নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আজকের ব্লগ ২০২৪-০৫-১৯

১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩


অনেকদিন পর এই রসুলপুর ঘাট, (গজারিয়া, মুন্সীগঞ্জ) এখানে আসলাম। আগে যখন সরকারি চাকরির জন্য আবেদন করিাম তখন এই নদী পর হয়ে গজারিয়া সাব পোস্ট অফিসে যেতাম। আর চাকরির আবেদন গজারিয়া সাব পোস্ট অফিসে রেজিষ্ট্রি/জিপিই ডাকে পোস্ট করতাম।

আজকে গিয়েছি জমির নাম জারি করিতে। আমার নানা তো ২০১০ সালেই মারা গিয়েছেন। আর আমার নানী মারা গিয়েছে ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ। এই শুক্রবারে জমির ভাগ হয়েছে। আজকে জমির পুরাতন নাম খারিজ হয়েছে। আর নতুন নাম এন্ট্রি হয়েছে। নামজারি এর আবেদন অনলাইনে করিতে হয়। পর্চাও অনলাইন থেকে ডাউনলোড করা যায়। আগে তো দালালাগণ টাকা খেতো ঠিক কিন্তু ভুয়া পর্চা হাতে ধরাইয়া দিতো। এখন সেই সিস্টেম না। এখন কিউ আর কোড সম্বলিত ডিসিআর কপি যেটা দিয়ে আপনি অনলাইনে যাচাই করতে পারবেন। আর যাই হউক। সরকার ডিজিটাল করে, খারাপ করে নাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

কামাল১৮ বলেছেন: দুষ্ট লোক ফাঁকফোকর বের করে খারাপ করা শুরু করবে।

১৯ শে মে, ২০২৪ রাত ৯:৩৪

নাহল তরকারি বলেছেন: আগে তো যাচাই করা যেতো না। তাই দুষ্টু লোক ধরা খেতো না। এখন সকল পর্চা, খতিয়ান, ডিসিআর সব অনলাইনে যাচাই যোগ্য। দুষ্টলোকরা এখন হেল্পার হয়ে গেছে। এখন সাধারন লোক সব কাগজ যাচাই পূর্বক হেল্পারদের পারিশ্রমিক দেয়।

২| ১৯ শে মে, ২০২৪ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কাযকরি পদক্ষেপ ।

২০ শে মে, ২০২৪ রাত ৮:২৬

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে মে, ২০২৪ দুপুর ২:০৭

এম ডি মুসা বলেছেন: মন্তব্য পড়তে আসছি

২০ শে মে, ২০২৪ রাত ৮:২৭

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.