নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
সংসারে যখন অশান্তি আসে, তখন দোষটা কার?
সুরভী একজন সুন্দর মেয়ে। তাহার চেহেরা ও শারীরিক গঠন আর সাদা চামড়া যে কোন পুরুষের মন কাড়ে। বাপ তাকে একজন বড়লোক ছেলের কাছে বিয়ে দিয়েছেন। ছেলে বিশাল বড়লোক। অনেক গাড়ি, বড় বাড়ি, বাড়িতে চাকর। এক কথায় কোন কিছুর অভাব নাই। সমস্যা হচ্ছে ছেলে দেখতে কুৎসিত। অতছ মেয়ে চেয়েছলো একজন সুপুরুষ যে দেখতে সুন্দর, হ্যানসাম বয়। বলতে পারেন সালমান খান এর ডুপলিকেট। স্বামী মনের মত না পাওয়ায় স্ত্রী স্বামী কে পত্তা দিতো না। স্ত্রী স্বামী কে কোন রকম সম্মান ভালোবাসা দিতো না। স্ত্রী কর্তৃক অবহেলা পেয়ে, হতাশা মনে মনে একটি নারীকে কল্পনা করে, যে তার সব দুঃখ কষ্ট দূর করবে। তাকে ভালোবাসবে। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
সোসাল মিডিয়তে দেখি “স্বামীর অবহেলায়, স্ত্রী পরকীয়া করে।” আসলেই কি তাই? একটি বিবাহিত ছেলে যদি অন্য মেয়ের দিকে ভালোবাসা ও অতৃপ্ত সুখের বাসনা থেকে তাকায়, সেখানে কি স্ত্রীর অবহেলা আছে? আমি বলতে চাচ্ছি যে শুধু স্বামীর অবহেলায় স্ত্রী পরকীয়া করে? স্ত্রী এর অবহেলায় স্বামী পরকীয়া করে না? আজ বেশি কিছু লিখলাম না।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩
নতুন বলেছেন: মানুষ পরিবারে স্বামী বা স্ত্রীর কাছ থেকে মানুষিক এবং শারিরিক ভালোবাসা পেলে বাইরে পরকিয়া করতে যাবে না।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩
করুণাধারা বলেছেন: সুরভী নামটা শুনে পরিচিত মনে হচ্ছে। আচ্ছা ওনার স্বামী কি সামুতে ব্লগিং করেন?
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫
ধুলো মেঘ বলেছেন: নতুন, অবহেলার সাথে পরকীয়ার কোন সম্পর্ক নেই। স্বামী/স্ত্রী'র পরিপূর্ণ আদর, যত্ন ও ভালো বাসা পেয়েও পরকীয়ায় লিপ্ত হওয়া নারী পুরুষ খুব একটা বিরল নয়। তবে একজন স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়াবেনা, যদি
- জীবনকে যে সত্যিই খুব ভালোবাসে ও উপভোগ করে,
- তার মনে আল্লাহ্র ভয় থাকে,
- পরিবার থেকে সে সততার শিক্ষা পায়।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭
হাসান মাহবুব বলেছেন: নতুন বলেছেন: মানুষ পরিবারে স্বামী বা স্ত্রীর কাছ থেকে মানুষিক এবং শারিরিক ভালোবাসা পেলে বাইরে পরকিয়া করতে যাবে না
আপনার এই কথা সর্বাংশে সত্য নহে নতুন ভাই। নর-নারীর রসায়ন বড়ই বিচিত্র জিনিস। এটা খুব আনপ্রেডিক্টেবল, কখন কীভাবে কী ঘটবে।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯
ডার্ক ম্যান বলেছেন: সব সংসারে টুকটাক অশান্তি থাকে।
পরকীয়া কোনক্রমেই সমর্থনযোগ্য নয়। বনিবনা না হলে আলাদা হয়ে যাবে। তারপর আরেকজনের সাথে সম্পর্ক করবে।
এক সাথে একাধিক জনের সাথে সম্পর্ক খুব খারাপ একটা বিষয়।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫
নতুন বলেছেন: হাসান মাহবুব :- আপনার এই কথা সর্বাংশে সত্য নহে নতুন ভাই। নর-নারীর রসায়ন বড়ই বিচিত্র জিনিস। এটা খুব আনপ্রেডিক্টেবল, কখন কীভাবে কী ঘটবে।
কোন কথাই সর্বাংশে সত্য নয়। সহমত।
কিছু মানুষের যেমন চোখে খিদে থাকে, পেট ভরা থাকলেও খাবার দেখলেই খেতে ইচ্ছে করে তেমনি অনেকই ঘরের স্ত্রী/স্বামী থাকলেও বাইরের অন্য জনের সান্ন্যিধ্য পেতে চায়।
তবে আমার ধারনা বেশির ভাগ মানুষই দেহ, মনে তৃপ্তি থাকলে বাইরের দিকে নজর কম যায়।
অনেকেই আবার বিয়ের পরেও অন্য নারী/পুরুষের আহবান/প্রলভন অবজ্ঞা করতে না পেরে ও জড়িয়ে যায়।
নারী যখন কোন পুরুষকে আহবান করে সেই মোহ ছিড়ে আশা অবশ্যই কস্টকর। ঋষি, মুনি লেভেলের কাজ ঐগুলি।
আমার পরিচিত কয়েকজনের স্বামীর বাইরের রিলেসনের কাহিনি শুনেছি। এবং স্ত্রীরা তাদের স্বামীকে অবহেলা করেছে সেটাও একটা কারন সেটা দেখেছি।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৫
সোনালি কাবিন বলেছেন: করুণাধারা বলেছেন: সুরভী নামটা শুনে পরিচিত মনে হচ্ছে। আচ্ছা ওনার স্বামী কি সামুতে ব্লগিং করেন?
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮
নয়ন বড়ুয়া বলেছেন: সুরভী নাম দেখে রাজীব ভাইয়ের কথা মনে পড়ে গেলো...
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
রিদওয়ান খান বলেছেন: আমি মনে করি ভোগবাদী এই সমাজে বিয়ের মত এমন পবিত্র সম্পর্ক ধীরে ধীরে তুলে নেওয়া দরকার। কারণ এখন আর এই পবিত্র সম্পর্কের কোন মানে হয় না যেখানে সুখ-দুঃখ ভাগাভাগি করা যাবে, উল্পতে তুষ্ট থাকা যাবে। দেখা যায় বিয়ের কিছুদিন যেতে না যেতেই ডিভোর্স! সামান্য থেকে সামান্য বিষয়ে অমত হলেই ডিভোর্স! কাজেই বিয়ের এই রীতিই তুলে ফেলা দরকার। কেউ করো অধীনে থাকার দরকার নাই। সবাই যার যার মত স্বাধীন থাকুক। কেউ করো দোষ দেওয়ার দরকার নেই বরং সমাজটা কে চীন জাপানের মত বানানো দরকার। যেখানে সবকিছু রেডিমেড পাওয়া যাবে ।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: করুণাধারা বলেছেন: সুরভী নামটা শুনে পরিচিত মনে হচ্ছে। আচ্ছা ওনার স্বামী কি সামুতে ব্লগিং করেন?
আমাদের বাসায় যে বুয়া কাজ করেন তার নাম করুনা।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস!