নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের উন্নয়ন।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪২



অনেকদিন আগে। তখন আমার মাত্র প্রথম সংসার ভাঙ্গন এর পরের ঘটনা। এর বেশ কিছু দিন পর পদ্মা সেতু উদ্ভোধন করা হয়। তখন আমারও ইচ্ছে ছিলো পদ্মাসেতু পার হবার। সে সময়ে একদিন, একটি কাজে গুলিস্থান থেকে মতিঝিল যাচ্ছি। সকাল বেলা। ফুটফাতে যারা ঘুমাচ্ছিলেন, তারা মাত্র জেগেছেন। আমি তখন চিন্তা করলাম “পদ্মা সেতু, মেট্রো রেল” ইত্যাদি উন্নয়ন হলে তাদের কি উপকার হবে। তারা যদি বসস্থান, খাদ্য ও ইউরোপিয়ান স্টাইলে ফ্রি চিকিৎসা ও কাপড় পেতো, তাহলে তাদের উপকার হতো।

তাহলে পদ্মা সেতু হওয়াতে কাদের উপকার হয়েছে? মনে করেন আলম এর মত লোকদের উপকার হয়েছে। মনে করেন তিনি একজন কাপড় ব্যাবসায়ী। তার বাসা মনে করেন শরিয়তপুরে। তিনি ঢাকা থেকে মাল কিনে শরীয়তপুর এ তার দোকানে বিক্রি করে। আলম এর মত যারা ঢাকা থেকে শরীয়তপুরে মাল বিক্রি করে তাদের জন্য পদ্মাসেতু উপকারে আসবে। বা শফিক তার লেপটপ সার্ভিসিং করার জন্য সকালে শরীয়তপুর থেকে রওনা হলে, কাজ শেষে; বিকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবে।

আমি বর্তমানে মুগদা আছি। আমার লেপটপ সার্ভিসিং করার জন্য আগারগাওঁ কম্পিউটার মার্কেট এ যাওয়ার নিয়্যাত করলাম। মতিঝিল এ গিয়ে মেট্রোরেলে ওঠলাম। সম্ভবত ১০/১২ মিনিটে আগারগাওঁ পৌছি। আধাঘন্টা কাজ শেষে কোন মতে ১০ টা ৫৯ এ আবার মতিঝিল যাবার টিকেট (ঐ কার্ডের নাম মনে নাই) কাটি। পরে নিদিষ্ট সময়ে বাসায় আসি। এখন মেট্রোরেল না থাকলে এই কাজ সম্পন্ন করতে বিকাল হয়ে যেতো। কারন রাস্তায় জ্যাম। এখন এই মেট্রোরেল সার্ভিস যদি সকল ৭টা থেকে রাত ১১ টা পযর্ন্ত থাকতো তাহলে খুব ভালো হতো। সকাল ১১টা, সময় কম হয়ে যায়।

আর মতিঝিল থেকে তেজগাঁও, মহাখালী হয়ে বিমানবন্দর হয়ে উত্তরাতেও মেট্রোরেল লাগবে বলে আমি মনে করি।

এখন কেউ কেউ বলবে “খাইতে ভাত পাই না। এসব হাই বাজেট এর উন্নয়ন দিয়ে কি করমু?” তারা কি নিজেদের সন্তানের জন্য নিজে না খেয়ে টাকা জমায় না? নিজে ভোগ না করে, টাকা জমিয়ে, তাদের জন্য কি সম্পদের পাহাড় বানায় না? লাগলে আমি ঘাস থেয়ে থাকবো। তবুও উন্নয়ন করিয়ে ছাড়বো।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১

করুণাধারা বলেছেন: আমিও মেট্রো রেল দেখে মুগ্ধ!!

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১২

শিশির খান ১৪ বলেছেন: ঠিক বলছেন জাপান সরকারের আর্থিক সহায়তা ও প্রযুক্তি না থাকলে ঢাকার মানুষ এতো সুন্দর মেট্রোরেলে চড়তে পারতো না । জাপান সরকারকে ধন্যবাদ। আপনি যে আজকে ১৫ মিনিটে আইডিবি গেলেন এর জন্য আপনার পক্ষ থেকে আমি জাপান সরকারকে ধন্যবাদ দিলাম।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শিশির খান ১৪ বলেছেন: ঠিক বলছেন। জাপান সরকারের আর্থিক সহায়তা ও প্রযুক্তি না থাকলে ঢাকার মানুষ এত সুন্দর মেট্রোরেলে চড়তে পারত না । জাপান সরকারকে ধন্যবাদ। আপনি যে আজকে ১৫ মিনিটে আইডিবি গেলেন; এর জন্য আপনার পক্ষ থেকে আমি জাপান সরকারকে ধন্যবাদ দিলাম। তাও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেওয়া যাবে না। তাই না?

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫৯

নাহল তরকারি বলেছেন: আমার এই ব্লগটি একটি ধন্যবাদ পত্র।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: যতই ভালো কাজ করুক তবুও কিছু লোক স্বীকার করবে না। চচট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলও অসম্ভব সুন্দর হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৩২

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: আমরা উত্তরাবাসী MRT পাইনি তবে কর্তৃপক্ষের অশেষ কৃপায় BRT এর জন্য অপেক্ষা করছি।

নোটঃ
গাজিপুরবাসী ২০ বছরেও BRT পায়নি, অপেক্ষা করছে আজ অবধি।

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:০১

নাহল তরকারি বলেছেন: স্থানীয় নেতারা যদি নিজেদের সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে না বলে, তাহলে কি উন্নয়ন হবে?

৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: অনেক গুলো ফ্লাইওভার থেকেও মেট্রোরেল মানুষের বেশি উপকারে এসেছে।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

বাকপ্রবাস বলেছেন: বৈশয়িক উন্নয়ন এর সাথে চাল চলন কথাবার্তায়ও যেন উন্নয়ন হয়। আপনাকে না, রাষ্ট্রকে বলছি

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.