নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

যশোর সীমান্তে বিএসএফ’র গুলিতে বিজিবি সদস্য নিহত। আসুন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করি।

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯




সময় টিভির খবর বাংলাদেশের যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী- বিজিবির এক সদস্য নিহত হয়েছে।

বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।

সংবাদ মাধ্যমে পাঠানো তার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে জানুয়ারি যশোর বিজিবির ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন। খবরের লিংক। আমরা ভারত কে উপহার হিসেবে ইলিশ মাছ দেই। আর বন্ধু রাষ্ট্র দেয় লাশ। কত বড় সাহস, আমাদের বিজিবি সদস্যদের গুলি করে। ভারত, তুমি ভুল করেছো। ক্ষমতা থাকলে এই লাশে প্রাণ দিয়ে দেখাও।

আমরা সোস্যাল মিডিয়াতে ট্রন্সজেন্ডার নিয়ে ভাইরাল। যার কারনে এই খবরটি চাপ পড়ে যায়। অতছ আমাদের দরকার ছিলো এই বিষয়ে কথা বলার। আমাদের উচিত ছিলো এই ঘটনার তীব্র প্রতিবার করার। আমি ছাড়া কি আর কোন বাপ কা বেডা আছে যারা এই ঘটনার প্রতিবাদ করার।

আমার খুব রাগ উঠতাছে। কেন তারা গুলি করে আমাদের জনগণ কে মারলো? এই ভারত, পারলে এই জীবন ফেরত দে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

কথামৃত বলেছেন: ভারত খুবই হিংসা পরায়ণ রাস্ট্র। প্রতিবেশি কারো সাথে তাদের সম্পর্ক ভালো না। এমন কি সমুদ্র প্রতিবেশি মালদ্বীপের সাথেও জামেলা শুরু হইছে

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি ভবের চরে থাকেন; বর্ডারের আশে পাশে যাইয়েন না। প্রতিবাদ করার জন্য কি কি করার ইচ্ছা আছে আপনার?

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

নাহল তরকারি বলেছেন: আমি মন্ত্রী হলে ওদের রাষ্ট্রদূত কে ডাকতাম।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

আলামিন১০৪ বলেছেন: পরতিবাদ করলে গুম হয়া যাবেন মশাই..

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

নাহল তরকারি বলেছেন: আপনি কি RAW এর এজেন্ট? গুম হলে হবো। বিলাই এর মাইর খাওয়ার চেয়ে সিংহের মত গর্জন করে মরা ভালো। আপনি কি ভারতীয়?

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:


সংবাদ শুনলাম; মনে হয়, সে বেঠিক কিছু একটা করেছে।

আপনি মিডিয়ার সংবাদ শুনে, বুঝে, অতপর লেখেন।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

নাহল তরকারি বলেছেন: কে বেঠিক কাজ করেছে? আমাদের শহীদ ভাই। নাকি ওদের বিএসএফ?

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এ আর নতুন কী?

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮

নাহল তরকারি বলেছেন: প্রতিবাদ না করতে করতে পার পেয়ে গেছে।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশ ১৯৭১ সালে যে রূপ ভারত কে পেয়েছে বর্তমান তেমন নেই কারণ সেই সময়ের ইনদিরা গান্দি আর বর্তমান ক্ষমতাসীন দল এক নয়! এই দল নিজেরা নিজেদের প্রতি সততা বিশ্বাস করে না যা যদি করতে ! মসজিদ ভেঙে মন্দির গড়ে কিছু পেতো না, ইসলাম অন্য ধর্মে মন্দির ভাঙে না, ভারত বর্ষ অনেক মুঘল সুলতান আমলে মন্দির তৈরি করেছে বর্তমান সেই , খাঁটি মানুষ নেই সততার! ভারত এসব করে কি বুঝাতে চায়! ওই দেশ এক সময় পৃথিবীর কাছে বাজে হবে। কিছুদিন আগেও বারাক ওবামা ভারতকে সতর্ক করছে

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

নাহল তরকারি বলেছেন: ভারত এখন হিন্দু সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে মেনে হয়।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

হাসান মাহবুব বলেছেন: আসুন।

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

কামাল১৮ বলেছেন: সুষ্ঠু তদন্ত করে সিধান্ত নিতে হবে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

Meghna বলেছেন: বাংলাদেশ খুবই হিংসা পরায়ণ রাস্ট্র। ভারত, মায়ানমার প্রতিবেশি কারো সাথে তাদের সম্পর্ক ভালো না

ইসলাম অন্য ধর্মে মন্দির ভাঙে না--- ভাবের ঘরে আর কত চুরি করবেন। ইসলামের নীতিই হলো অন্যের ধর্ম/ধর্মস্থান নষ্ট করা। মুঘল সুলতানরা তাই করছে। একটু ইতিহাস কে মানতে শেখেন।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

