নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
অনেক সময় আমার কাছে এমন কিছু কয়েন পকেটে থাকে। যা সহজে ব্যাবহার করা যায় না। ব্যাংকে জমা দেওয়ার সময় ক্যাসিয়ারগণ মুখ ভেজার করে থাকে। এই কয়েন গুলো যদি ব্যাংক এর একাউন্টে জমা থাকে, তাহলে খুব ভালো হয়।
কিছু কিছু ব্যাংকে নিয়মই আছে যে ৫০০ টাকার নিচে টাকা জমা ও উত্তোলন করা যায় না। এই সিস্টেমটি ক্যাশলেস সিস্টেম এর বড় বাধা।
বড় নোট, খুচরা নোট, কয়েন সব যা জমা দেই তা সবই যাতে জমা নেয়।
২| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৫
রেজাউল৬১ বলেছেন: সুন্দর
৩| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: হতে পারে।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: পয়সা না নেয়ার বিষয়টি মূলত আইনলঙ্ঘন বলে আমার মনে হয়। সরকার কর্তৃক স্বীকৃত অর্থ ব্যাংক গ্রহণ না করার কোন আইনগত ভিত্তি নেই। আমেরিকার কিছু ব্যাংকে অবশ্য কয়েন জমা নেয়ার আলাদা মেশিন আছে। মেশিনে হাজার হাজার পয়সা ঢেলে দিলেও মেশিন গুনে নিতে পারে। ধন্যবাদ।
ক্যাসিয়ারগণ =< কোষাধ্যক্ষ
ভেজার =< বেজার