাক স্মিথ বলেছেন: আপনি যেদিন ঢাকা এসেছিলেন সেদিন ঢাকায় হাটবার ছিল তাই এত জ্যাম ছিল।
০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
নাহল তরকারি বলেছেন: সে সময় কুরবানী ঈদ ছিলো না যে, কুরবানীর পশুর হাট বসবে।
৬| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:০১
জ্যাক স্মিথ বলেছেন: আমি ওটা নিছক মজা করেই বলেছি, আসলে ঢাকায় প্রতিদিনই হাটবার।
জনৈক ব্যক্তি জীবনে প্রথম ঢাকায় এসে ঢাকার মানুষজন আর জ্যাম দেখে বিরক্ত হয়ে বললো "ধ্যত্তেরি আমি আজ ঢাকা আসলাম আর আজকেই কিনা ঢাকায় হাটবার"
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪
নাহল তরকারি বলেছেন: ও। আচ্ছা।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪৭
সোনাগাজী বলেছেন:
আপনি তো গজারিয়ায় থাকার কথা, ঢাকায় গেছেন কেন? ঢাকায় যাবার ভিসা আছে?