![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমরা ইতিহাসে পড়েছি যে “১৮৪৭ সাল থেকে ১৯৪৭ সাল পযর্ন্ত ব্রিটিশ সরকার আমাদের শাসন করেছেন। তারা আমাদের খুব অত্যাচার করেছেন। সম্পদ লুট করেছে। ইত্যাদি ইত্যাদি।”
তাদের তৈরি করা রেললাইন আজ পযর্ন্ত কোন ক্ষতিগ্রস্থ হয় নি। অধিক তাপে বাকা হয় নি। বন্যার জলে ভাসিয়া যায় নি। কিন্তু বর্তমান সময়ে; স্বাধীন দেশে; প্রযুক্তির উৎকর্ষার যুদে রেল লাইন কিভাবে বেকে গেলো? জাতি জানতে চায়। প্রধনমন্ত্রী তো এই প্রকল্পে কম টাকা খরচ করে নাই!! আমাগো দেশের বুয়েট ছাত্ররা কি মদ, গাজ্ঞা খেয়ে পরীক্ষাতে পাশ করেছে??
একজন মেধাবী ছাত্র কঠিন ভাবে লেখাপড়া করিয়া, এসএসসি ও এইচএসসি তে ৯০% মার্ক পাইলো। ১০০ জন ৯০% মার্ক পাওয়া ছাত্রের মধ্যে আবার ভর্তি পরীক্ষা নেওয়া হয়। তাহলে বুঝেন, কতটুকু মেধাবী হলে একজন ছাত্র বুয়েটে চান্স পায়।
এটা হচ্ছে আমাদের দেশের মেধাবী ছাত্রের কাজের নমুনা।
এমন দেশের বোঝা কে জন্ম দিয়েছেন কোন মা? এমন মানুষ কে গাধা বানিয়েছেন কোন স্কুলের শিক্ষক? আমার দেখতে মনে চায়।
২| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২১
শাহ আজিজ বলেছেন: ভীষণ লজ্জার ব্যাপার । লোহার টেম্পারমেনট ঠিক ছিল না । কিন্তু তা আগে পরীক্ষা করা হয়নি কেন । পাইলিঙ্গের অভাবে মাটি সরে যাচ্ছে নিচ থেকে । কি বিপদ ।
৩| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: সরকার সঠিক ও দক্ষ নয় বলেই আজ দেশের এই অবস্থা।
৪| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনাদের শিল্পী মন কি এতটুকু নাড়া দেয় না? সমান্তরাল দাগ দিয়ে কটা ছবি সম্ভব? কিন্তু দাগ এঁকে বেঁকে গেলেই না সুন্দর ছবি হবে। দাগকে বাঁকতে দিন!
৫| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বাধীন দেশের রেল লাইন স্বাধীনভাবেই বাঁকা হয়ে যায়।
৬| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৫
রুদ্র পাঠক বলেছেন: আমার দেশের রেললাইন, আমি যেভাবে ইচ্ছা সেভাবে বানাবো।
এই নীতিতে বিশ্বাস করি আমরা।
৭| ১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৪
বাকপ্রবাস বলেছেন: রেল লাইন বেকে যাক তবুও হাসিনার বিকল্প নাই বলে এক পাল আছে দেশে
৮| ১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
হাসান জামাল গোলাপ বলেছেন: সকল পাশ দেওয়া প্রকৌশলী সত্যিকারের প্রকৌশলী নন। যেদেশে মসজিদের ইমাম খুন করে, বিচারক ঘুষ খান সেদেশের প্রতি অবিচল দেশপ্রেম আর কয়জনেরই থাকে!
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৮
অক্পটে বলেছেন: অথচ আমরা তো জানি রেললাইন বহে সমান্তরাল।