নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র ও রাজতন্ত্র এর মধ্যকার পার্থক্য।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫




সরকার।

সরকার একটি সামাজিক বা রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে যা একটি দেশ বা অঞ্চলের নির্দেশনা, নিয়ন্ত্রণ, এবং পরিচালনা করে। সরকারের মৌলিক কাজ হ'ল সমাজের শাসন ও ন্যায়নীতি স্থাপন করা, পুরস্কার ও শাসনাধীন অবস্থানের বাস্তবায়িতা বজায় রাখা, আস্থা এবং আত্ম-বিশ্বাস তৈরি করা, সমাজের উন্নতি ও সামাজিক সুরক্ষা সাধন করা, আদালত ও আইন প্রণালী চালানো এবং সরকারী সেবা প্রদান করা।

সরকার সাধারণভাবে একটি অধিকারী সংগঠন, প্রশাসন, এবং সামাজিক বা রাজনৈতিক প্রক্রিয়ার সমষ্টি হিসেবে বোঝা হয়। এটি অধিকারী বা রাজনৈতিক শক্তির মাধ্যমে চালিত হয় এবং মূলত একটি নির্দিষ্ট অঞ্চলের প্রশাসনিক ও নীতি নির্ধারণ করে। সরকারের ভূমিকা বিভিন্ন ধরণের হতে পারে, যেমন মৌলিক সরকার, প্রজন্ম সরকার, মিশ্রিত সরকার, ইত্যাদি।

সরকার এর ধরন নানা রকম হতে পারে। যেমন গনতান্ত্রিক সরকার, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, ম্যালিটারি শাসিত সরকার।

আজকে আলোচনা করবো গনতন্ত্র ও রাজতন্ত্র নিয়ে।

০১। সরকার প্রধান: গনতন্ত্র সরকার ব্যাবস্থায় সরকার প্রধান প্রধানমন্ত্রী হয়। আর রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপ্রধান। আমাদের দেশে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র এর সরকার প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। আর রাজতন্ত্রে রাজা হচ্ছেন সরকার প্রধান।

০২। আইনসভা গঠন: গনতান্ত্রিক সরকারে আইনসভার সদস্য, জনগণের ভোটের মাধ্যামে নির্বাচিত হয়। আর রাজতন্ত্রের রাজা ওয়ারিশ সূত্রে সরকার প্রধান হয়। যুদ্ধের মাধ্যমে জয়ী হয়ে নিদিষ্ট এলাকার রাজা হওয়া যায়।

০৩। মন্ত্রীসভা গঠন: গনতান্ত্রিক শাসন ব্যাবস্থায় আনসভার সদস্য থেকে কিছু সদস্য নিয়ে মন্ত্রীসভা গঠন করা হয়। এরা প্রধনমন্ত্রীর নিকট দায়বদ্ধ। রাজতন্ত্রে মন্ত্রীসভা রাজার ইচ্ছায় নিয়োগ হন। রাজা তাদের পরীক্ষা করে নিয়োগ দিতে পারেন। বা আবেগের বশেও নিয়োগ দিতে পারেন। গনতান্ত্রিক শাসন ব্যাবস্থায় মন্ত্রীরা এক একজন জনপ্রতিনিধি। আর রাজতন্ত্রের মন্ত্রীরা সরকারি কর্মচারী।

০৪। মেয়াদকাল: গনতান্ত্রিক আইন সভার মেয়াদ সংবিধান কতৃক নির্ধারিত। মেয়াদ শেষ হলে নির্বাচন দ্বারা নতুন আইনসভা সৃষ্টি হয়। পুরাতন রাজা মারা গেলে, তার ওয়ারিশদের মধ্যে একজন রাজা হয়। বা বর্তমান রাজা যাকে রাজা ঘোসনা করেন, সে পরবর্তী রাজা হয়। রাজতন্ত্রের আইনসভার কোন মেয়াদ নাই। রাজার ইচ্ছাতেই যাকে খুসি মন্ত্রী সভায় নিয়োগ দেন, যাকে ইচ্ছে মন্ত্রীসভা থেকে বাহির করে দেন।

০৫। উদাহারন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ অনেক দেশে গনতান্ত্রিক সরকার বিদ্যমান। সৌদি আরবে বার্তমানে রাজতন্ত্র রয়েছে। এখানে রাজা সরকার প্রধান। ইংল্যান্ড এর রাজা নামে মাত্র রাজা। সে দেশের সরকার প্রধান হচ্ছে মন্ত্রী। সেখানে সংসদীয় গনতন্ত্র বিদ্যমান রয়েছে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন:

ভাই রাজনীতি বাদ দেন। পুরাই পেইন একটা বিষয়বস্তু। লন গরম গরম চিকেন ফ্রাই খান।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

নাহল তরকারি বলেছেন: চিকেন ফ্রাই খুব মজা।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

নতুন বলেছেন: আপনার জন্য জিঙ্গাসা বাংলাদেশে কোন তন্ত্র চলছে ?

মেয়ে, স্ত্রী দেশের নেতা,,, এর পরে ছেলে/মেয়েরা...

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪

নাহল তরকারি বলেছেন: গনতন্ত্র চলছে। কারন আমাদের আইনসভার সদস্য ভোটের মাধ্যমে চলছে।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:



আপনার পড়ালেখা ( পিলিটিক্যাল সায়েন্সে মাষ্টারস ) শেষ?

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

নাহল তরকারি বলেছেন: জ্বি। আমার মাষ্টার্স শেষ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



টাইপো:

আপনার পড়ালেখা ( *পলিটিক্যাল সায়েন্সে মাষ্টারস ) শেষ?

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭

নাহল তরকারি বলেছেন: জ্বি। আমার লেখাপড়া শেষ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: যারা রাজনীতি বুঝে না, তারাই সুখে আছে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭

নাহল তরকারি বলেছেন: রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯

বিজন রয় বলেছেন: আপনি দেখি সব বিষয়ে জ্ঞান রাখেন।
বাহ! ব্যাপারটি জেনে ভালো লাগলো।

অনেক শুভকামনা রইল।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.