নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বারকোড এর পাশাপাশি QR Code রাখার প্রসঙ্গে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০



অনেকদিন পর আজ এই চিপফ খেলাম। সেই ঐতিহ্যবাহী স্বাদ। ফ্লেবারে কোন পার্থক্য নাই। খুব টেস্ট। চিপস খাচ্ছি ও প্যাকেট দেখছি। দেখলাম একটি বারকোড দেয়া। বারকোড যে কি, সেটা আমরা ভালই জানি।



তখন আমার মাথায় একটি খেয়াল আসলো। আমাদের সবার হাতে এন্ডোয়েট ফোন। Bar Code, QR Code ইত্যাদি scan করার জন্য Play Store এ App আছে। এখন যদি এই চিপস সহ সকল পণ্যে Bar Code এর পাশাপাশি যদি QR Code ও থাকতো, তাহলে ভালোহতো। এই QR Code এ পন্যের নাম, কম্পানির নাম, উৎপাদন এর তারিখ, মেয়াদ, পন্যের মূল্য ইত্যাদি লেখা থাকবে। জনগণ QR Code স্ক্যান করলেই মেয়াদ ও দাম দেখতে পারবে।


এই QR Code টি বড় ও স্পষ্ট করে প্রিন্ট করে দিতে হবে, যাতে সকলের নজরে পড়ে।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

বাকপ্রবাস বলেছেন: কিউ আর কোড নেই?

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

নাহল তরকারি বলেছেন: অধিকাংশ পন্যের প্যাকেটে থাকে না।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

সামরিন হক বলেছেন: হুম।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

পবন সরকার বলেছেন: পটেটো চিপসের ১০টাকা দাম না বাড়লেও ওজন কমেছে

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

রিফাত হোসেন বলেছেন: একটি সঠিক পর্যবেক্ষণ তবে এর মধ্যে এখন বেশী হাওয়া পাওয়া যায়। :)

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২০

লেখার খাতা বলেছেন: হুম।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এভাবে পেমেন্ট সিস্টেম থাকলেও ভালো হতো।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৭

মোগল সম্রাট বলেছেন:


চিপস বাচ্চাদের জন্য ক্ষতিকর। এগুলোর কোন সঠিক মান নিয়ন্ত্রণ নেই। পরিহার করা উত্তম।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৫

জ্যাক স্মিথ বলেছেন: বার কোড স্ক্যান করলেও তো ওসব তথ্য পাওয়া যাবার কথা।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

নাহল তরকারি বলেছেন: আমি মোবাইল দিয়ে স্ক্যান করে দেখেছি। আসে না। আপনিও ট্রাই করে দেখতে পারেন।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ সব পণ্যে এভাবে করলে ভালো হতো। তাহলে ঘষামাজা করে মেয়েদের তারিখ পরিবর্তন করা যেত না।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

বিজন রয় বলেছেন: এ দেশ অত আধুনিক?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

নাহল তরকারি বলেছেন: আধুনিক বানাতে হবে।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চিপস একটা কিনতে গিয়ে কিউ আর কোড স্ক্যান করার মত সময় মানুষের আছে?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

নাহল তরকারি বলেছেন: যার মনে চায় সে করবে। যার মনে চায় না/ যার সময় নাই সে করবে না। তবে সিস্টেম রাখা ভালো।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ আমাকে সার্পোট করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.