নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ইজরাইল ও ফিলিস্তীনি যুদ্ধ: একচোখা মিডিয়া।

১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১২



মানুষ তাই বিশ্বাস করে, যা মিডিয়া সম্প্রচার করে। ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর, ফিলিস্তিনীদের উপর কি পরিমান যে অত্যাচার করেছে, তা বলার বাহিরে। এখানে ফিলিস্তীনিদেরও দোষ আছে। তারা জ্ঞান চর্চা করে নাই। তারা প্রতিরক্ষা বাহিনী কে শক্তিশালী বরে নাই। তারা গোয়েন্দা সংস্থাকে শক্ত করে নাই। ব্যাবসায় অবদান রাখে নাই। যার কারনে তারা এক প্রকার দুর্বল হয়ে গেছে। তাই ইজরাইলী সৈ্ন্য বাহিনী ফিলিস্তীনি তে ঢুকে ধ্বংস সাধন করে, ধর্ষণ করে। এগুলো মিডিয়া কোনদিন প্রচার করে নাই।


ইজরাইলের এই অত্যাচার প্রতিহত করার জন্য মুক্তিকামী ফিলিস্তীনির এক অংশ সংগঠিত হয়। মিডিয়া তাদের জঙ্গী সংগঠন বলিয়া আখ্যা দিয়েছে। কত বড় একচোখা হলে তারা ভিকটিমদের সন্ত্রাসী সংগঠন বলে।

কই? তারা তো রাশিয়ার মাফিয়াদের নিয়ে কিছু বলে না। আফ্রিকার ভিবিন্ন দেশে সামরিক সরকার আর বিদ্রোহী নিয়ে কিছু বলে না। আর যে কোন ঘটনা কে তারা উল্টা ভাবে উপস্থাপন করে।

আর বাংলাদেশের অনেক লোকাল সাংবাদিক আছে। তারা বিভিন্ন লোকদের হুমকি দেয় আর বলে “চাঁদা না দিলে, ইজ্জত নষ্ট করে খবর প্রকাশিত করবো।” ইজ্জত এর ভয়ে তাদের চাহিদা মাফিক টাকা দেয়। আবার অনেক ক্ষেত্রে তারা টাকা খেয়ে অনেক ক্রাইম নিউজ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২১

মহানব্যক্তি বলেছেন: ফিলিস্তানীরা আসলে গ্রীসের লোক ছিল। গ্রীসের ক্রেটা বলে একটা জায়গা থেকে তারা অনেক শতাব্দী আগে এসেছিলো। আগে এরা ইহুদী এবং খৃষ্টান ছিল , আরবরা এদের জোর করে মুসলমান বানিয়ে ছিল।

১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৬

নাহল তরকারি বলেছেন: জোর করে কাউকে ধর্মান্তরিত করার ইতিহাস খ্রিষ্টানদের আছে। মুসলিমদের নাই। তাছাড়া আমার এটা ধর্মীয় পোস্ট না। এটাকে আপনি রাজনৈতিক ভাবে দেখতে পারেন।

২| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৮

মহানব্যক্তি বলেছেন: আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
কুরআন ৯৮ঃ৬

সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট, যারা অস্বীকারকারী হয়েছে অতঃপর আর ঈমান আনেনি।
কোরআন ৮:৫৫

অতএব যারা কাফের হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায্যকারী নেই।
কোরআন ৩-৫৬

যাতে ধবংস করে দেন কোন কোন কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেন-যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়।
কোরআন ৩-১২৭

খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করবো। কারণ, ওরা আল্লাহ্র সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোন সনদ অবতীর্ণ করা হয়নি। আর ওদের ঠিকানা হলো দোযখের আগুন। বস্তুত: জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট।
কোরআন ৩-১৫১

উপরোক্ত আয়াত গুলো অমুসলিমদের ভীত করেছিল। মুসলমানদের উৎসাহিত করেছিলো অমুসলিমদের জোর-জবরদস্তি করতে।

১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৩| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে সাংবাদিকরা গড়ে কি পরিমাণ আয় করেন? আপনার মাষ্টার ডিগ্রি আছে, আপনি সাংবাদিকতার চাকুরী খুঁজুন:

১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

নাহল তরকারি বলেছেন: তারা বাম হাতে কি পরিমান কামায়, তা জানি না।

৪| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৩

অধীতি বলেছেন: আরবদের ভেতর কখনো ঐক্য ছিলনা। হবেও না।

১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

নাহল তরকারি বলেছেন: এর জন্য বেশীর ভাগ ধর্মপ্রচারক মরু এলাকায় হয়েছে।

৫| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৯

সোনাগাজী বলেছেন:



আপনি জাতীয় ইউনিভার্সিতে কত বছর ছিলেন? ক্লাশে যেতে হতো? ছাত্ররা শতকরা কতভাগ ক্লাশে উপস্হিত থাকে?

১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

নাহল তরকারি বলেছেন: জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সরকারি সোনারগাওঁ কলেজ থেকে পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত ২০১৯ সালের পরীক্ষায় স্নাতক পাশ করেছি। ও মাষ্টার্স পাশ করেছি পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২২, সরকারি তোলারাম কলেজ থেকে। করোনার জন্য মাষ্টার্স ক্লাশ পাই নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় তাড়াহুড়া করে পরীক্ষা নিয়েছে।

অনার্স ১ম বর্ষে ভালই ছাত্র ছাত্রী ছিলো। প্রায় ৯৫% ছাত্র ছাত্রী উপস্থিত থাকতো। ২য় বর্ষেও ৭৫% ক্লাশে উপস্থিত থাকতো। ৩য় বর্ষে গড়ে তিন বা চার জন ক্লাশ করতাম। আর চতুর্থ বর্ষে দুইজন ক্লাশ করতাম। বাকিরা সবাই তখন পরীক্ষা দিতে আসতো

৬| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনি কি মনে করেন বাংলাদেশী মিডিয়াও টাকা খেয়ে ইসরাইয়েলের পক্ষে নিউজ করে? সরা জীবন তো মিডিয়ারই দোষ দিয়ে গেলেন, মুসলিম বিশ্বের নিউজ মানুষ খায় না কেন? এসব নিউজ চ্যানেলে সারাদিন ওয়াজ আর অলৌকিক ঘটনা প্রচার করে সে জন্য?





পাকিস্তানের নিউজ চ্যানেলের তো আরও ভয়াবহ অবস্থা, আফগানিস্তানের কথা আর না'ই বললাম।

১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

নাহল তরকারি বলেছেন: আপনার উত্তর গুছিয়ে দিতে হবে।

৭| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪২

জ্যাক স্মিথ বলেছেন: কবর থেকে ভেসে আসলো কান্নার আওয়াজ!

৮| ১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:



আপনি পোষ্ট দিয়ে কোথায় চলে যান? মানুষের প্রশ্ন টশ্ন থাকে না?

১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

নাহল তরকারি বলেছেন: সবগুলো কমেন্ট একসাথে হলে, পরে একসাথে উত্তর দেই।

৯| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে ধর্ম না থাকলে আজকে সাধারন মানুষ গুলো মারা যেত না।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৯

নাহল তরকারি বলেছেন: যাহা ধর্ম, তাহাই সত্য। সত্যের জন্য মানুষ জীবন দিতে চায়। প্রেম ভালোবাসা হচ্ছে আসল ধর্ম। পরের উপকার করা, ঘৃনা না করা, সব স্থানে শান্তি কায়েম করাই ধর্ম। বাকি সব অধর্ম।

১০| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মিডিয়া শক্তের ভক্ত নরমের যম।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪০

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.