নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহর ইতিমধ্যে পচে গেছে।

০৭ ই মে, ২০২৪ রাত ৯:৫৫



স্থান: গুলিস্থান, ঢাকা।

ঢাকার মধ্যে গুলিস্থান কোন লেভেলের নোংড়া সেটার বিবরন আপনাদের দেয়া লাগবে না। সেটা আপনারা জানেন। যেখানে সেখানে প্রসাবের গন্ধ। কোথাও কোথাও গু/পায়খানার গন্ধ। ড্রেন থেকে আসছে ময়লা পানির গন্ধ। এটাই হচ্ছে গুলিস্থানের স্বাভাবিক চিত্র। যাদের বাসা দাউদকান্দি (কুমিল্লা), মেঘনা (কুমিল্লা), চান্দিনা (কুমিল্লা), মোগড়াপাড়া, মদনপুর, নারায়ণগঞ্জ, ভবেরচর (মুন্সীগঞ্জ) যাতায়ত করেন তারা মূলত গুলিস্থান থেকে বাসে ওঠেন। তারাই চিনে গুলিস্থান কেমন। যাই হউক।

বাংলাদেশের মধ্যে দূষিত শহর হচ্ছে ঢাকা। ঢাকাতে কেউ শখ করে বসবাস করতে চায় না। অনেকে জীবিকার তাগিতে, কেউ বা লেখা পড়া করতে, কেউ বা ডাক্তার দেখাতে আসে। ঢাকা শহরে ধূলা উড়ে। পরিকল্পনাহীনতা, আর সমন্বয়হীনতার কারনে রাস্তায় খুড়াখুড়ি শেষ হয় না। যা জ্যাম সৃষ্টি করে। ঢাকায় গাছপালা কম। পার্ক কম। অপরিকল্পিত নগরী। ড্রেনেজ ব্যাবস্থা ভালো না। শুধু মাত্র উত্তরা, গুলসান, বনশ্রী কে একটু ভালো লাগে। তাছাড়া সম্পন্ন ঢাকা শহর ময়লার ডাস্টবিন।

ঢাকা ছাড়াও রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর, মমিসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহী ও রংপুর হচ্ছে একট একটি হাই প্রফাইল শহর। এসব শহর ঢাকার মত দূষিত হবার আগে এসব শহর কে কিভাবে সুন্দর করে তৈরি করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করার সময় এসেছে। বিল্ডিং হবে পরিকল্পনার মাফিক, রাস্তা হবে পরিকল্পনা করে, ড্রেনের পানি নিস্কাশন, সুপেয় পানির সাপ্লাই চেন ম্যান্টেইন, গাছপালা রাখা, পার্ক রাখা, খেলার মাঠ রাখ, সব হবে পরিকল্পনার মাফিক।

এসব কাজ এখন কে করবে? সবাই তো আমলা। আমলারাই করবে। নির্দেশ দিবে কে? প্রধানমন্ত্রী নির্দেশ দিবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৪ রাত ১০:০৫

শোভন শামস বলেছেন: আমাদের দেশটাকে আমরা সুন্দর করে রাখতে কি পারি না, সবাই চেষ্টা করলে সম্ভব

০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৫

নাহল তরকারি বলেছেন: সহজে কেউ চেষ্টা করবে না।

২| ০৮ ই মে, ২০২৪ ভোর ৬:৫৬

আরেফিন৩৩৬ বলেছেন: কেউ কারো দায়িত্ব পালন করছে না।

০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৫০

নাহল তরকারি বলেছেন: যথাযথ কর্তৃপক্ষের আদেশ ছাড়া বাঙ্গালীরা দায়িত্ব নিতে চায় না।

৩| ০৮ ই মে, ২০২৪ সকাল ৯:৪২

অপু তানভীর বলেছেন: আমি অবশ্য এখন ঢাকাতে শখ করেই বাস করি । বাসায় চলে যাওয়া যায় । কিন্তু যাচ্ছি না । ঢাকার প্রতি একটা টান সৃষ্টি হয়েছে । আর দায়িত্ব পালন না করার ব্যাপারটা তো আমাদের ভেতরেই রয়েছে । এসব যারা ঢাকাতে থাকে তাদের কাছে স্বাভাবিক মনে হয় ।

০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৫৪

নাহল তরকারি বলেছেন: আপনি যদি শখে ঢাকা শহরে থাকেন তাহলে বুঝতে হবে গ্রামের মানুষের প্রতি আপনি বিরক্ত।

৪| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:৫১

নয়ন বিন বাহার বলেছেন: আবর্জনার মধ্যখানে কী সুন্দর একটা বুনো মাশরুম উঠে, দেখেছেন?

১০ ই মে, ২০২৪ সকাল ১০:৫১

নাহল তরকারি বলেছেন: নাহ! দেখি নাই।

৫| ১১ ই মে, ২০২৪ রাত ১:১১

জ্যাক স্মিথ বলেছেন: পুরো ঢাকা শহরটাই হচ্ছে মস্ত বড় এক ডাস্টবিন।
গ্রাম আমার খুব ভালো লাগে কিন্তু গ্রামের মানুষজন আমাকে ভয়ানক বিরক্ত করে, তাই আমার জন্য ডাস্টবিন'ই ভালো।

১১ ই মে, ২০২৪ সকাল ৯:১১

নাহল তরকারি বলেছেন: আসুন সবাই মিলে ঢাকা কে সুন্দর করে তুলি।

৬| ১১ ই মে, ২০২৪ সকাল ১০:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্যান্য শহরগুলোতে তো এত চাপ নেই, তাই মোটামুটি মান বজায় রাখা যাচ্ছে। ঢাকা শহর সবচেয়ে ঘনবসতিপূর্ণ, নানান জেলার লোকজন আসে। নিয়মকানুনের তোয়াক্কা করে না। শহর আর ভালো থাকে কেমনে!

৭| ১১ ই মে, ২০২৪ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: আমার নিজের কথাই বলি , কর্ম সংস্থানের ব্যবস্থা আমার এলাকায় থাকলে আমি এলাকা ছাড়া হতাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.