নাহল তরকারি বলেছেন: আপনি মনে হয় ভারতীয়। আপনাদের বিএসএফ আমাদের বর্ডারে নির্বিচার হত্যা করে। আমাদের সীমান্ত রক্ষী বাহীনি আপনাদের উপর কয়বার হামলা করেছে। তাছাড়া এই ব্লগ কোন ধর্মীয় ব্লগ না। এইটা বিএসএফ এর অপকর্ম বিরুদ্ধে ব্লগ। আপনি যে কমেন্ট করেছেন সেটা ধর্মীয় ও রাজনৈতিক কমেন্ট। এটার উত্তর ও আমার কাছে আছে। ১৯১১ সালের বঙ্গভঙ্গ এর বিরুদ্ধে হিন্দু জমিদার এর বঙ্গভঙ্গের বিপক্ষে থাকাই প্রমান করে যে হিন্দুরা মুসলিমদের পছন্দ করে না। ইসলাম কোন সময় পরের ধর্ম নিয়ে মাথা ঘামায় না। পরের ধর্মের উপাসনালয়, অন্য ধর্মগ্রন্থ পুরায় না।

১০| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আফসোস।

২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯

নাহল তরকারি বলেছেন: হ ভা্ই।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ব্লগে আর ফেসবুকে প্রতিবাদ করে কোন লাভ নেই ।
পারলে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন ।
একটা ব্যানার পিছনে ঝুলিয়ে একটা মাইক নিয়ে দাঁড়িয়ে যান।
বক্তব্য দিতে থাকুন।
সেটা অন্তত মানুষ জানবে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

নাহল তরকারি বলেছেন: ব্লগ আর ফেসবুকে আমি তো লেখি। আপনাকে তো এই ব্যাপারে কিছু লেখতে দেখলাম না।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪২

আঁধারের যুবরাজ বলেছেন: @Meghna বলেছেন: বাংলাদেশ খুবই হিংসা পরায়ণ রাস্ট্র। ভারত, মায়ানমার প্রতিবেশি কারো সাথে তাদের সম্পর্ক ভালো না

-আপনাদের দেশ তো "ভালো " , আপনাদের সাথে কোন প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো ?

@সোনাগাজী বলেছেন:সংবাদ শুনলাম; মনে হয়, সে বেঠিক কিছু একটা করেছে।

-যদিও ধরেও নেই যে "বেঠিক " কিছু করেছে , তাই বলে গুলি করে মেরে ফেলবে ? বিনা যুদ্ধকালীন সময় ছাড়া ,সবচাইতে বেশি মানুষ মারা যায় ভারত বাংলাদেশ সীমান্তে। শুধু বাংলাদেশের মানুষই মারা যায় এই ক্ষেত্রে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০২

আঁধারের যুবরাজ বলেছেন: @ প্রতিবাদ সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে আসা উচিত ছিল। ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এই বিষয় নিয়ে বলা উচিত ছিল। ভারতের বিষয়ে ,এই সরকারের মেরুদন্ড মোমের মতো।

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭

নূর আলম হিরণ বলেছেন: সীমান্ত হত্যা পর্যায়ক্রমে কমেছে নাকি বেড়েছে?

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩

নাহল তরকারি বলেছেন: সীমান্ত হত্যা বেড়েছে।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

আলামিন১০৪ বলেছেন: না ভাই আমি ভারতীয় না। চলেন, ভারত আক্রমণ করি

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪

নাহল তরকারি বলেছেন: আপনার কথায় ভারতের সাথে যুদ্ধ করবো কেন? যুদ্ধের আদেশ শুধু রাষ্ট্রপতি দিতে পারেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করেন। সেটাই চলবে।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যারা দুই নম্বর কাজের সাথে যুক্ত থাকবে, চোরাচালানের সাথে যুক্ত থাকবে, অবৈধভাবে মানুষ পারাপারের সাথে যুক্ত থাকবে সর্বোপরি বেআইনি কাজের সাথে যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে মাঝে মাঝে দুই একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮

নাহল তরকারি বলেছেন: যারা দুই নম্বর কাজের সাথে যুক্ত থাকবে, চোরাচালানের সাথে যুক্ত থাকবে, অবৈধভাবে মানুষ পারাপারের সাথে যুক্ত থাকবে সর্বোপরি বেআইনি কাজের সাথে যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে মাঝে মাঝে দুই একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে।

০১। আপনি কি কোন সময় দেখেছেন, বিজিবির গুলিতে ভারতীয় নিহত? বিএসএফ এর গুলি তে শুধু সাধারন বাংলাদেশী মরে কেন? কারন বিএসএফ আমাদের সস্তা মনে করে। তাই তারা সীমান্তে হত্যা করে থাকে। ঐ দিন বেশী দূরে না, একদিন ভারতীয় বিএসএফ বাংলাদেশে ঢুকে ডাকাতি, লুন্ঠন, ধর্ষন করে চলে যাবে। আপনি কিছু বলতে পারবেন না।

০২। কোনদিন কি শুনেছেন, ভারতীয়দের গুলি পাকিস্তানী সীমান্ত বাহিনী মারা গেছে?

১৭| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় বিভিন্ন দেশের সীমান্ত পার হওয়ার সময় অনেক বাংলাদেশী এভাবে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যায় ।
এটা কি আপনার জানা আছে?

