নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
সবাই কে ঈদের সুভেচ্ছা। ঈদ মোবারক। দীর্ঘ এক মাস রোযা রাখলাম। তারাবী পড়লাম। শেষ তারাবির সময় কেমন যেন মনটা খারাপ হয়ে গেলো। মনে হচ্ছিলো যেমন রোযা তাড়াতাড়ি চলে গেলো। ঈদের সুখ মনে। টাকায় সুখ পাওয়াি যায় না। অনেক বড়লোক আছে, যাদের ফ্রিজ ভর্তি খাবার। কিন্তু এই ঈদের তাদের টেনসানের শেষ নাই। মনে সুখ নাই। মনে আনন্দ নাই। বউ এর সাথে মিল মোহাব্বত নাই। বন্ধুদের সাথে আন্তরিকতা নাই। কোটি কোটি টাকার ঋনে জর্জরিত।
অন্যদিকে গ্রামের একজন কৃষকের কথাই চিন্তা করেন। ৮০ বছর বয়সের এই করিম চাচা এখন সুন্দর করে কৃষি কাজ করতে পারেন। তার ডায়েবেটিস, হৃদরোগ, হাফানি, অতিরিক্ত ওজন কোন অসুখ নাই। মাজে মাজে কাশ হলেও সরকারি ডাক্তার দেখালেই ঠিক হয়ে যায়। বউ এর সাথে এখনো রঙ্গ করে। বন্ধু বান্ধব, চাচাত্বো ভাই, মামাত্বো ভাই, খালাত্বো ভাই এর সাথে এখনো সুসম্পর্ক আ্ছে। টাকা আবল তাবল খরচ করেন না তিনি। তাই তিনি তেমন ধার দেনা করেন না। মাঝে মাঝে ঋন করলেও সঠিক সময়ে পরিশোধ করেন। কারো ক্ষতি করেন না। সব মিলিয়ে তিনি সুখেই আছেন।
১২ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
নাহল তরকারি বলেছেন: ঈদ মোবারক।
২| ১২ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১০
নতুন বলেছেন: ঈদ মোবারক
১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:০১
নাহল তরকারি বলেছেন: ঈদ মোবারক।
৩| ১২ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
কামাল১৮ বলেছেন: অনেকে সারা বছর রোজা রাখে।তাদের রোজা শেষ হয় না।চেষ্টা করে দেখতে পারেন।তখন রোজা শেষ হবে না।
১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:০১
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৪| ১২ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনিও চাইলেই সারা বছরই রোজা রাখতে পারেন ।
এটা কোন ব্যাপার না ।
আপনার ইচ্ছাটা এখানে প্রধান।
১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:০২
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৫| ১৩ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৬
ধুলো মেঘ বলেছেন: জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসেনা নিদ
মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?
১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:০৩
নাহল তরকারি বলেছেন: যারা সকল পাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে তাদের জন্যেই ঈদ। হউক সে মন্ত্রী মিনিষ্টার, হউক সে কৃষক।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঈদ মোবারক