নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় ঋতু শীতকাল।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৩



আমার কাছে বর্ষাকাল তেমন ভালো লাগে না। এখন ভালো লাগে না। আগেও বর্ষকাল ভালো লাগতো। এখন ভালো লাগে না। জলাবদ্ধতা সৃষ্টি হয়, প্যাক কাদায় রাস্তা নোংরা হয়ে যায়। বৃষ্টির জন্য কাজে বাহিরে যাওয়া যায় না।

গ্রাম এলাকাতে, যখন গাছ পালা ছিলো, গ্রামে যখন মাটির রাস্তা ছিলো তখন বর্ষা কাল ভালো লাগতো। মনে হতো যেন প্রকৃতি গোছল করে পবিত্র হয়েছে। এখন ঢাকা শহরে বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ড্রেনের পানি আর জলাবদ্ধার পানি মিলে মিশে একাকার হয়ে যায়।

আমার কাছে ভালো লাগে শীতকাল।

কুয়াশাছন্ন সকালে, লেবুর রস দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। গ্রামে শীতের সকালে ভাপা পিঠা আর চিতই পিঠা বিক্রি করে। বখেন গ্রামেও এলপি গ্যাস চলে গেছে। আগে দিনে যখন খালারা, নানীরা, দাদীরা মাটির চুলা দিয়ে যথন ভাপা পিঠা আর চিতই পিঠা বানাতো, কি যে মজা লাগতো। আমি কি বলছি এটা হয়তো মুরব্বিরা বুঝবেন।

আবর সকালে খেজুরের রস পাওয়া যেতো। ডিসেম্বরের পরীক্ষা শেষে শীতের ছুটিতে গ্রামে যেতাম। চাচাত্বো ভাইদের সাথে ঘুরতাম। রাতে ভূতের গল্প করতাম। আর নানার বাসায় গেলে নানী পিঠা বানাতো। একবার কোন এর কুরবানী ঈদ শীতকালে হয়েছিলো। মাটির চুলা দিয়ে গরুর গোস্ত এবং চিতই পিঠা রান্না হচ্ছিল। এ ছিলো এক অন্য রকম অনুভূতি। ট্রাক ভাড়া করে, সাউন্ড বক্স এ গান ছাড়লেও এমন আনন্দপূর্ন অনুভূতি আসবে না।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১০

ধুলো মেঘ বলেছেন: এরকম ছবি কোন এ্যাপস দিয়ে বানানো যায়? আমি কিছু ছবি বানানোর জন্য ভালো এ্যাপস খুঁজছি।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

নাহল তরকারি বলেছেন: এই লিংক ট্রাই করে দেখতে পারেন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

জ্যাক স্মিথ বলেছেন: সামনে শীতকাল আসিতেছে ব্যপক মজা হবে নিঃশ্চয়। শীত আমারও প্রিয় ঋতু।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

নাহল তরকারি বলেছেন: শীতে খিচুরী আর গোস্ত খেতে ভালো লাগে।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

জুন বলেছেন: শীতকাল আপনার প্রিয় ঋতু তরকারি :-* আমার কাছে কেন ভালো লাগে না!! আসলে শীত আমি একদম সহ্য করতে পারি না তার উপর ধুলো :-&

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

নাহল তরকারি বলেছেন: গরম কাল ও আমার কাছে ভালো লাগে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: শীত বাংলাদেশে থাকতে ভালো লাগলেও এখন আর লাগে না। নিউ-ইয়র্কের শীত বলতে কি বোঝায় তা আমি জানি আর দেখেছিও। বরফে রাস্তা-ঘাট ২/৩ ফুট ঢেকে থাকতেও দেখেছি, ওগুলো মাড়িয়ে অফিসে বা ইউনিভার্সিটিতে যাওয়া বেশ বিরক্তিকর বিষয় ছিলো। এমনিতেই আমার ঠান্ডাজনিত সমস্যা আছে তার মাঝে এখানকার ঠান্ডা কখনো কখনো প্রাণঘাতীও হয়ে যায়। আমার পছন্দের ঋতু বসন্ত। মাঝে মাঝে ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়ি, ছবি তুলি। বাংলাদেশে ছোটবেলায় বর্ষাকে বেশ উপভোগ করলেও বড় হয়ে আর সেটা উপভোগ্য থাকে নি। ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: আমার কাছে ভালো লাগে শরত কাল।
আগামী মাসের শেষে শরত আসতে শুরু করবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৯

নাহল তরকারি বলেছেন: শরৎ এর ঘ্রাণ খুব সুন্দর।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

শাওন আহমাদ বলেছেন: আমার শরৎ, বর্ষা আর শীতের শুরু ও শেষের দিক বেশী ভালো লাগে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১২

নাহল তরকারি বলেছেন: তাই......।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: এইযে মিয়া এখন পঁচা ভাদরের মধ্যে শীতকালের লোভ দেখিয়েছেন যখন দেন খেজুর রস বা হরেক পিঠা পুলি :)

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪১

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.