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

নাহল তরকারি বলেছেন: অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় বিভিন্ন দেশের সীমান্ত পার হওয়ার সময় অনেক বাংলাদেশী এভাবে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যায় । এমন খবর আগে শুনি নি। খবরের লিংক দিন।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

আঁধারের যুবরাজ বলেছেন: @মোহাম্মদ সাজ্জাদ হোসেন চোরাকারবারি দুই দেশের লোক জড়িত থাকে। ভারতের চোরাকারবারি গুলি খেয়ে মারা যাবার কোনো খবর কি পেয়েছেন ? অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় কোন দেশে শুনেছেন গুলি করে মেরে ফেলেছে ?

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: বর্ডার এলাকায় কিছু নিয়ম আছে।
সেই নিয়ম না মানলে শাস্তি পেতেই হবে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

নাহল তরকারি বলেছেন: বিএসএফ কোন ভুল করলে, বিজিবি কি শাস্তি দিতে পারে? বিএসএফ তো ঠিকই গায়ের জোরে বর্ডারে গুলাগুরি করে। ভারতের সীমান্তরক্ষী তো পাকিস্তান সীমান্তে তো কোন গুলাগুলি করতে পারে না।

২০| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

বাউন্ডেলে বলেছেন: সাম্রাজ্যবাদী সম্পদ-নারীলোভী “মোগল-তুর্কিরা” নিরিহ মুষলমানদের জিহাদী জজবা দেখিয়ে ইসলামের নামে এশিয়া-ইউরোপে বহু কুকর্ম করেছে। যার খেসারত বর্ত মান মুষলমানদের দিতে হচ্ছে।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

নাহল তরকারি বলেছেন: সাম্রাজ্যবাদী মনোভাব সব রাজাদের মধ্যেই আছে।

২১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: বিএসএফ কোন ভুল করলে, বিজিবি কি শাস্তি দিতে পারে? বিএসএফ তো ঠিকই গায়ের জোরে বর্ডারে গুলাগুরি করে। ভারতের সীমান্তরক্ষী তো পাকিস্তান সীমান্তে তো কোন গুলাগুলি করতে পারে না।

পৃথিবীতে সবচেয়ে খারাপ বর্ডার গার্ড হচ্ছে পাকিস্তানের। এদের ইতিহাস খুব খারাপ। এরা বছরে কত গুলো ধর্ষন করে জানেন?
ভারতের বর্ডার গার্ড, নিয়মের বাইরে কিছু করে না।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

নাহল তরকারি বলেছেন: বিএসএফ কোন ভুল করলে, বিজিবি কি শাস্তি দিতে পারে? বিএসএফ তো ঠিকই গায়ের জোরে বর্ডারে গুলাগুরি করে। ভারতের সীমান্তরক্ষী তো পাকিস্তান সীমান্তে তো কোন গুলাগুলি করতে পারে না। যাক। এক বিষয়ে আপনি এক মত হলেন যে ওরা জোর করে সব করে। তবে ফেলানী হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রেখেছে। এটা কোন আইনে ছিলো। ধরলাম ওরা চোরা চালানের সাথে জরিতদের গুলি করে। তবে শুধু আমাদের দেশের চোরদের কেন গুলি করে? ওদের দেশের চোরদের কেন গুলি করে না।

আপনি পাকিস্তান বর্ডার গার্ডদের বিরুদ্ধে যা বলেছেন সেটা ব্যাপারে আমি খোজ খবর নিবো। তবে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী কঠিন বলেই হয়তো ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ওদের ভয় পায়। আমাদের বর্ডার গার্ড যদি আরো কঠোর হতো, তাহলে ভারতীয় সীমান্ত রক্ষীরা এত সাহস পেতো না।

২২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন:ভারতের সীমান্তরক্ষী তো পাকিস্তান সীমান্তে তো কোন গুলাগুলি করতে পারে না।

- প্রতিবেশী কোনো দেশের সীমান্তেই ভারত হত্যা করে না , শুধু বাংলাদেশ ছাড়া।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আমি যদি ভুল না হই চল্লিশ শতাংশ জনগণের ভোটে পেয়ে শেখ হাসিনা এবার নির্বাচিত হয়েছেন। তাহলে সংখ্যাগরিষ্ঠ ষাট শতাংশ মানুষের সমর্থন উনি পাননি। একজন প্রধানমন্ত্রী দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন না পেয়েও যদি ক্ষমতায় আসতে পারেন তার বিরুদ্ধে আপনাদের কিছু করার নেই? আমার ক্ষুদ্র জ্ঞানে এই বৃহৎ সংখ্যক মানুষের ঘুম ভাঙলে দেশে ন্যায়াধিকার প্রতিষ্ঠা পাবে।আর তা না হবা পর্যন্ত জীবন দিয়ে বনদুত্বের মূল্য চুকিয়ে যেতে হবে।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ তো স্বাধীনতার সপক্ষের শক্তি। ওদের বিরুদ্ধে যারা কথা বলে ওরা রাজাকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.