নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বাচ্চা-বউ পুইড়া গেছে, বের হয়ে কী করব?

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

গত ৫ জানুয়ারি রাতে, ঢাকা জেলার গোপীবাগ এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে। যেখানে আসিফ, তার স্ত্রী নাতাশা জেসমিন ও সন্তান নিয়ে ঢাকা আসছিলেন। হঠাৎ ট্রেনে আগুন ধরে যায়। ট্রেনের আগুনে মারা যান স্ত্রী নাতাশা জেসমিন ও সন্তান। এই শোক সইতে না পেরে স্বামী বলেন ‘বাচ্চা-বউ পুইড়া গেছে, বের হয়ে কী করব’।

‘বাচ্চা-বউ পুইড়া গেছে, বের হয়ে কী করব’ এই কথাটির মধ্যে লুকিয়ে আছে স্ত্রীর প্রতি স্বামীদের ভালোবাসা। এই ভালোবাসার দাম, এই ভালোবাসার মূল্য কি স্ত্রীরা দিতে পারবে? এই ভালোবাসার প্রতিদান কোন স্বামী চায় না।

আসিফের মুখ থেকে বাহির হওয়া ‘বাচ্চা-বউ পুইড়া গেছে, বের হয়ে কী করব’ বাক্যটির মধ্যে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। একজন স্বামী, তার স্ত্রীকে ভালোবাসেন। কোন কারন ছাড়াই ভালোবাসেন। একজন স্বামী তার স্ত্রীকে সহজেই, ভালোবাসা দিয়ে দেন। তাই কোন স্ত্রী তার স্বামীর ভালোবাসার মূল্যায়ন করতে পারে না বা স্বামীর ভালোবাসার দাম দিতে জানে না।

একজন স্বামী তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য কত চেষ্টা করে! কত পরিশ্রম করে। স্ত্রী কে সুখে রাখার জন্য বাহিরে দিন রাত পরিশ্রম করে। মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী ও সন্তানের জন্য টাকা ইনকাম করে। নিজে ভোগ না করে, ১০ টি টাকা হলেও স্ত্রীর জন্য সঞ্চয় করে। “আমি যদি ১০ টাকা খেয়ে ফেলি, স্ত্রী কে কি কিনে দিবো?” এমন চিন্তা সব স্বামীর মাথায় ঘুরপাক খায়।

এমন কষ্ট, কোন স্ত্রী তার স্বামীর জন্য করবে কি?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩

কামাল১৮ বলেছেন: এটা দুর্ঘটনা নয়।নাশকতার প্রমান সহ গ্রেপ্তার করা হয়েছে কয়েক জনকে।বিচারে সব বেরিয়ে আসবে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩১

নাহল তরকারি বলেছেন: সুষ্ঠ তদন্ত করা দরকার।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

নয়ন বড়ুয়া বলেছেন: কয়েকজনকে নাকি গ্রেফতারও করেছে শুনলাম...
কোন এক নেতা জড়িত, সেটাও নাকি স্বীকার করলো দেখলাম। কী হয় কী জানি!

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩১

নাহল তরকারি বলেছেন: সুষ্ঠ তদন্ত করা দরকার।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:২২

শ্রাবণধারা বলেছেন: পোস্টের শেষ প্যারাগ্রাফটি লেখার বিষয়বস্তুর সাথে কী করে সম্পর্কিত?

আপনার আগের পোস্টেও দেখলাম একই ধরনের একটি প্যারাগ্রাফ আপনি যুক্ত করেছেন!!!!

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩২

নাহল তরকারি বলেছেন: আপনি কি নারী নাকি পুরুষ? সেই হিসেবে উত্তর দিবো।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১১

বিজন রয় বলেছেন: শুধু স্বামীরা নয় স্ত্রীরাও স্বামী, সন্তান বা পরিবারের জন্য করে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

নাহল তরকারি বলেছেন: আপনার কথাও ঠিক হতে পারে।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু বিষয়টি নিয়ে অন্য রকম কিছু ঘটেছে। যে ছেলেটি বের হয়নি ট্রেনে পুড়ে মরল সে অবিবাহিত। সে বলছিল পাশে বাচ্চা মারা গেছে যেহেতু সে পুড়ছিল তাই তার কথা জড়িয়ে যাচ্ছিল, অন্যরা চিৎকার চেচামেচিতে ধরে নিয়েছে পোস্টের শিরোনামের কথাগুলো। তাকে বাচাতে অনেকে চেষ্টা করেছে কিন্তু আগুনে জানালার কপাট অর্ধ বন্ধ থাকায় সে চেষ্টা করেও বের হতে পারেনি। এমন নির্মম মৃত্যু যন কারো না হয়। যারা আগুন দিন তারা পশু ধিক শত ধিক।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

নাহল তরকারি বলেছেন: যাই হউক। এমন মৃত্যু কারো কাম্য না।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: এরকম ঘটনা যারা ঘটিয়েছে তারা রাজাকারদের চেয়েও খারাপ। এরা দেশের শত্রু।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.