নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

এন্ডোয়েট রোবট আমাদের হেল্পিং হতে পারে।

২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪


এন্ডোয়েট রোবট
.
.
.
.

আমার যখন হাত ভাঙ্গার পর আজাইরা সময় কাটাচ্ছিলাম, তখন আমার মাথায় অনেক রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। যেমন: এই কাজটি এভাবে করলে ভালো হয়।

আমার এক হাত ভাঙ্গার পর আমার চলা ফেলায় কিছুটা মন্থরতা আনে। যদি আমার সাহায্যকারী হিসেবে একটি যন্ত্র বা রোবট থাকতো তাহলে আরো ভালো হতো।

আমারে সাহায্য করার পাশাপাশি আমার আম্মুর বেশী হেল্প হতো। বাসায় রান্না, ঘর গোছানো, কাপড় ওয়াশ করা ইত্যাদি করতে পারতো।

এমনকি আমি বৃদ্ধ হলে এই জাতীয় রোবটের চাহিদা আমার আরো বেশী লাগবে।

এমন রোবট যদি আবিষ্কার হতো, তাহলে কতই না ভালো হতো।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



আপনার পা'গুলো ঠিক আছে তো?

২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

নাহল তরকারি বলেছেন: জ্বি।

২| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:


আপনি বাসায় হেলমেট পরে থাকবেন, হাত-পা ভাংলে কোনভাবে রিপেয়ার করা যাবে, মাথা যেন সুরক্ষিত থাকে।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৩

নাহল তরকারি বলেছেন: আমার হাত যেহেতু একবার ভেঙ্গেই গেছে, সেহুতু আমাকে নিয়ে চিন্তা করিয়া লাভ নাই। অন্য লোকের এই বিপদে পড়লে কি করতে পারে, সেটা নিয়ে কিছু বলবেন কি?

৩| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:


অবশ্য বলবো; তার আগে আমাকে বুঝতে হবে, আপনার হাত কি করে ভাাংলো? আপনি কি কঠিন কোন ব্যাপারে পোষ্ট লিখছিলেন?

২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৮

নাহল তরকারি বলেছেন: হোন্ড চালানো শিখতে গিয়ে আমার হাত ভেঙ্গেছে। এখন হাতের প্লাস্টার খুলেছি। কিন্তু ১০০% সুস্থ হই নি।

৪| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৭

বাকপ্রবাস বলেছেন: জাপানিরা ইনকাম করতে করতে আর কিপ্টামি করতে করতে পুতুল এর সাথে সংসার করার উপক্রম। রোবট নিয়ে ছোটরা খেললে ঠিক আছে, বড়টা খেলতে চাইলে বিপদ

২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৯

নাহল তরকারি বলেছেন: বৃদ্ধ বয়সে আমাদের কি হবে একবার চিন্তা করুন। বিশেষ করে আমি। আমি বিয়ে করবো না। বৃদ্ধ বয়সে যখন আমার কোন সন্তান থাকবে না, যখন আমার শরীলে যখন শক্তি থাকবে না তখন আমার কি হবে?

৫| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৫

রেজাউল৬১ বলেছেন: সুন্দর

২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ

৬| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়ুন। তাহলেই ভালো লিখতে পারবেন।

২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.