নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স এর নাম্বার গুলো এক রমক রাখা যায় কি?

০৩ রা জুলাই, ২০২৩ সকাল ৮:০৭



২০০৭ সালের কথা। তত্ত্বাবাধায়ক সরকার আসলো। উনি জাতীয় পরিচয় পত্র এর প্রথা চালু করলেন। সে সময় জাতীয় পরিচয় পত্রের নাম্বার ছিলো ১৩ ডিজিট এর। আমারা যখন ভোটা হই ২০১৪ সালে তখন এর ডিজিট এর সংখ্যা হয় ১৭ সংখ্যার। এখন জাতীয় পরিচয় পত্রের ডিজিট সংখ্যা ১০ সংখ্যার। পরে হয়তো ১২ সংখ্যার করে দিতে পরে। ঠিক নাই।

পসপোর্ট ও ড্রাইবিং লাইসেন্স এর ক্ষেত্রে যতবার রিনুউ করবেন ততবার পাসপোর্ট ও ড্রাইবিং লাইসেন্স এ নতুন নতুন ডিজিট বসাইয়া দেয়। মনে করেন আমার পুরাতন পাসপোর্ট এর নাম্বর BP 123। রিনিউ করার পর পাসপোর্ট নাম্বার হয়ে গেছে SX 24।

আমার জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট ও ড্রাইবিং লাইসেন্স যেহেতু ডিজিটাল ও ইন্টারনেট বেইস হয়ে গেছে সেহেতু এসব আইডিন্টিফিকেশন নাম্বার গুলোর নাম্বার একই রকম রাখা দরকার।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: হুম , খুব জোরালো সমর্থন দেই আপনার প্রস্তাবে ।

০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৫৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ, আমার সাথে এক মত করার জন্য।

২| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমন্বয়হীনতা আমাদের জাতীয় সমস্যা।

০৩ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:০০

নাহল তরকারি বলেছেন: ঠিক বলছেন। এই সব কিছু অনলাইন বেইস হওয়ার পরেও সমন্বয়হীনতার রয়েছে।

৩| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: শিরোনামে বানান ভুল আছে।

০৩ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:০৬

নাহল তরকারি বলেছেন: বানান সংশোধন করা হলো।

৪| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১:৪৭

নতুন বলেছেন: ১টা নম্বর থাকলে অবশ্যই ভালো হয়।

ভালো চিন্তা ।

০৩ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:০৭

নাহল তরকারি বলেছেন: জন্মনিবন্ধন। জাতীয় পরিচয় পত্র। সব শেষে মৃত্যু নিবন্ধন। সব গুলোর ডিজিট এক রকম থাকলে ভালো হয়।

৫| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ২:২১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি আপনার সাথে একমত।

০৩ রা জুলাই, ২০২৩ রাত ৯:৪৫

নাহল তরকারি বলেছেন: ঠিক।

৬| ০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

আলাপচারী প্রহর বলেছেন: শুনেছি এইরকম একটা পরিকল্পনা আছে সরকারের। (আবার টাকা কামানোর ধান্দা আরকি)
রিয়েল স্মার্ট কার্ড হবে।
৫টি ডাটা ফিল্ড থাকবে তাতে।
১। জন্ম নিবন্ধন নম্বর
২। উপার্জনক্ষম ব্যক্তির টিন নম্বর
৩। ব্যবসা করলে বিন নম্বর
৪। স্বাস্থ্য কার্ড ( এইটাই মূল)
৫। এই ফিল্ডটি ফাঁকা রাখা হবে, ভবিষ্যতে উদ্ভূত কোনো ডাটা রাখা হবে।
প্রজেক্টটি নাকি সেনাবাহিনী চাইছে।

০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ৭:২৪

নাহল তরকারি বলেছেন: মনে করেন। জন্মের সাথে সাথে সে জন্ম নিবন্ধন পেলো। ১৮ বছর হলে জাতীয় পরিচয় পত্রের মত জন্ম নিবন্ধনেও ফ্রিংগার প্রিন্ট দিবে। ফ্রিংগার প্রিন্ট হলে সেই জন্ম নিবন্ধন ভোটার লিস্টে আপলোড হবে। এর ফলে কি হবে? নতুন করে ভোটার আইডি কার্ড করা লাগতাছে না।

৭| ০৩ রা জুলাই, ২০২৩ রাত ৯:৫৯

রিফাত হোসেন বলেছেন: জাতীয় পরিচয় পত্রের নম্বর একটি হওয়া উচিত। জন্মের সাথে সাথে যে পেয়ে থাকে। এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশে দেওয়া হয় না। এটাই জন্ম নিবন্ধন পত্র হিসেবে পরিচিত হবে কথা নাই তবে একে মিশিয়ে না ফেলাই শ্রেয়। এটা দিয়ে জাতীয় পরিচয় পত্র তোলা যাবে বা কার্ড ইস্যু করতে পারবে। এখন বিদেশি কেউ সম্মানসূচক নাগরিকত্ব পেলে এখানে ভোটার কার্ড দিতে পারে। জাতীয় পরিচয় পত্র কার্ড আর ভোটার কার্ড এক নয়। এখানেই বাংলাদেশ গুলিয়ে ফেলেছে। জাতীয় পরিচয় পত্র যদি থাকেই তাহলে আমি অমুককে চিনি, অমুক তমুকের উসিলার কাগজ লাগবে কেন? বলছে smart card কিন্তু ব্যবহার তেমন শক্তিশালী নয়। আজও অনেক প্রয়োজনে ছবির পিছনে স্বাক্ষর লাগে! খুবই উদ্ভট।

০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

নাহল তরকারি বলেছেন: আমার কাছে এটার ও ব্যাবস্থা আছে।

৮| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩১

এইযেদুনিয়া বলেছেন: সহমত জানাই। তবে কে শোনে কার কথা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.